নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জনের প্রত্যয়ে

শুজা উদ্দিন

ব্যতিক্রম

শুজা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

""বন্ধু"" (হাসান মোহাম্মদ শাহীন)

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০১

স্বার্থ দিয়ে শুরু তোমার;
স্বার্থ দিয়েই হবে শেষ,
আবগের তাড়নায় আজ অবধি;
সয়ে যাচ্ছি তোমার ক্লেশ।

যুদ্ধ শেষে ২৭০০ কোটি টাকার অস্ত্রের;
অদৃশ্য হয়েছিল সব মোট,
বন্ধুর বেশে ভালো মানুষ হয়ে;
তুমিই করেছিলে সব লুট।

৭৪ সালের ওয়াদা তোমার;
হস্তান্তর করবে তিনবিঘা করিডোর,
তোমার ওয়াদার সুরাহা মেলেনি;
হয়নি রাত চিরে কোন নতুন ভোর।

৭৫ সালের পানির চুক্তি;
মনে আছে কি তোমার?
২০০ কোটি টাকার ফসলের মাঠ;
পানির অভাবে করে হাহাকার।

টিপাই মুখে মৃত্যু আমার;
একাকার আমার জন্মভূমি,
তোমার ভালবাসায় সিলেট শহরের;
১৬ জেলা আজ মরুভূমি।

২০ হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি;
তোমার শুল্ক জটিলতার কারণে,
ভুলবোনা তোমাকে কখনো;
যদিও পতিত হই মরণে।

৪৫০০ কোটি টাকা দিয়েছি তোমায়;
শুধু তোমার চ্যানেল ভালবেসে,
আমার চ্যানেল নট অ্যালাউড;
তবুও ভালবাসি তোমায় সব কিছুর শেষে।

৪৬ বছরের ভালবাসার সীমান্তে;
৬১ হাজার লাশ পেয়েছি,
তবুও তুমি যা চেয়েছো;
সময়ের আগেই দিয়েছি।

ক্রিকেট মাঠে তোমার প্রেমে;
হয়েছিলাম আমি আত্মহারা,
ভালবাসা দিয়ে তোমার;
কেন করতে চাও সর্বহারা?

আমার পাসপোর্ট নট অ্যালাউড;
বের করেছিলে আমায় ধাক্কা দিয়ে,
জীবন আমার ধন্য হলো;
তোমার মতো বন্ধু পেয়ে।

সহযোগিতার নামে হয়েছি শোষিত;
করেছো অধ্যাবধি শোষণ,
তোমার সকাশে উজাড় করে দিবো;
এই দেহ আর এই ভূবন।

অসহায় আমি তোমার প্রেমে;
করবোনা কখনো উক্তি,
ভালোবাসা পেলে তোমার;
করতে পারি সব চুক্তি।

তুমি বন্ধু,তুমি জীবন;
তুমিই আমার মরণ,
পাশে ছিলাম,পাশেই আছি;
পাশে র'বো আমরণ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১

ধ্রুবক আলো বলেছেন: কিছুই করার নাই বুঝলেন ভাই, বন্ধু রাষ্ট্রের সব কিছুই সহ্য করতে হবে সরাস্ট্র মন্ত্রী নিজেই বলেছেন।

২| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০

হাবিবুর অন্তনীল বলেছেন: চমৎকার কবিতা । ভাল লাগলো, অগ্রিম বৈশাখী শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.