নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জনের প্রত্যয়ে

শুজা উদ্দিন

ব্যতিক্রম

শুজা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ করতে হলে কমেন্ট করে নয়, পোস্ট দিয়ে করুন

০৯ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৭

প্রতিবাদ করতে হলে কমেন্ট করে নয়, পোস্ট দিয়ে করুন। কেননা, যারা আজেবাজে লিখে তারা এজন্যই লিখে যেন লোকেরা তাদের পোস্ট বেশি বেশি দেখে। আপনি যদি ঘৃণা প্রকাশ করার জন্য কমেন্ট করেন তাহলে ঐ আজেবাজে লেখক জিতে গেল। জানেন আপনার এই কমেন্টের কারণে ঐ ঘৃণ্য পোস্টটা আরো বেশি প্রচার পাচ্ছে। ফেসবুকেও সবাই এমন করে। আরে আপনি যতই গালি দেন বা সমালোচনা করেন,সে খুশি। কারণ এর মাধ্যমে সে আরো দশজনের কাছে পরিচিতি পাচ্ছে। একটা মন্দ কথা দেখলে তা শেয়ার করা বা অন্যকে দেখানো মস্ত বেকুবের কাজ। আর মানুষের কাছে মন্দ জিনিস সবসময় ভালো লাগে। কেননা বলাই আছে- মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। ভাল কাজ করে স্বীকৃতি পাওয়া পাহাড় উল্টানোর মতই কঠিন।
আপনার ঘৃণা প্রকাশ করতে চান তাহলে নিজের টাইমলাইনে/ ব্লগে লিখুন। তাতে আপনার মতটাও প্রকাশ পাবে, জনমত গড়ে ওঠবে, কম করে হলেও পরিচিতি ও গ্রহণযোগ্যতা পাবেন। ঐ কুকর্মাকে শেয়ার করবেন না, মন্তব্য করবেন না। অন্যথায় তার লাইক বাড়বে।
বেবাকের সমালোচনা করন যায় ন। কিছু বর্জন করন লাগে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

কানিজ রিনা বলেছেন: খুব ভাল বলেছেন ধন্যবাদ,

২| ০৯ ই মে, ২০১৭ রাত ১০:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল কথা বলেছেন ।

৩| ০৯ ই মে, ২০১৭ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.