নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জনের প্রত্যয়ে

শুজা উদ্দিন

ব্যতিক্রম

শুজা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কাবিলের কুরবানি কবুল হয়নি, আপনার কুরবানি যেন কবুল হয়

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

আদম(ADAM) ও হাওয়া(EVE) (আ) এর দুই পুত্র হাবিল(ABEL) ও কাবিল(CAIN)। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন হাবিলের সমসাময়িক সহোদরাকে বিবাহ করবে কাবিল। আর কাবিলের সমসাময়িক সহোদরাকে বিবাহ করবে হাবিল। কাবিলের বোন ছিল শ্বেতকায়। হাবিলের বোন ছিল কৃষ্ণকায়। কাবিল সদর্পে ঘোষণা করল সে যে কোন প্রকারে তার নিজের সহোদরাকে বিবাহ করবে। কাবিল তার পিতার নির্দেশ অমান্য করল প্রকারান্তরে আল্লাহর নাফরমানি করল।
তাছাড়াও আল্লাহ নির্দেশ দিয়েছিলেন সর্বোত্তম বস্তু আল্লার জন্য পেশ করতে। এতে হাবিল ছাগল পেশ করল। কাবিল পেশ করল কিছু শস্য। আর তখন যার কুরবানি কবুল হতো তার পেশকৃত বস্তু স্বয়ংক্রিয়ভাবে আগুন এসে পুড়ে যেত। এভাবে হাবিলের ছাগল পুড়ে গেল আর কাবিলের শস্যাদি পড়ে রইল। এটা দেখে কাবিল প্রতিজ্ঞা করল সে হাবিল কে হত্যা করবে। অতঃপর সে পাথর দিয়ে হাবিলের মাথা থেতলে দিয়ে হত্যা করল।
অতএব কাবিল ছিল আল্লাহর অবাধ্য, পিতামাতার অবাধ্য, অন্যায়কারী, অহংকারী, খুনী, কৃপণ, লোভী। তার কুরবানি কবুল হয়নি।
আমরা এসব গুণাবলী (আধুনিকতার দৃষ্টিতে) যদি ছাড়তে না পারি তবে আমাদের কুরবানিও কবুল হবেনা
। তবে আমাদের সৌভাগ্য শ্রেষ্ঠনবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের প্রতি দয়াপরবশ হয়ে আগুনে খেয়ে ফেলার মতো অলৌকিক কোন ব্যবস্থা দেননি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

রায়হানুল এফ রাজ বলেছেন: এই যুগেও আগুনে পুড়ে যাওয়ার ব্যবস্থা থাকলে অনেক ভালো হত। বোঝা যেত কার কুরবানি কবুল হচ্ছে। যার হবে না সে আরও বেশি তাকওয়া অর্জনের চেষ্টা করতো।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

ভুয়া মফিজ বলেছেন: কাবিলের বোন ছিল শ্বেতকায়। হাবিলের বোন ছিল কৃষ্ণকায় বুঝলাম না, হাবিল-কাবিল দুই ভাই, তাদের বোনেরা তো দু'জনেরই বোন। আলাদা করে বলছেন কেনো?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

শুজা উদ্দিন বলেছেন: তখন সবাই ছিল এক পিতামাতার সন্তান। বংশবৃদ্ধির জন্য আল্লাহ ব্যবস্থা দিলেন যে, প্রতি বারে আদম-হাওয়ার ঔরসে একবারে এক পুত্র ও এক কন্যা জন্ম নিত। এভাবে হাবিলের সাথে কালো চেহারার এবং কাবিলের সাথে ফর্সা চেহারার বোন জন্ম নিল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

শুজা উদ্দিন বলেছেন: এরপর একসাথে জন্ম নেয়া দুই ভাই-বোনের প্রত্যেকে অপর ঔরসে জন্ম নেয়া ভাই-বোনের সাথে বিবাহ করবে

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

ইরিবাসের রাত বলেছেন: কেইন, পৃথিবীর সর্ব প্রথম হত্যাকারী।
ভাল্লাগল পড়তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.