নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জনের প্রত্যয়ে

শুজা উদ্দিন

ব্যতিক্রম

শুজা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

READER\'S DIGEST ON OUR BODY + নবী সাঃ এর শিক্ষা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

Alzheimer’s Research and Prevention Foundation এর পরিচালক ধর্ম সিং খালসা মহোদয় শরীর ও মস্তিষ্ককে সতেজ রাখার জন্য গবেষণা পূর্বক উপদেশ দিয়েছেন - প্রতিদিন ১২মিনিট করে গভীর নিশ্বাস সহকারে সা--মা--তা--না ধ্বনি করুন এ চার শব্দের সাথে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চারটি আঙ্গুল স্পর্শ করতে থাকুন।
এবার একটু চিন্তা করে দেখুন আমাদের নবী সাঃ এর শিক্ষা। তিনি প্রতিনিয়ত তাসবিহ পড়ার নির্দেশ দিয়েছেন আর তা আঙ্গুলের কড়ার সাহায্যে গণনা করতে হয়। এই হলোনা গিয়ে... আধুনিক গবেষকদের গবেষণা!!!
سبحان الله- الحمدلله- الله اكبر


The brain generates the equivalent of about ten to 15 watts of energy, enough to power an LED bulb. Source: northwestern.edu
মানব মস্তিষ্ক প্রতিনিয়ত প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করে যাচ্ছে। কে আল্লাহর দেয়া এ নেয়ামত ও আমানতের সদ্ব্যবহার করছে?
এক শিশুর জন্মের পর প্রতি সেকেন্ডে ২000000(বিশ লক্ষ) কোষে তথ্য সংগ্রহ করে এবং সংযুক্ত করে। দুই বছর বয়সে ১000000000000 (এক লক্ষ কোটি) কোষ তৈরী হয়। বিশ বছর বয়সে প্রায় ৫০% স্মৃতি লোপ পায়।[ rd.com | 09•2016 | 72] সুতরাং শিশুদেরকে যা শেখানোর তা শৈশবেই শেখানো শুরু করতে হবে। বড় হয়ে শিখবে, নিজেরা শিখবে, এখন থেকে কিছু চাপিয়ে দেয়া যাবে না, এমন কথা বোকামি। কেউ তাকে নির্দেশনা না দিলে শয়তান হবে তার সঙ্গী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.