নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জনের প্রত্যয়ে

শুজা উদ্দিন

ব্যতিক্রম

শুজা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মুসলিম অভিযান-১

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬

হযরত সালমান ফারসী (রাঃ) এর নেতৃত্বে এক মুসলিম বাহিনী পারস্যের একটি কিল্লা অবরোধ করেছিল। মুসলিম বাহিনীর সদস্যরা বললেন, হে আবু আবদুল্লাহ
(সালমান ফারসীর উপনাম)আমরা কি তাদের বিরুদ্ধে হামলা চালাব না? তিনি বললেন, আমাকে ছেড়ে দাও, রাসূল (সাঃ)কে যেমন দাওয়াত দিতে শুনেছি তেমনিভাবে আমি এদেরকে (ইসলামের) দাওয়াত দিব। এরপর সালমান রাঃ তাদের কাছে গেলেন এবং বললেন, আমি তোমাদের মতোই এক ফারসী বংশদ্ভূত লোক। তোমরা দেখছ আরবরা আমার আনুগত্য করছে। তোমরা যদি ইসলাম গ্রহণ করো কবে আমাদের জন্য যা আছে তোমাদেরও তাই হবে। আর আমাদের উপর যা প্রযোজ্য হয় তোমাদের উপরও তাই প্রযোজ্য হবে। তোমরা যদি তোমাদের দ্বীন ছাড়া অন্যকিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানাও তবে আমরা তোমাদের ধর্মের উপরই তোমাদের থাকতে দেব। তোমরা আমাদের আনুগত্য স্বীকার করে আমাদেরকে স্বহস্তে জিযিয়া দেবে।
বর্ণনাকারী বলেন, তিনি তাদের সাথে ফারসীতেও আলাপ করেন। তিনি বললেন, এমতাবস্থায় তোমরা প্রশংসিত হবে না। তাও যদি তোমরা অস্বীকার করো, তবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিচ্ছি।
তারা বলল, আমরা তোমাদেরকে জিযিয়া প্রদান করব না বরং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব।
মুসলিম সৈনিকগণ বললেন, হে আবু আব্দুল্লাহ, আমরা কি এদের বিরুদ্ধে হামলা করব না? তিনি বললেন, না।
এইভাবে তিনি এদেরকে তিনদিন পর্যন্ত দাওয়াত দিলেন। এরপর বললেন এবার এদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করো। সেমতে আমরা ঐ কিল্লাটি হামলা করলাম এবং জয় করে নিলাম।
সালমান (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান।
সুনানে তিরমীযী- ১৫৫৪।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আগে জানা ছিল না। ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

শুজা উদ্দিন বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো। ধন্যবাদ

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

ইমরান আশফাক বলেছেন: এই ইতিহাসটি জানতাম না, আপনাকে ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

শুজা উদ্দিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.