নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

রোলস রয়েসের উপর ...

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫


রাজস্থানের মহারাজা জয় সিং ১৯২০ সালে গেলেন ইংল্যান্ডে। বন্ড স্ট্রীতে হাটতে বের হয়ে দেখলেন রোলস রয়েসের শোরুম। তিনি ভাবলেন, দাম আর স্পেসিফিকেশন জিজ্ঞাসা করে আসি। কিন্তু সাধারণ ড্রেসে থাকা মহারাজাকে সেলসম্যান পাত্তা দিলো না। গাড়ী ট্রেস্ট ড্রাইভের কথা বলায় সেলসম্যান বললো, এই দড়জা দিয়ে বের হয়ে যান।

মহারাজা চরম অপমানিত হয়ে হোটেলে ফেরত আসলেন। লোক মারফত শোরুমে খবর পাঠালেন যে ইন্ডিয়ার রাজস্থানের মহারাজা তাদের শোরুম ভিজিটে আসবেন। লাল গালিচার ব্যাবস্থা করা হলো। রাজা তার রাজকীয় পোষাকে শোরুমে গেলেন। শোরুমে তখন ছয়টা গাড়ী ছিলো। ছয়টাই কিনে ফেললেন। ইন্ডিয়া পাঠানোর খরচ সহ দিয়ে দিলেন।

ইন্ডিয়া যখন গাড়ীগুলা পোঁছালো। মহারাজা গাড়ীগুলা শহর কর্তৃপক্ষকে দিয়ে বললেন, এই গাড়ীগুলা শহরের ময়লা পরিষ্কারের কাজে লাগাও। খবর তখন সারা বিশ্বে চাওড় হয়ে গেলো। তাদের বিক্রি গেলো কমে। রোলস রয়েস কর্তৃপক্ষ তাদের ভুলটা বুঝতে পেরে মহারাজার কাছে ক্ষমা চেয়ে চিঠি দিলেন। শুধু তাইনা, উপহার হিসাবে আরো ছয়টা রোলস রয়েস পাঠায়ে দিলেন। রাজা ক্ষমা দিলেন। বললেন, ঠিক আছে গাড়ীগুলা দিয়ে আর ময়লা টানাতে হবে না।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩২

এম আর তালুকদার বলেছেন: রাজারা এমনই হয় কারন ওরাই রাজাদের সাধারন মানুষ থেকে দূরে থাকতে বাধ্য করে, ওরা মনে করে রাজারা রাজা মানুষ না...

২| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ।

৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৮

আমপাবলিক বলেছেন: রাজার খেয়াল আর ভাঙা দেয়াল এর মধ্যে তফাৎ নাই, দুটিই বিপদজনক...

৪| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: এই ঘটনা বাংলাদেশেও ঘটেছিল। সে লোক এখনও বেঁচে আছেন।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪

সুখী মানুষ বলেছেন: একটু ডিটেইল বলেন'তো প্লিজ...

৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২২

উদাস মাঝি বলেছেন: জয় মহারাজ জয় সিংয়ের জয় :D ;)

৬| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

৭| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: হা হা হা...

জানতাম আগেই।

তবে অনেকেই জানেন না।
এখন জানবেন।

কেমন আছেন?

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

সুখী মানুষ বলেছেন: সুখে :)
আমার জানা'র লিমিট খুব কম। আমার মত যদি কেউ থেকে থাকেন, তো তাদের জন্য শেয়ার করা...

৮| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

করুণাধারা বলেছেন: ইন্টারেস্টিং!!!

৯| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১

বারিধারা বলেছেন: এটা একটা গুজব ছাড়া আর কিছুই নয়। রোলস রয়েস গাড়ি কেনার সময় বায়ারের সাথে কোম্পানির একটা এগ্রিমেন্ট সই হত। সেখানে টার্মস এন্ড কন্ডিশনস দিয়ে দেয়া হত এই গাড়ি কোথায় চলবে, কোথায় চলবেনা, ভাড়া দেয়া যাবে কি যাবেনা - ইত্যাদি। এসব কারণে যথেষ্ট টাকা পয়সা থাকা সত্ত্বেও অনেকে এঈ গাড়ি কিনতে পারতনা। রাজা যদি এই গারি ময়লা টানার কাজে ব্যবহার করতেই চাইত, তবে তো কোম্পানি মামলা করে দিলেই পারত, তার কাছে অনুনয় বিনয় করতে যাবে কেন?

একজন একটা গল্প বলে, আর একজন সেটা যাচাই না করেই গিলে ফেলে। এইসব গুজবের জন্যই মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

সুখী মানুষ বলেছেন: ইন্টারনেটের যুগে প্রমান ছাড়া লেখা কেন লেখবো!
https://www.youtube.com/watch?v=OhX3kkUzg98
https://www.elitereaders.com/indian-king-snubbed-by-rolls-royce-use-luxury-cars-garbage-collection/

অন্য কাউকে ভুল প্রামন করার আগে, নিজে ষ্টাডি করে দেখে নেওয়া ঠিক না?
আমি যে লিংকগুলা দিলাম, এইগুলাও ভুল হতে পারে। তবে তার প্রমান দিলে খুশি হবো।

১০| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৯

বারিধারা বলেছেন: রোলস রয়েস কিনেছেন এমন ইন্ডিয়ানদের মধ্যে রাজা শিংয়ের নাম নেই। তাছাড়া টার্মস এন্ড কন্ডিশন না মানায় অনেকের কাছে রোলস রয়েস বিক্রি করতে রাজী হয়নি এমন প্রমাণো আছে। দেখতে নিচের লিঙ্ক দুইটি ভিজিট করুন
https://www.quora.com/How-many-People-have-Rolls-Royce-cars-in-India
https://www.drivespark.com/four-wheelers/2012/indian-rolls-royce-owners/articlecontent-pf778-003866.html
http://rollsroyceindia.com/
মহারাজার ঘটনা যত সাইটে পাওয়া যায়, তার সবই হয় কোন পার্সোনাল ব্লগ অথবা কোন ফালতু সাইট

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

টারজান০০০০৭ বলেছেন: বলিহারি রাজামশায়ের আত্মমর্যাদাবোধ ! ইংরেজের কাছে পাছা জায়গীর দিয়া,পা চাটিয়া রাজাবাহাদুর হইতে তাহার আত্মমর্যাদাবোধ লুন্ঠিত হয় নাই , হইয়াছে দোকানদার তাহারে গলাধাক্কা দিয়াছে তাহাতেই ! ব্রিটিশরাজ ধাক্কা দিলে মর্যাদা আরো বাড়িত বোধহয় !
রোলসরয়েস দিয়া রাস্তা ঝাড়ু দেওয়াতেই কোম্পানির বোধহয় হইয়াছে রাজামশায়রে অপমান করা ঠিক হয় নাই , তাহা হইলে মেথরগুলারে ইংরেজের পোশাক পড়াইয়া পায়খানা সাফ করাইলে ইংরেজও বোধহয় অপমানে ভারত ছাড়িয়া ভাগিত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.