নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

কয়েন

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৩

বিদেশ গেলে কয়েন নিতে নিতে একটা পর্যায়ে আর মানিব্যাগে জায়গা হয়না। এই কয়েন তখন নিতে হয় ব্যাগের আলাদা পকেটে। থাইল্যান্ডি গিয়ে'তো দেখি লাইন ধরে আবার টাকা ভাঙ্গায়ে কয়েন নিতে হয়। কারন মেট্রোরেলের টিকেট কিনতে গেলে বক্সে সমপরিমাণ কয়েন ফেলতে হয়। অথচ বাংলাদেশে কয়েন কেউ নিতে চায় না।

বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে বাজার এখন ২ আর ৫ টাকার কয়েন থাকবে ৮০% বাকী ২০% থাকবে কাগজের নোট। কারন বাংলাদেশ ব্যাংকের ভল্টে পয়সা পড়ে আছে প্রচুর। এইটা বালো সিদ্ধান্ত। আরো ভালো হয় যদি ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকার কয়েনও চালু করে। আর বিষয়টা তখনই বাস্তবসম্মত হবে, যদি টাকা'র মূল্যটা একটু বৃদ্ধি পায়, অর্থাৎ, প্রতিবছর অহংকারের সাথে মূল্যস্ফীতি ঘোষণা না করে যদি সফলতার সাথে মূল্যসংকোচন ঘোষণা করতে পারে। এই দেশে টাকা আর মানুষের দাম দিনে দিনে শুধু কমছে'তো কমছেই...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৩

সুখী মানুষ বলেছেন: অপেক্ষায় রইলাম, পাঠক হিসাবে পড়তে। আমার জ্ঞান কম, কিন্তু জ্ঞানে আগ্রহ আছে।

২| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

রায়হানুল এফ রাজ বলেছেন: এই দেশে টাকা আর মানুষের দাম দিনে দিনে শুধু কমছে'তো কমছেই...

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮

রক বেনন বলেছেন: জার্মানির ন্যায় প্রতিটি পণ্যর মূল্য টাকার সাথে সাথে পয়সায় ও নির্ধারণ করলে ভাল হবে। উদাহরণ স্বরূপ চাল ৪৮ টাকা ৭৫ পয়সা, ডাল ১১০ টাকা ২৫ পয়সা, আলু ১৮ টাকা ৫০ পয়সা ইত্যাদি। তখন চাইলে ১ পয়সা, ২ পয়সার প্রচলন ও করা যাবে পূর্বের ন্যায়।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০১

সুখী মানুষ বলেছেন: সুন্দর করে বলেছেন।

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩

হুদাই পাগলামি বলেছেন: ১ টাকার পয়সা অচল বললেই চলে।
টাকার দাম একিভাবে কমছে দিনদিন।

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

ভূতুড়ে বাবু বলেছেন: ক্ষুদ্র ব্যবসায়ীমহল খুব কষ্টে আছে এই কয়েন নিয়ে। মনে হয় দেখার মত কোন চোঁখ নেই!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.