নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

খেলার সংবাদে রূপকের এত ছড়াছড়ি কেন!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০

স্পোর্টস রিপোর্টাররা হইলো রূপকের মা-বাপ।
টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অষ্ট্রেলিয়া, এই কথা না বলে, তারা বলবেন
- আহত ক্যাঙ্গারু পেয়েছে সুস্থতার ছোঁয়া, দেখা যাক টাইগার তাকে ধরতে পারে কি না।
শুরু থেকে এই প‌্যাকেজ না শুনলে যে কেউ মনে করবে, এনিম্যাল প্ল্যানেটের ধারা বিবরণী শুনতেছে।
অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেষ্ট বিজয়, এই কথা না বলে তারা বলবে
- ছিলো আকাশে ঘনঘটা, টাইগারদের রণতরী তবু মহাসমুদ্রে দিয়েছে অনেক পাড়ি। শেষমেস বিজয় কেতন উড়িয়ে ভিড়েছে নিজেদের তীরে...
রিপোর্টারের কথা শুনলে মনে হবে মনে হয় এরাউন্ড দ্যা ওয়ার্লড ইন এইটি ডেইজ পড়ে শুনাচ্ছে কেউ।
আচ্ছা খেলায় এই রূপকের সাহিত্যসম্ভারের কারনটা কী!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০

বিষন্ন পথিক বলেছেন: ক্যারিয়ার চেইন্জ এফেক্ট!
হৈতে চাইছিলো শাহবাগের কবি, জীবনের চাহিদায় হৈসে রিপোর্টার

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০

সুখী মানুষ বলেছেন: হেহেহেহে :)
ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন!
হেহেহেহে

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আশির দশকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার এক টেস্ট ম্যাচে সম্ভবত ২য় বা ৩য় দিন খেলা শেষ হবার মাত্র মিনিট পনের আগে ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটসম্যান আউট হয়ে গেলে নাইট ওয়াচম্যান হিসাবে একজন বোলার (এই মুহূর্তে নাম মনে পড়ছে না) খেলতে আসেন। স্বাভাবিক নিয়মে সেই বোলারের বেশি সময় ক্রিজে থাকার কথা নয়। কিন্তু তিনি সেদিন তো অপরাজিত থাকলেনই, পরের দিন লাঞ্চের পরেও এক ঘণ্টার মতো ব্যাট করে রীতিমতো সেঞ্চুরি করে ফেললেন। কোলকাতার আনন্দবাজার পত্রিকা পরদিন শিরোনাম করলো, রাতের প্রহরী হয়ে গেলেন দিনের নায়ক।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০

সুখী মানুষ বলেছেন: বাহ, মনে রাখবো উদাহরণটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.