নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

হেল্প

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

- ওমুকে আমার তুমুক হয়, সে যদি চাইতো, যে কোন একটা চাকরী দেওয়া তার জন্য কোন বিষয়ই না।

এই অভিযোগ একই স্বরে, একই ফরম্যাটে আমি বহুজনের কাছে শুনছি। অথচ এই বেকুবগুলা জানে না, কোম্পানীর মালিক হইলেও যে কাউরে চাকরী দিয়ে দেওয়া যায় না। প্রপার চ্যানেলের মাধ্যমে কারো চাকরী না হলে, কলিগরাও তারে ভালোভাবে নেয় না। এতে অফিসের ভিতরে এক ধরনের অসন্তুষ্টি তৈরী হয়। আর কোন মালিক কখনোই চায় না, তার প্রতিষ্ঠানের ভিতরে অসন্তুষ্টি থাকুক।

ওমুকে হেল্প করলে হেন, তেন করে ফেলতাম যারা বলে, তাদেরকে হেল্প এর গোষ্ঠি দিয়ে দিলেও বলবো, এত হেল্প করলো বলে লাইফে কোন কিছু নিজে করে দেখাইতে পারলাম না।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৬

প্রামানিক বলেছেন: কথা ঠিক

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৩

অলিউর রহমান খান বলেছেন: সঠিক বলেছেন। সহমত।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

কাবিল বলেছেন: হুমম---



ভাইজান কেমন আছেন?
প্রিয় কেমন আছে ?
প্রিয় এখন কত্ত বড় হয়েছে?

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০২

সুখী মানুষ বলেছেন: কাবিল ভাই, সুখে আছি। আপনিও সুখে আছেন, এ ভালোবাসার আশা। সরি ভাই ব্লগে আসা হয় না, অনেক দিন পর পর আপনার মন্তব্য পেয়ে অপরাধবোধে ভুগি। ক্ষমাপ্রার্থী।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

সাইন বোর্ড বলেছেন: খুব ছোট বিষয়, তবে গুরুত্বপূর্ণ ।

৬| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

মিখু হোসাইন তিতু বলেছেন: কথা ঠিক..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.