নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ছেলেটা বিদেশ থাকে...

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

ছেলেটা বিদেশ থাকে। দেশে এসে দেখা করতে আসলো। জিজ্ঞাসা করলাম
- ঋণ আছে আর কোন?
হাসি দিয়া কয়
- নাহ ভাই। ঋনগুলা দিয়া পরে একটা জমিও কিনছি। তারপরে বাড়ীতে একটা ঘর উঠাইছি।
বললাম
- বাড়ীতে ঘর কেন? আগের ঘর কি বেশী খারাপ ছিলো?
আমতা আমতা করে কয়
- নাহ ভাই, মন চাইলো।
বললাম
- মন চাইলেও ফাও এমন জায়গায় টাকা ঢালবি না, যেখান থেকে কোন প্রফিট হয় না। স্বচ্ছলতা আসার পর বিলাসিতায় সমস্যা নাই। জমিতে ফসল হয়?
- হয় ভাই।
- গুড, এইটা ভালো জায়গায় ইনভেস্টমেন্ট হইছে। আরো ভালো হইতো বাজারে কোন দোকানের ভিটা কিনতে পারলে। ফসলে যা লাভ আসে, তার চাইতে বেশী আসে ভিটা'র ভাড়া। হাতে কোন টাকা আছে আর?

এতক্ষণে আসল কথায় আসলো, বললো
- ভাই হাতে লাখ তিনেক টাকা আছে, এইটা'তো খরচ হইয়া যাইতেছে কী করবো? কোন ব্যবসার আইডিয়া দেন।
বললাম
- ব্যবসাটা করবে কে? তুই'তো আবার বিদেশ চলে যাবি।
বললো
- ভাই, ব্যবসা দেখার'তো কেউ নাই। শুরু কইরা দিয়া গেলে হইবো না? বিদেশ গিয়া খোঁজ রাখলাম।
দীর্ঘশ্বাস ছেড়ে বললাম
- ব্যবসা অত সহজ না'রে। এক কাজ কর্ টাকা যা আছে সঞ্চয়পত্র কিনে রাখ। তিন লাখ টাকা'য় প্রায় হাজার তিনেক টাকা প্রফিট পাবি মাসে, এইটা দিয়ে মা'র হাত খরচের টাকাটা চলে আসবে সংসারের।

জিহ্বায় কামড় দিয়ে কয়
- ভাই এইটা সুদ, গুনাহ হইবো।
বললাম
- আইন মেনে স্বচ্ছল হওয়া অন্যায় না। আগে স্বচ্ছল হো, ঐ পর্যন্ত যা গুনাহ হবে, আমারে দিয়া দিস।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭

জাহিদ হাসান বলেছেন: I invite you my country Belize. have a nice day
Alexandro Do Rosa
Belmopan,Belize

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

সুখী মানুষ বলেছেন: Wow, send me air tickets & tour expenses :)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: পড়লাম।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

জাহিদ হাসান বলেছেন: go Expedia

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশে যারা থাকে তারা এমনই । মালয়েশিয়াতে এমন অনেক দেখছি আজো।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

আটলান্টিক বলেছেন: :P :P :P

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: আফসোস, বাঙালি বুদ্ধিজীবী।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

শামচুল হক বলেছেন: মন্দ নয়

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

বিজন রয় বলেছেন: কেমন আছেন? প্রিয় কেমন আছে?

অনেকদিন আপনার সাথে কথা হয় না।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

সুখী মানুষ বলেছেন: বিজন দা, সরি ব্লগে ঢুকা হয় নাই। প্রিয় ভালো আছে, স্কুলে দিয়েছিলাম, দুই দিন গিয়েই কান্নাকাটি, তাই এইবার আর দিলাম না।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: উত্তর কি করবেন না?

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

kolpobazz বলেছেন: valo laglo

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সুন্দর..................।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

রিএ্যাক্ট বিডি বলেছেন: ্বো্ব

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

সুখী মানুষ বলেছেন: পড়লাম :)
ব্লগে আসিই না ... আধুনিক ব্লগারদের খোটা, খোঁচা নিতে পারিনা। বয়স হইছে'তো, এইটা বয়সের বাজে লক্ষণ।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার আমার এলাকায় প্রবাসী অনেক। কিন্তু বেশিরভাগ টাকাটা নষ্ট করে এভাবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

সুখী মানুষ বলেছেন: ধর্ম এখানে বর্মের মত পিশে :(

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮

নম্রতা বলেছেন: এমন জানা অজানা কত গল্প যে আছে ! ভালো লাগলো অনেকদিন পর আপনার ব্লগ পড়তে ! :) এবার নিয়মিত আসবো !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

সুখী মানুষ বলেছেন: :)

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৪

চার্বাক বিপ্লব বলেছেন: ধর্মে মানুষকে বোকা বানিয়ে রাখে।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৫

আরাফ পাটোয়ারী বলেছেন: কথাটা শুধুই বলার জন্য বলা আর কিছুই নয়, প্রতি নিহত আমরা গুনা করে যাচ্ছি তার খবর নেই ।যাইহোক হয়ত ও ভালো চিন্তা করে বলছে হয়ত সে একজন ভালো মানুষ।

২০| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬

মহিসন খান বলেছেন: Click This Link

জাহিদ হাসান বলেছেন: I invite you my country Belize. have a nice day
Alexandro Do Rosa
Belmopan,Belize


জাহিদ হাসান ভাই, আপনার ফেসবুক লিংক টা দেয়া যাবে? বেলিজ নিয়া কিছু প্রশ্ন ছিল।
https://www.facebook.com/profile.php?id=100013338515595

২১| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:২৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ছেলেটা ধর্মভীরু। বুঝা গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.