নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

সম্মানের সাথে শ্রমের মর্যাদায় মনের মিল...

১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

অনলাইনে টাকা দেওয়াই ছিলো। প্রোডাক্ট হাতে পেয়ে তিনি টিপস দিলেন। ছেলেটা অবাক হয়ে কয়
- ম্যাম টাকা'তো অনলাইনে পে করাই আছে? আবার এইটা কেন!
তিনি প্রথমে ভাবলেন, হয়ত আত্মসম্মানে লেগেছে। তাই আমতা আমতা করে বললেন
- এইটা আপনার।
ছেলেটা খুশি হয়ে বললো
- ও ম্যাম, অনলাইনে প‌ে করা থাকলে, কেউ আমাদেরকে কিছু দেয় না'তো, তাই।

ঘুষ, চাঁদা আমরা বাধ্য হয়ে দেই। ভিক্ষা আমরা বেহেস্তের লোভে দেই। অথচ পরিশ্রম করা উঠতি মানুষদেরকে আমরা মায়া মিশানো একটা হাসি দিয়ে সম্মানের সাথে সামান্য টিপস দেই না। বউকে আমি একটা কমন কথা সব সময় বলি
- বউ যা দিতে ইচ্ছা করবে, দিয়ে দিবা। না হয় পরে যখন দিতে না পারার জন্য মনটা খারাপ লাগবে, তখন তুমি আর মানুষটাকে খুঁজে পাবা না, দেওয়ার জন্য।

এমন প্রায়ই হয়, দরদাম করে হয়ত রিক্সায় চড়লাম, নামার সময় আমি জানি একশো টাকার একটা নোট দিয়ে বলবো, রেখে দেন। এমন দিনগুলায় আমি ভাড়াটা দেই না, তিনি দেন। অবাক হয়ে দেখি ঠিক একটা নোটই থাকে, ঐ একশো টাকারই! অন্য কেনাকাটায়ও প্রায়ই এমন হয়। মনের আমাদের আর কোথাও মিল নাই, এই ক্ষেত্রে বহু দিন, বহু বহু দিন হুবহু একই ভাবনার মিল হয়ে গিয়েছে, "There are more things in heaven and earth, Horatio"

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর ভাবনা।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

সুখী মানুষ বলেছেন: আপনার সুন্দর মন, তাই এমন মনে হলো :)
অনেকেই হয়ত বলবে, বেকুবপনা।

২| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

নতুন বলেছেন: আপনারা সুখী মানুষ.... খুবই ভালো লাগলো... :) ভালো থাকবেন...

আসলে অনলাইনে মানুষ কম দামে কিনতে চায় তাই অনেকেই আর বেশি খরচ করতে চায় না।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

সুখী মানুষ বলেছেন: ভাই আমার, একটা সিগারেটের দাম শুনছি এখন ১২ টাকা, টিপস দশ টাকা দিলেও হয়। আমরা ঘুস দেই, টিপস দেই না।

৩| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

রাকু হাসান বলেছেন: পড়ে ভাল লাগলো

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

সুখী মানুষ বলেছেন: ভালো লাগার কথা শুনে আনন্দ লাগলো :)

৪| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

আখেনাটেন বলেছেন: অামার বেশিরভাগই এমন হয়েছে যে দরকষাকষি করে রিক্সাতে কিংবা সিএনজিতে উঠে নামার সময় রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা প্রথমে যে দাম হাঁকিয়েছিল সেটাই দিয়ে দিয়েছি। অতিরিক্ত এই প্রাপ্তিতে বেচারাদের মুখের অবস্থাটা তখন দেখার মতো থাকে। :D

এমন কাজ মাঝে মাঝে ইচ্ছে করেও করেছি ওদেরকে ভড়কে দেওয়ার জন্য। :P

গতকালই উত্তরার একটি দোকান থেকে একটি জিনিস কিনে দোকানীকে গাড়িতে তুলে দিতে বলায় দোকানদার পিচ্চি একটি ছেলেকে জিনিসটি নিয়ে পাঠিয়ে দেয়। সামান্য দূরুত্ব। জিনিসটি রাখার পর ছেলেটির হাতে বিশ টাকার একটি নোট ধরে দেওয়ায় থতমত খেয়ে গেছে। ভাব দেখে মনে হচ্ছিল এই ধরণের অাকস্মিক প্রাপ্তিতে সে অভ্যস্ত নয়। তখন ওর মুখের অবস্থাটা দেখার মতো ছিল।

মানুষ অল্পতেই কত সুখী! শুধু আমাদের মতো শিক্ষিত(!) মানুষেরা পারি না সামান্যতে সুখি হতে!! অবশ্য আপনি বিরল প্রজাতির সুখী মানুষ।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

সুখী মানুষ বলেছেন: আমি নতুন কেউ না, আপনারই মত একজন, আপনারই পিছনে দাঁড়ানো।

৫| ১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

এ.এস বাশার বলেছেন: আমরা তর্ক করতে ভালবাসি। সম্মানের কথাও ভাবি না। ভাল লেগেছে, বিবেক কে নাড়া দিয়েছে ।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৫

সুখী মানুষ বলেছেন: আপনি এমনিতেই অলরেডি বিবেকবান, তাই ভালো লেগেছে। বিবেক বড়ই কুম্ভকর্ণরে ভাই, সহজে জাগে না। একবার জেগে গেলে, তখন শুধু মানব-প্রেম না, আকাশ-বাতাশ প্রেমও চলে আসে মনে। আকাশের দিকে তখন সিগারেটের বাতাস ফেলতেও বিবেকে লাগে; মনে হয় - বাতাসে ভেসে এই ধূঁয়া যদি কোন শিশুর নাক দিয়ে যায়! কোন অসুস্থ'র নাক দিয়ে যায়!

৬| ১৪ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

আহমেদ জী এস বলেছেন: সুখী মানুষ ,




সুন্দর একটি ভাবনা ।
শ্রমকে সম্মান ও মর্যাদার সাথে দেখলে মনে হয় একটা তৃপ্তির জায়গা মেলে ।
এটা আমি মাঝে মাঝেই করি । সত্যি বলছি, এখন আপনার এই লেখাটি পড়ে মনে হলো এটা আমার প্রতিদিনের একটি তৃপ্তির জায়গা হওয়া উচিত ।
শুভেচ্ছান্তে ।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২

সুখী মানুষ বলেছেন: ভালোবাসা :)

৭| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

আমাদেরও একটু সুখী হবার মন্ত্র দেন।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২

সুখী মানুষ বলেছেন: মন্ত্রতো পেয়েই গেছেন! সুখী হবার মূলমন্ত্র হইলো, সুখী হইতে চাওয়া।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জগতে এক একজন মানুষের চিন্তা ভাবনার মধ্যে যে কত পার্থক্য তা দেখলে সত্যিই অবাক হয়ে যাই। ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.