নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

নেক্সাস পে, আরেকটা নড়বড়ে সিস্টেম, ফালতু।

২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৭

নেক্সাস পে, দেখলাম রেফার করলেই ৫০ টাকা। সিস্টেমটা দেখার জন্য অ্যাপ নামাইলাম, সাইন আপ করলাম
- কোথাও রেফার করার সিস্টেম পাইলাম না।
- ইউটিউবে চটকদার ভিডিও আছে। আট, দশ মিনিট হুদাই প‌্যাচাল পাড়ে, কাজের কাজ কিছুই বলে না।
- কয়েকজন দেখলাম রেফার করে ডেইলি ২৫ হাজার টাকা ইনকামের মূলাও ঝুলায়ে রাখছে!

যাই হোক, ৫০ টাকা না পেয়ে, ভাবলাম আর কী আছে দেখি। দেখলাম ক্রেডিট কার্ড থেকে যদি নেক্সাস পে'তে টাকা আনি তো ২৫% বোনাস। ভাবলাম, এক লাখ টাকা নিয়ে আসি, ফাওএর উপর ২৫ হাজার টাকা ইনকাম। তিনি বললেন
- টাকা যে নেক্সাস পে'তে আনবা, খরচ করবা কই!
আত্মীয়া ফ্রিজ কিনবেন। ভাবলাম, দেখি তারা নেক্সাস পে নেয় কি না। ওমা! তারা এর নামও শুনে নাই। অতএব ২৫ হাজার টাকা বোনাসেরও গুড়ে বালি।

ডিবিবিএল একাউন্টের সাথে লিংক করলাম নেক্সাস পে। দেখি কী করা যায়। মোবাইল টপ আপ করা যায়। মোবাইলে কথা বলারই কেউ নাই, টপ আপ করে লাভ কী! স্বপ্নে দেখলাম নেক্সাস পে এর একটা ব্যানার ঝুলায়ে রাখছে, ২৫% ক্যাশ ব্যাক। বললাম, ওকে নেক্সাসে পে করবো, বলে
- স্যার ওদের সার্ভারে সমস্যা। পে হয় না।

এত এত যন্ত্রনা নিয়ে কেন এরা সার্ভিস শুরু করে? দুইটা দিন অপেক্ষা করে, ব্যাটা ভার্সণে থেকে তবেই কি মার্কেটে আসা উচিৎ ছিলো না! ফালতু।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: নেক্সাস পে না শুধু ওদের কোনো সার্ভিস এ শান্তি নাই। ভোগান্তি আছে।

২১ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪৬

সুখী মানুষ বলেছেন: পেমেন্ট গেটওয়ের মত সেন্সেটিভ সিস্টেমে যদি ঘাপলা থাকে, তো কেমন লাগে মিঞা ভাই কন্!

২| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

সুমন কর বলেছেন: :(

৩| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪০

নূর আলম হিরণ বলেছেন: ৫০ টাকার মুলাটা আমিও ধরতে চাইলাম, ঐ যে রেফার করার কোন অপশনই নেই ওগো!

২১ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪৭

সুখী মানুষ বলেছেন: অথচ এই মুলার উপর ভর করে ডেইলি ২৫ হাজার টাকা কামানোর ভিডিও টিউটরিয়ালে ভরে গেছে ইন্টারনেট! বাঙ্গালী পারেও...

৪| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

হাঙ্গামা বলেছেন: ভোক্তা অধিকারে একটা মামলা টামলা দিতে পারেন কি না দেখেন। সুযোগ আছে কি না জানি না যদিও।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ৭:২৩

সুখী মানুষ বলেছেন: এই যন্ত্রনায় কে যায়!

৫| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

আরণ্যক রাখাল বলেছেন: এমন কোন বিষয় নাই যেগুলা নিয়ে ভিডিও ভাইরাল হয় না। এটা নিয়েও হয়েছে, এতে আর আশ্চর্যের কী!

৬| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৫

লিংকন১১৫ বলেছেন: পুরাই বাজে তম জিনিষ ।
সুবিধা আছে ঠিকি মাগার , ঝামেলা অনেক বেশি ।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ৭:২৪

সুখী মানুষ বলেছেন: কোথাও কোন পেমেন্ট পয়েন্ট নাই। যাও স্বপ্ন সুপারমলে পাইলাম, তাও সার্ভার ডাউন, হইলো কিছু!

৭| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৫

রক বেনন বলেছেন: এর থেকে লেক্সাস বিস্কুট অনেক ভালো!!

২২ শে জুলাই, ২০১৮ সকাল ৭:২৪

সুখী মানুষ বলেছেন: হা হা হা হো হো হো ওহো এহে হে হে হে :)

৮| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪১

ভ্রমরের ডানা বলেছেন: আপনি স্বার্থপর টাইপ ব্লগার! মন্তব্য কম করেন! আপনি ভাবেন এটা ভাল আসলে আপনি মোটেও তা নন। আপনি অসামাজিক ভাবে কমেন্ট কম করেছেন!

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৬

সুখী মানুষ বলেছেন: আমি'তো ভালা না, ভালা লইয়াই থাকেন :)
ভাইরে মন্তব্য করতে গেলে যে সাহস, যোগ্যতা লাগে, তা আমার কম। ভ্রমরের ডানা'তো আপনার আছেই। উড়ে উড়ে মন্তব্য করতে দোষ কী? আমি অধম, আপনি উত্তম আছেন, থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.