নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

পাশে দাঁড়াতেই হবে, এই গবেষণাগার ও গবেষকের পাশে।

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৫

বউরে একদিন খুব আবেগতাড়িত হয়ে বললাম
- বউ কোন না কোন ভাবে যদি আমি অনেক টাকার মালিক হয়ে যাই, কী করবো জানো?
তিনি বললেন
- ইলেক্ট্রনিক্স যন্ত্র কিনে ঘর ভরবা?
আহি মুচকি হাসি দিয়ে বললাম
- নাহ্ পোলার অনার্স পর্যন্ত অপেক্ষা করবো। প্রিয় যদি অনার্স পাশ করে, একটা টাকাও আর নিজেদের জন্য রাখবো না। কারন অনার্স পাশ একটা মানুষ নিজের পায়ে দাঁড়ানোর মত বড় হয়ে যায়। তখন সমস্ত টাকা কোন একটা ইউনিভার্সিটির গবেষণা পার্পাসে দিয়ে দিবো। টাকার প্রফিট যা আসবে, তা দিয়ে গবেষকদের অনুদান দেওয়া হবে। প্রায়োরিটি পাবে খাদ্য ও চিকিৎসা।

হিরক খন্ড দামী, কিন্তু এতে পেট ভরে না। পেট ভরে হিরার চেয়ে কোটিগুন কম দামের চাল, গম ইত্যাদি দিয়ে। প্রায় বিশ কোটি মানুষের দেশে কৃষি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হওয়া উচিৎ। আগে খাদ্য, পরে সব।

লেখাটা পড়ে খারাপ লাগলো। আবার ভালোও লাগলো, এমন গুনী প্রধানমন্ত্রী'র জন্য। আহারে আশপাশে যদি তিনি দেশপ্রেমীক কিছু হেন্ডস পাইতেন, না জানি দেশটা কতটা সুন্দর হইতো। জাতি কি এই বিজ্ঞানীর পাশে দাঁড়াবে না? অন্তত আমার লেখা যারা পড়েন, তারা প্লিজ কিছু বলেন, বা করার থাকলে করেন। গবেষকরা যেন পায় সর্বোচ্চ সহযোগীতা ও সম্মান। কারন ভবিষ্যৎ সুন্দর পৃথিবী তাদেরই ব্রেইনচাইল্ড।

একজন গবেষক ও একটি গবেষণা প্রতিষ্ঠানের মৃত্যু

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

প্রিয় অবশ্যই অনার্স পাশ করবে।

অাবার যদি কেন?

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সুখী মানুষ বলেছেন: বিজন দা, আমি অদ্দিন বেঁচে থাকবো'তো! আমি ডায়বেটিক পেশেন্ট, শরীরটাও সবসময় ভালো যায় না।

২| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

গরল বলেছেন: খুব হতাশ হলাম, পাঁচ হাযার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট না পাঠিয়ে যদি এরকম ১০০টি গবেষণায় থবিল যোগান দেওয়া হত তাহলে দেশের চেহারা পাল্টে যেত।

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সুখী মানুষ বলেছেন: সহমত ভাই। যেখানে অন্য দেশের সেটেলাইন ব্যাবহার করাটাই সস্তা। এমনকি ইনিশিয়াল ইনভেস্টমেন্টও নাই। সেখানে কেন আমরা এইসব ঝক্কিতে গেলাম? যেতে সমস্যা নাই, কেন তবে গবেষণাগুলাকে বন্ধ করে!

৩| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

Sujon Mahmud বলেছেন: বিজ্ঞানীরাই জাতীর ভবিষ্যত

৪| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই প্রধানমন্ত্রী একটা ব্যবস্থা নিবেন।

৫| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশা করি সরকারের নজরে পড়বে...

৬| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

শাহিন বিন রফিক বলেছেন:



প্রধানমন্ত্রীর উচিত উনার দিকে একটু নজর দেওয়া, আশা করি সেটা হবে।
গবেষণা ছাড়া কোন কিছু সুন্দরভাবে করা সম্ভব নয়, জাতি হিসাবে আমরা এই সত্যটা এখনো ভালমত বুঝে উঠতে পারছি না।

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর চিন্তাভাবনার প্রকাশ করেছেন, ভালো লাগলো আপনার মহৎ উদ্দেশ্য

৮| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

মোহাম্মদ এন ইউ ইসলাম নাজিব বলেছেন: আপনার চিন্তার প্রতিফলনের অপেক্ষায় প্রতিটা বাঙ্গালী...দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.