নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

গ্যাসের প্রতি ইউনিটের দাম কত?

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

বাসায় গ্যাসের প্রিপেইড মিটার লাগিয়ে দুয়ে গেলো। পার ইউনিট দাম কত, কিছুই জামি না। কেউ জানেন প্লিজ?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: না জানি না।
তিতাসে যান অথবা ফোণ করে খবর নিন।
অথবা আমি জেনে আপনাকে জানাবো।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

সুখী মানুষ বলেছেন: আমিও জানলে আপনাকে জানাবো ভাই। আমার ফেসবুক আইডি ডিজেবল করে দিলো ফেসবুক। নতুন একটা করলাম, এইটাও ব্লক করে রাখলো। এখন আমার সামু ছাড়া গতি নাই, মত প্রকাশের জন্য।

২| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৭

ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: আমার বাসায় তো কোনো মিটার নেই। বাড়িওয়ালা প্রতিমাসে গ্যাস বাবদ ৯৭৫ টাকা নেয়। নতুন বাসা নিছি। গ্যাসের দামটা খুব বাড়তি মনে হচ্ছে।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮

সুখী মানুষ বলেছেন: আমার বাসায়ও একই পরিমান নেয় ভাই।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০

অব্যর্থ বলেছেন: তিতাসের কল সেন্টার 16496 নাম্বারে কল করে জিজ্ঞেস করেন।

ওবাইদুল্লাহ ওবাইদ আপনার বাড়ীওয়ালা গ্যাস বিল বেশি নিচ্ছে না। দুই চুলার জন্য সরকার কর্তৃক নির্ধারিত গ্যাস বিল ৯৭৫ টাকা এ বছরের জুলাই মাস থেকে কার্যকর করা হয়েছে।
https://www.dhakatribune.com/bangladesh/power-energy/2019/06/30/gas-prices-hiked

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

সুখী মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ফেসবুকে দেখিনা কেন?? প্রিয় ভালো আছে???

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

সুখী মানুষ বলেছেন: ফেসবুক আমার ১১ বছরের আইডিটা ডিজেবল করে দিলো :(
নতুন আইডি: https://www.fb.com/thejahangirarun
জ্বী ভালো আছি আমরা। আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ, পুলকিত ও ঋণী করেছে। কৃতজ্ঞতা।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: হায় আল্লাহ!!
আমি আবার মনে করেছিলাম- আমাকে কি কোনো কারণে ব্লক করে রেখেছেন।

এরপর আমার আরেকটি ফেসবুক আইডি আছে- অন্য নামে। যেটা থেকে আমি বাংলাদেশের সব বুদ্ধিজীবিদের তীর্যক কমেন্ট করি এবং উনারা অনেকেই সেই আইডিটিকে ব্লক করে রেখেছেন। ঐ আইডি থেকেও আপনার নামে সার্চ দিয়ে পেলাম না।
তারপর মনে করলাম- হয়তো আপনি আইডি ডিএক্টিভেট করে রেখেছেন।

বেশ কয়েকমাসে আগে আইসিসি'র কি একটা কম্প্লেইনের কারণে আমাকেও প্রায় দুমাস কোনো পোস্ট , কমেন্ট করতে দেইনি।

আমি ফেসবুককে জানানোর পর- ফেসবুক জানালো- আমাকে আইসিসির সাথে যোগাযোগ করে তা মীমাংসা করে নিতে।

কিন্তু আমি নিজেও জানিনা ক্রিকেট নিয়ে কবে কোথায় কী লিখেছিলাম। কেনইবা ওদের অভিযোগ।
খুব খারাপ লাগছে- দশ বছরের আইডি ডিজেবলড। সেখানে কত লেখা, কত ছবি, কত স্মৃতি।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮

সুখী মানুষ বলেছেন: :(

৬| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
দু - একটি নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.