নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

- বাবা এক গ্লাস পানি দিবা?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১

- বাবা এক গ্লাস পানি দিবা?
বললাম
- প্রিয়, এক গ্লাস পানি দেওয়াটা খুব সহজ। আমি দিতে পারি, এতে সমস্যা নাই। কিন্তু একটু ভেবে দেখো - এই কাজটা সহজ, তুমি অলরেডি পারো। তো যে সহজ কাজটা তুমি পারো, এর জন্যই যদি বাবার উপর নির্ভর করো, তো বাবা না থাকলে কঠিন কাজগুলা তুমি কিভাবে করবা!

মায়ের মত ভ্রু কুঁচকায়ে কয়
- আচ্ছা পানি খাবো না।
একটু কঠিন করেই বললাম
- প্রিয় এইটা সমাধান না।

খুব অনিচ্ছায়, অলসের মত আস্তে ধীরে এসে গ্লাসে ঢেলে পানি খাইলো। ঘটনার এইখানেই ইতি।

রাতের বেলা আমার বুকে মুখ গুজে রয়ে রয়ে কান্না শুরু করলো। অবাক হয়ে বললাম
- টুনটুনি কী হয়েছে!
কান্না আর থামে না। পাগলের মত এখানে, ওখানে চুমা দেওয়া শুরু করলো। আমার গাল, বুক ভিজে যাচ্ছে প্রিয়'র চোখের পানিতে। সিরিয়াসলি বললাম
- এই টুনটুনি, এই! কী হইছে তোর!

ফুঁপাইতে ফুঁপাইতে কয়
- তুমি না থাকলে এই কথা কেন বললা! তারমানে তুমি একদিন মরে যাবা!

করুণ কণ্ঠে কয়
- তু্ই মরিস না বাবা, তুই মরিস না।

যেই প্রিয় নিজের পানি নিজে ঢেলে খেতে চায় না, সেই প্রিয় দৌড়ে গিয়ে এক গ্লাস পানিও নিয়ে আসলো আমার জন্য!

ভালোবাসা বৃদ্ধি পায় শূন্যতায়। কাছের মানুষের সাথে যখন তিক্ত সম্পর্ক যায়, চোখ বন্ধ করে একটু ভাবলেই হবে - মানুষটা পাশে নাই; তখন কেমন লাগবে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহ কি দারুন অনুভুতির স্বাদ দিলেন ভ্রাতা !!
আনন্দ হাসি ফুর্তি আমোদ খুশি এগুলো যেমন জীবনের
একটা অনুভুতি, দুঃখ কষ্ট বেদনা মন খারাপ এগুলোও
ঠিক একই। মানব জীবনের সাথে ওতপ্রোভাবে জড়িত।
দুঃখ হলো এক প্রকার মানসিক অনুভূতি যা এক সময়
কষ্টে রূপান্তরিত হয়, মানুষের জীবনের কষ্ট বা দুঃখের
শত কোটি কারণ থাকে কিন্তু দুঃখের কষ্টের যে বেদনা
তা প্রাই সকলের ক্ষেত্রেই এক।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

কাবিল বলেছেন: এভাবেই শিখবে, বুঝবে।
ফলাফল পাবে শুন্যতায়।
প্রিয়র জন্য দোয়া রইল।
তারপর ভাই কেমন আছেন?

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।
ভালো থাকুন আপনার সন্তান। সুস্থ থাকুক এই প্রার্থনা করি।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষটা এরকম, ভাবতে পারি নি, ভেবেছিলাম উপদেশমূলক কিছু। দারুণ একটা নাড়া দিয়ে গেলো।

অনেকদিন পর আপনাকে দেখছি। সর্বশেষ আমাকে কোনো নামে/নিকে দেখেছিলাম জানি না- আমি ফারিহান মাহমুদ/খলিল মাহ্‌মদ/সবুজ অঙ্গন :)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৮

নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ও দোয়া রইলো বাবাটার জন্য।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: বাবার কথা মনে হল।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্মৃতিকাতর কথা।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৭

আক্তার হোসেন ৭৫ বলেছেন: সাধারণ, সুন্দর ও সহজ জিনিস গুছিয়ে বলার জন্যে ধন্যবাদ, এখন আমার বাবা ও আছে, ছেলে ও আছ। সহজ এবং কঠিন দুইটাই বুঝতে পারছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.