নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাপ খোলা কলমে শাণিত হোক মঞ্চ...

কূপমন্ডূক

জানা ভালো, না জানা খারাপ, ভুল জানা অপরাধ

কূপমন্ডূক › বিস্তারিত পোস্টঃ

ভরসা রাখুন...

০৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৭

ভরসা রাখুন জামাত, বিম্পি, ভরসা রাখুন জাপায়
ভরসা রাখুন এইস প্লাসে, ভরসা রাখুন নাপায়।

ভরসা রাখুন ভ্যাটের বোঝায়, ভরসা রাখুন করে
ভরসা রাখুন বাজেট নামক প্রহসনের 'পরে।

ভরসা রাখুন সৌম্য, শফিউল, শুভাগত হোমে
ভরসা রাখুন গুলি, গ্রেনেড কিংবা এ্যাটম বোমে।

ভরসা রাখুন ফেবু, ইন্সট্রায়, ভরসা রাখুন পোস্টে
ভরসা রাখুন কাবাব, চিকেন, তেহারি আর রোস্টে।

ভরসা রাখুন লোডশেডিং এ, ভরসা রাখুন লাইটে
ভরসা রাখুন এমবি, জিবি, ভরসা মেগাবাইটে।

ভরসা রাখুন তীব্র জ্যামে, ভরসা রাখুন ঘুষে
ভরসা রাখুন ক্রসফায়ারে, গুম আর এ্যামবুশে।

ভরসা রাখুন কাবিল, পিকে, ভরসা রাখুন রাইসে
ভরসা রাখুন অসাম, কিউট, অস্থির আর নাইসে।

ভরসা রাখুন ভোটের বাক্সে, ভরসা রাখুন ভোটে
"ভরসা" নামক মিথ্যাটাকে ঝুলিয়ে রাখুন ঠোঁটে।

ভরসা রাখুন বর্ষামাসে, ভরসা রাখুন ছাতায়
ভরসা রাখুন এক্সামহলে নকল করা খাতায়।

ভরসা রাখুন কেকা আপায়, ভরসা নুডুলস রান্নায়
ভরসা রাখুন টিভি সিরিয়ালে, আহা উঁহু কান্নায়।

ভরসা রাখুন আমার রাইমে, একটু রাখুন ভরসা
ভরসা রাখুন, হবেই দেশের ইমেজখানি ফরসা।

"ভরসা" এখন লোকাল বাস, "ভরসা" মিটার-ট্যাক্সি
"ভরসা" ইজ দ্য নিউ ক্রেজ, হট এন্ড পিওর "সেক্সি"।
-----------------------

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩৯

ঋষিরাজ বলেছেন: নিজের দেশ আর বিশ্বের সার্বিক পরিস্থিতিতে এর থেকে আর ভাল কিবা বলার আছে.....

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৪

কূপমন্ডূক বলেছেন: ভরসা রাখুন

২| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪১

ঋষিরাজ বলেছেন: দারুণ লিখেছেন..!

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৪

কূপমন্ডূক বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩

কুঁড়ের_বাদশা বলেছেন: খুব সুন্দর লিখেছেন+++

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৪

কূপমন্ডূক বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩

কুঁড়ের_বাদশা বলেছেন: খুব সুন্দর লিখেছেন+++

৫| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩

কুঁড়ের_বাদশা বলেছেন: খুব সুন্দর লিখেছেন+++

৬| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩

আখেনাটেন বলেছেন: ভরসা নাই আম্লিগ-বিম্পিতে, ভরসা নাই জঙ্গিতে
ভরসা নাই মালের কথায়, ভরসা নাই লুঙ্গিতে
ভরসা নাই নাহিদ ভাইয়ুমনিতে, ভরসা নাই শিক্ষায়
ভরসা নাই কানা কুদ্দুসে, ভরসা নাই ভিক্ষায়
ভরসা নাই মেট্রো রেলে, ভরসা নাই রামপালে
ভরসা নাই ব্যাংকের টাকায়, ভরসা নাই কপালে
ভরসা নাই চালডালে, ভরসা নাই ফলেতে
ভরসা নাই আপনার কথায়, ভরসা নাই আমাতে।

অাপনার সবকিছুতে ভরসার পজিটিভ দিকটা ভালো। বেশ ভালো! B-)

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৫

কূপমন্ডূক বলেছেন: আপনার কবিতাটা গদ্যকবিতা হয়ে গেছে। হা হা :D

৭| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:২০

তারছেড়া লিমন বলেছেন: আপাতত আপাতত রাখলাম আপনার লেখায়.......... ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৫

কূপমন্ডূক বলেছেন: মনে রাখবেন, ভরসা ম্যাচ ভিজলেও জ্বলে।

৮| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:২১

অবাস্তব প্রতিবিম্ব বলেছেন: অনেক ভালো লাগলো।

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৫

কূপমন্ডূক বলেছেন: ধন্যবাদ

৯| ০৭ ই জুন, ২০১৭ রাত ১২:২৬

অসিত কর্মকার সুজন বলেছেন: বেশ মজাদার কবিতা :D ভরসা বিলাস পুরাই

০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮

কূপমন্ডূক বলেছেন: ভরসা রাখুন...

১০| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

সময়ের ডানায় বলেছেন:
ভরসা রাখতে রাখতে বর্ষা এসে গেলু যে...... :)

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪০

কূপমন্ডূক বলেছেন: ভরসা রাখুন ছাতায়

১১| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বর্ষায় ভরসা কাব্য ভাল লাগলো :D

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১

কূপমন্ডূক বলেছেন: ধন্যবাদ

১২| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ভরসা রাখুন ভ্যাট আর ট্যাক্সে দেইখেন অর্থমন্ত্রী যেকোন সময় কবিতায় ট্যাক্স ধরবে ;)

রাইম বেশ ভালো লেগেছে +++

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১

কূপমন্ডূক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.