নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

তিলত্রয়ীর উপাখ্যান

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

তোমার বুকে কান পাতলে আমি শুনতে পাই
তিলত্রয়ীর উপাখ্যান:
মাঝে মধ্যে ওরা তোমার চেয়েও প্রগলভ
আমি ওদেরকে কতখানি ভালবাসি
তাই নিয়ে ওদের বাহাস, হাসি, অভিমান

বড়টি ছোটোটাকে তো তোয়াক্কাই করে না
বলে, তুই এত ছোট যে ও তো তোকে চোখেই দেখবে না
দেখিস না ওর চোখে ভারি চশমা?
প্রতি উত্তরে ছোটোটা কী বলে জানো?
জানিস না গাধা, স্মল ইজ বিউটিফুল?
মাঝারিটা বেশ উপভোগ করে এই নিয়ে ঝগড়া
মিটিমিটি হাসে আর বলে
তোরা যতই দিস বাগড়া
আমি হলাম রিস্ক ফ্রি
আমাকে উপেক্ষা করে তার সাধ্য কী!

আমি ওদের নাম দিয়েছি, শোনো
বড়টা শকুন্তলা, ছোটোটা অহল্যা
মাঝারিটা মার্গারিটা
কাকে অখুশি করি বলো তো
বিন্দুর মাঝে সিন্ধুর মতো
তিলত্রয়ীর মাঝেই আমি তোমাকে
খুঁজে পাই

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ওদেরকে কতখানি ভালবাসি
তাই নিয়ে ওদের বাহাস, হাসি, অভিমান

.........................................................................................
স্বার্থের টানে এমনই চলবে মান অভিমান ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৯

শুভবাদী রোদ বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬

সনেট কবি বলেছেন: সুন্দর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১০

শুভবাদী রোদ বলেছেন: সনেট কবি, ধন্যবাদ পড়ার জন্য এবং আপনার মন্তব্যের জন্য। ভাল থাকুন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

বিজন রয় বলেছেন: খুব ভাল।
+++++
খুব।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:০৭

শুভবাদী রোদ বলেছেন: বিজন, আপনার মন্তব্য অনুপ্রাণিত করল। অসংখ্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

ঋতো আহমেদ বলেছেন: ভালো লিখেন আপনি। সহজ, সাবলীল ও দারুণ প্রকাশ। কবিতায় মনোযোগী হলে আমরা ভালো একজন কবিকে পাবো। +++

৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৮

শুভবাদী রোদ বলেছেন: ঋতো আহমেদ, ধন্যবাদ আপনাকে। আবারো ধন্যবাদ ব্যাপক অনুপ্রেরণা দেওয়ার জন্য। আপনার মতো বোদ্ধারা সামুর এসেট। দেরিতে হলেও যে আপনি কবিতাটি পড়েছেন সেটি দেখে আরও ভালো লাগল। ভালো থাকবেন।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:০৭

মনিরা সুলতানা বলেছেন: একদম আলাদা অনুভব!
ভালোলাগা ।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৫

শুভবাদী রোদ বলেছেন: মনিরা, ধন্যবাদ। আপনার এই ভাললাগা আমাকে আরও লেখার অনুপ্রেরণা দিল।
খুব কম সময় দেই লেখালেখিতে, কিন্তু এখন আরো সময় দেওয়ার অনুপ্রেরণা পেলাম।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.