নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

এবার বরষা আসেইনি

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

আসব ময়না, দেখো, একদিন, ঠিক আসব
সেদিন বরষা না হলেও আমি ঠিক নামাব এক বরষা
আমার ভালবাসা দিয়ে ভেজাব তোমায়
এতটাই ভিজবে তুমি বুঝতেই পারবে না যে
এবার বরষা আসেইনি
এসেছি শুধু আমি

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

কানিজ রিনা বলেছেন: বাঙালী হিসাবে ব্লগে আপনাকে স্বাগতম।
ফিনল্যান্ডে গবেষনা ও পড়ান অনেক অনেক
বড় কিছু, আমাদের দেশের ছেলেরা বাইড়ের
দেশে গবেষক অথচ দেশে কোনও বড় মাপের
গবেষনাগাড় নেই এটাই আমাদের দুঃখ।
আল্লাহ্ আপনাকে ভাল রাখুক এই কামনা।
অভিনন্দন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ, কানিজ রিনা। দেশে গবেষণা না হওয়ার মূল কারণ হলো সরকারের দীনতা, আর আমাদের মানসিকতা।
আমি নিজেও দেশে ফিরেছিলাম পিএইচডি করে। দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং ডিপার্টমেন্ট হেড হওয়ার সৌভাগ্যও হয়েছিল, কিন্তু দুবছর দেশে থেকে আমার সাধ মিটে গেছে। শুধু পদ নিয়ে পলিটিক্স আর বোর্ড অব দি দিরেক্টরসদের চরিত্রহীনতা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অধ্মকে স্বাগতম জানানো ও মঙ্গল কামনার জন্য। ভাল থাকুন।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি তো দেখি সাহিত্যে মারাত্মক রকম পিছিয়ে.....

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

শুভবাদী রোদ বলেছেন: আপনি ঠিকই ধরেছেন। সেজন্যই তো সামুতে আসা। যদি আপনাদের থেকে কিছু শিখতে পারি।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

সনেট কবি বলেছেন: পড়লাম

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

অভিশপ্ত জাহাজী বলেছেন: বাহ্ অর্থবোধক কবিতা। ভালো লেগেছে।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বানানে একটু + পয়েন্ট আনার চেষ্টা করুন স্যার। শুভকামনা রইলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১১

শুভবাদী রোদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.