নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন হয়েই থাকতে চাই। শিরোনাম হয়েও দেখেছি, কোনো লাভ নাই। পেশায় শিক্ষক ও গবেষক। থাকি আপাতত ফিনল্যান্ডে। পড়াই ও গবেষণা করি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে। মূলত বাণিজ্যের ছাত্র, অতপর শিক্ষক। পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতা করেছি বাংলাদেশ, জাপান, ও নিউজিল্যান্ড।

শুভবাদী রোদ

শুভবাদের জয় হোক।

শুভবাদী রোদ › বিস্তারিত পোস্টঃ

আমার ভেতরে এক অদ্ভুত পলায়নপর মনোবৃত্তি

০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৩

আমার ভেতরেও এক পলায়নপর মনোবৃত্তি কাজ করে
যদিও সযতনে আমি এড়িয়ে যাই বারবার
নিজেই নিজেকে গোপন প্রবোধ দেই,
পালাবে কোথায়, গোলাম হোসেন?
গলায় ঘন্টাবাধা এক নির্বোধ স্বকামী তুমি
নিজেই তুমি নিজের দাসত্বের সঙ্গী।

মাঝেমধ্যে আমার ভেতরেও এক অদ্ভুত
পলায়নপর মনোবৃত্তি কাজ করে
অনুভূতিগুলি সব যখন অবশ হয়ে আসে
সে আচমকা আমাকে কব্জা করে ফেলে
আমার চিন্তার যোনিপথে সে হাতুড়ি দিয়ে
প্রবল আঘাত করে
আমার রক্তশূন্য চিন্তার ভেতর
সে ঘোড়া দৌড়ায়
সব প্রতিরোধ ব্যর্থ হলে
অনন্যোপায় আমি নিজেকে
প্রবৃত্তির কাছেই সমর্পন করি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: দার্শনিক চিন্তার বাহন-মস্তিক, আর কবির অবলম্বন হৃদয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.