নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুভি

শুভ বর্স

শুভ বর্স › বিস্তারিত পোস্টঃ

রহস্যের খোজে বের হওয়া এক ছেলের গল্প

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৪



The Woman in Black (2012)

Drama | Horror | Thriller

Director: James Watkins

Writers: Susan Hill (novel), Jane Goldman (screenplay)

Stars: Daniel Radcliffe, Janet McTeer, Ciarán Hinds

Imdb Ratings: 6.5 /10 http://imdb.to/1u9XK7d

Rottentomatoes Ratings: http://bit.ly/X2Y245



Arthur Kipps নামে এক আইনজীবী লন্ডনে বাস করত। তার সাথে তার ৪ বছরের একটি ছেলে ছিল, আর্থারের স্ত্রী ৪ বছর আগেই মারা যান। ছেলেকে নিয়ে আর্থারের দিন ভাল কাটলেও হঠাৎ আর্থারের চাকুরী যায় যায় অবস্থা কিন্তু আর্থারকে তবুও কাজে রাখার জন্য একটি শেষ সুযোগ দেওয়া হয়। সেটা হল তাকে একটি প্রত্তন্ত গ্রামে গিয়ে উকিল জেরোমের সাথে দেখা করে সম্প্রতি মৃত মিসেস Drablow এর মার্শ হাউজের কাগজপত্র পরীক্ষা করতে হবে। আর্থার সেখানে যায় কিন্তু সেখানের কোন লোকই তাকে ভাল চোখে দেখে না এমনকি থাকার জন্য তার হোটেল পেতেও কষ্ট হয়েছে। কোন মতে থাকার একটা ব্যবস্থা হলে পরদিন আর্থার যায় উকিল জেরোমের সাথে দেখা করতে। তখন উকিল জেরোম আর্থার উপদেশ দেয় যে সেই জমিদার বাড়িতে না গিয়ে আজকেই আবার লন্ডনে ফিরে যেতে, এমন কি জেরোম ঘোড়ার গাড়ীও ঠিক করে রাখে আর্থারকে ষ্টেশনে পৌছে দেওয়ার জন্য । আর্থার ঘোড়ার গাড়ীওলাকে কিছু টাকা দিয়ে চলে যায় সে মার্শ হাউজে। সেখানে গিয়ে দেখে বাড়িটা অনেক পুরানো আর অনেক দিন ধরে কেউ এখানে আসে নি। আর্থার বাড়ির ভিতরে ডুকে মার্শ হাউজের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে একটা মহিলা প্রেতাত্মা দেখতে পায়। সেদিন আর্থার আবার গ্রামে ফিরে আসলে জানতে পারে যে রহস্যজনক ভাবে বাচ্চা ছেলে-মেয়েরা মারা যাচ্ছে। গ্রামের সবাই কথা-বার্তা থেকে আর্থার জানতে পারে কেউ যদি ঐ প্রতিহিংসাপরায়ণ প্রেতাত্মা মহিলাটাকে দেখে এর পর থেকেই ছোট বাচ্চারা মরা শুরু করে। কিন্তু কেন এ মৃত্যু? আর ঐ মহিলাই বা কে? আর্থার নেমে পরে এ রহস্যের সন্ধানে.. আপনিও আছেন ত আর্থারের সাথে...



The Woman in Black (2012) মুভিটি সুসান হিলের লেখা উপন্যাসের উপর ভিত্তি করে পরিচালনা করেছেন জেমস ওয়াটকিনস্। আমার হরর মুভি তেমন একটা পছন্দ না সে জন্য এ মুভিটা তেমন একটা ভাল লাগে নি আমার কাছে। যারা হরর পছন্দ করেন তারা অবশ্যই মুভিটা দেখবেন কারণ মাঝে মাঝে আপনাকে ভয় দেখাতে পরিচালক কোন কমতি রাখে নি।( তবে আমি ভয় কম পাই ত সেজন্য আমারে ডর দেখাইতে পারে নাই)। মুভি শেষে আপনার জন্য আবার টুইস্টও রাখা হয়েছে। মুভির প্লটটা তেমন ভাল না লাগলেও মেকআপ, ওয়েদার ও লোকেশনগুলো ছিল দেখার মত। গ্রামের থেকে দূরে সেই বাড়িটা, বাড়ির পাশে সমুদ্র আর বিকেলের পর বিাড়ির সামনের রাস্তা পানি এসে ডুবে যাওয়ার দৃশ্য গুলো ছিল অসাধারণ। এব্যবপারে আর কিছু বলব না আপনারা দেখে নিয়েন। এ সব জিনিষ যে একটা সাধা-সিধে গল্পকে চরম ভাবে উপস্থাপন করতে পারে মুভিটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না আর অসাধারণ সিনেম্যাটগ্রাফির কারণে এ হরর মুভিকে এক অন্য স্থানে নিয়ে গিয়েছে মুভির পরিচালক। ও হা সব চেয়ে বড় কথা হল এ মুভির মূল চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার জনপ্রিয় অভিনেতা হ্যারি পটার যার রিয়েল নেম Daniel Radcliffe। যাকে আমরা কিছু বছর আগেও এক বালক জাদুকরের ভূমিকায় অভিনয় করতে দেখেছি তাকে আপনি এ মুভিতে দেখবেন এক ৪ বছরের বালকের বাবার চরিত্রে....



ডিরেক্ট লিংক: http://bit.ly/X2ZV0P

টরেন্ট লিংক 720p : http://bit.ly/X306sU

টরেন্ট লিংক 1080p : http://bit.ly/X30is8



মানুষ মাএই ভুল । সবারই কমবেশী ভুল হয় । তাই আমার লেখার কোন স্থানে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।



নতুন নতুন সব মুভির ডাউনলোড লিঙ্ক পেতে এবং সুন্দর সুন্দর রিভিউ পেতে ফেসবুকের এই গ্রুপটিতে একটিভ থাকতে পারেন।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১০

বিডি আইডল বলেছেন: নাইস মুভি....ইউ হ্যাভ টু আন্ডারস্টান্ড দ্যা প্লট

গুড ট্রাই ইন রিভিউ

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

সোহানী বলেছেন: ভুতের মুভি থেকে একশত হাত দূরে থাকি। আমার এতো সাহস নেই রে ভাই। সাদা মাটা ভুত দেখলেই আমার ৭ দিন ঘুম আসে না তারউপর ওয়েস্টার্ন হরর.... মাপ করে দেন। রিভিউতে +++++

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

সুমন কর বলেছেন: রিভিউ ভাল হয়েছে।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.