নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুভি

শুভ বর্স

শুভ বর্স › বিস্তারিত পোস্টঃ

বোনের জন্য নিজের জীবনকে ত্যাগ দেওয়া এক ভাইয়ের গল্প

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১



War of the Arrows (2011)

“Choi-jong-byeong-gi Hwal” (original title)

Action | History

Director: Han-min Kim

Writer: Han-min Kim (screenplay)

Stars: Hae-il Park, Ryu Seung-Ryong, Mu-Yeol Kim

Imdb Ratings: 7.2 /10 http://imdb.to/114OZyT

Rottentomatoes Ratings: http://bit.ly/1wGnfkr



Nam-yi যখন কিশোর ছিল তখনই তার বাবাকে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য মেরে ফেলা হয়। আসালে দেশের রাজনীতিবিদরা কুটনিতি করে নতুন রাজাকে রাজ্ব্য ছালানোর ভার দেন, এতে দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বলে Nam-yi এর বাবা প্রতিবাদ করেন। সত্যিকার অর্থে তিনি খুব দেশ ভক্ত ছিলেন এবং তিনি রাজ্ব্যের উওর বিভাগের সেনাপতি ছিলেন। Nam-yi এর বাবার প্রতিবাদের কারণে তাদের পুরো পরিবারকে মেরে ফেলবার আদেশ দেন মহারাজা। অাদেশ শুনে সৈন্যরা প্রথমে Nam-yi এবং তার ছোটবোন কে আক্রমণ করে মারতে চেষ্টা করে কিন্তু তাদের বাবার জন্য মারতে পারে না। Nam-yi এর বাবা তাদের ২ভাইবোনকে পালিয়ে যেতে সাহায্য করে এবং তাদেরকে একটা গ্রামে যেতে বলে। Nam-yi এবং তার বোন পালিয়ে গেলেও তাদের বাবা ফেসে যায় এবং মারা যায়। Nam-yi এবং তার বোন সেই গ্রামে যায় যেখানে তার বাবার বন্ধু থাকেন। Nam-yi এর বাবার সেই বন্ধু হলেন সেই গ্রামের রাজা। Nam-yi ১৩ বছর সেই গ্রামে থেকেই তীর ছালনার প্রশিক্ষণ নেয় তবে সে কখনই খুশি ছিল না কারণ সবাই তাকে বিশ্বাসঘাতকের ছেলে বলত। তবে Nam-yiএর বাবার বন্ধু তাকে ভাল করে বুঝায় এবং Nam-yi এর বোনকে তার ছেলের সাথে বিয়ে দিতে চায়। বিয়ের সব ঠিক হয়ে গেছে এবং অনুষ্টানও চলছে ঠিক এমন সময় গ্রামে আক্রমণ করেন রাজপুত্রের সৈন্য এবং প্রধান সেনাপতি। পুরো গ্রামটা ধ্বংস্য করে দেয়, অনেককে মেরে ফেলে এবং বাকিদের বন্ধি করে প্রসাদে নিয়ে যেতে শুরু করে। বন্ধিদের মধ্যে Nam-yi এর বোন ও ছিল। সৈন্যরা Nam-yiকে ধরতে পারে নি কারণ সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে পালিয়ে গেলেও Nam-yi সৈন্যদের ছাড়বার পাত্র নয় কারণ তার বোন এখনও বন্ধি। সেজন্য Nam-yi নেমে পড়ে তার বোনকে উদ্ধার আর রাজপুত্রকে হত্যার এক নতুন মিশনে……



Apocalypto (2006) মুভিটা যারা দেখেছেন তাদের এ মুভিটাও অব্যশই ভালো লাগবে। এ মুভিটির আইডিয়া মনে হয় Apocalypto (2006) মুভির থেকে নেওয়া হয়েছে তবে প্লটটা সম্পূর্ণ ভিন্ন। যেহেতু কোরিয়ান মুভি সেহেতু ত একটু প্রেম ভালবাসা থাকবেই তবে এ মুভির প্রেম কাহিনীটা একটু অন্য রকম সেটা হল ভাই বোনের প্রেম ( ঠিক যেমন আমার মত আমরা ১ভাই ১ বোন। ২জনই ২জনকে অনেক ভালবাসি। বোন আমার অনেক খেয়াল রাখে, অনেক শ্রেন্হ করে আর আমি আমার বোনের জন্য হাসি মুখে প্রাণও ত্যাগ দিতে পারবো) আমাদের মতই তাদের ভাই বোনের ভালবাসা ছিল। Nam-yi তার বোনের জন্য মরতেও প্রস্তুত ছিল, যে কোন পরিস্থিতিতে তার বোনকে বাচাতে যা যা করা লাগে Nam-yi তাই করেছে। মুভিটির বেশী ভাল লেগেছে তীরের যুদ্ধগুলো,, প্রথম ৩৫-৫০ ‍মিনিট আপনার কাছে একটু বোর বোর লাগলেও পরে আপনি ভাবতেও পারবেন না যে আপনার জন্য কি অপেক্ষা করছে..। ভাল মুভি নিয়ে বেশী কিছু বলতে হয় না সেটা শুধু দেখতে হয়… ত দেখে ফেলুন War of the Arrows (2011)



ডিরেক্ট লিংক: Eng:http://bit.ly/1wGpPXP

Hin: http://bit.ly/1qZ4BAM

টরেন্ট লিংক 720p : http://bit.ly/1wGw79H

টরেন্ট লিংক 1080p : http://bit.ly/1wGwiSF





নতুন নতুন সব মুভির ডাউনলোড লিঙ্ক পেতে এবং সুন্দর সুন্দর রিভিউ পেতে ফেসবুকের এই গ্রুপটিতে একটিভ থাকতে পারেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

মহামহোপাধ্যায় বলেছেন: ম্যুভিটি দেখা। চমৎকার একটি ম্যুভি। রিভিউটিও ভালো হয়েছে।


বানান গুলোর ব্যপারে সতর্কতা কাম্য।



ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.