নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ হাবিব

শুভহাবিব

পরে লিখব

শুভহাবিব › বিস্তারিত পোস্টঃ

দুর্নীতিটা বন্ধ হোক ,আইটি সেক্টর থেকেই !

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৯

বিষয়টি খারাপ (যদিও বলার অপেক্ষা রাখেনা ) , যখন তারা দুর্ণীতি করে, সোজা বাংলায় ঘুষ খায় ।



কিন্তু, বিষয়টি উদ্বেগজনক , যখন তারা বোঝানোর চেষ্টা করে অথবা নিজেকে স্বান্তনা দেয় , কেন এই টাকাটা (ঘুষের) তাদেরই প্রাপ্য !



গেলাম , BTCL এর অফিসে , "edu.bd" ডোমেইনের রেজিস্ট্রেশন করতে । এজেন্ট হিসেবে, ১২০০ টাকা +১৫% ভ্যাট সহ খরচ হওয়ার কথা ১৩৮০ টাকা । যখন টাকা দিলাম বলল , আপনার কাজ হবে না এই টাকায়।



জিজ্ঞেস করলাম , কারন কি ?

এই টেবিল , ওই টেবিল, পাঁচ টেবিলে ফাইল ঘুরার কথা বুঝাইলো প্রথমে , তারপর বুঝাইলো , বিভিন্ন ব্যাংক আর ডিমান্ড নোটের ব্যাপার , তারপর বুঝাইলো আপনার ত অনেক ফাইল মিসিং , ইনিয়ে-বিনিয়ে অনেক ভাবে বুঝাইলো টাকা বেশি দিতে হবে , তাহলে তিনি (মুয়াজ্জেন সাহেব) দায়িত্ব নিয়ে কাজটা পিয়নের সাহায্যে দ্রুত করিয়ে ফেলবেন, এমনকি মিসিং কাগজপাতিও সমস্যা হবে না ! এবং শেষে বোঝালেন তাদের কষ্টের জন্য,অতিরিক্ত টাকাটা দিতে ।



কোথায় যেন পড়ছিলাম ক্লিয়ার মনে নাই, তবে এই টাইপ ,"They are stupid cause they tell stupid things , They are more than that , if they think I'm believing them."



দুর্নীতিটা বন্ধ হোক ,আইটি সেক্টর থেকেই ! নাহলে খামোখা, Sajeeb Wazed ভাই কষ্ট করে লাভ কতটুকু হবে (!) সে ব্যাপারে প্রশ্ন থেকে যায় ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩

মদন বলেছেন: +

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৫২

শুভহাবিব বলেছেন: Thanks !

২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪০

ঢাকাবাসী বলেছেন: দেশের সেক্টরগুলো সম্পর্কে জানা নেই মনে হয়। এ টু যেড সবাই এক্কেবারে সবাই ঘুষ খায়।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৩

শুভহাবিব বলেছেন: সমস্যাটা মূলে , সেক্টরের নাম টা খুবই অগুরত্বপূর্ণ ! এই লোকগুলা যেখানে যায় ,সেই সেক্টরই দুষিত হয় ।

৩| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩২

হু-কেয়ারস বলেছেন: ভাই আপনার লেখা টা সরাসরি উনার ( সজিব ওয়াজেদ ভাই ) ফেইসবুক প্রোফাইলে পোস্ট করেন, ঐ ঘুষখোর গুলার নাম সহ। দেখেন কিছু হয় নাকি। ব্লগ এ পোস্ট দিয়া লাভ নাই। দরকার হলে ঐ ডিপার্টমেন্টের ওয়েব সাইট থেকে বড় ঘুষখোর ৪-৫ টা রে সি সি তে রাইখা মেইল দেন।

আমি কয়েকটা ব্যান্ক-এ ঝামেলায় ই-মেইলে অনেক কাজ হইসে।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৫১

শুভহাবিব বলেছেন: ভাল পরামর্শ ভাই (Y)

৪| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩০

কোরক বলেছেন: We all are becoming victim.

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১১

শুভহাবিব বলেছেন: Hope they will get punished!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.