নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

মহার্ঘ

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

(শেকসপিয়রীয় রীতিতে লেখা একটি সনেট)

হিয়ার গভীরে দুঃখের নীল বন্দরে
নোঙ্গর করে আছে কাল মেঘের ভেলা।
সমুদ্রের গর্জন শোনা যায় অন্তরে,
নির্লিপ্ত ঝড়ে নিষ্কলুষ অশ্রুর খেলা।
মন বাতি ঘরের আলো নিষ্প্রভ প্রায়
দিক হারা জাহাজের পাল ছিঁড়ে যায়।
ছেঁড়া পাল নিয়ে তার বেলা যে ফুরায়,
বেলা শেষে এসে সে আলোর দিশা পায়।

ঝিঁঝিঁ ডাকা রাতে আমি খুঁজে মরি তারে
সে আছে কোথায় কোন দূর অজানাতে ।
বেলা শেষে সেই আলোর দিশার তরে
কি করে যাব আমি স্রোতের বিপরীতে ।

শত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে
তোমার আলোর সাথে গেলাম যে মিশে ।

১৭/০৫/২০১৫ইং
টোলামোর, আয়ারল্যান্ড।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

এম রাজু আহমেদ বলেছেন: খুব সুন্দর ছন্দময় উপস্থাপনা।ভাল লিখেছেন।
খুব ভাল লাগলো পড়ে।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ভ্রমরের ডানা বলেছেন: দারুন সুন্দর সাবলীল সনেট।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অশেষ ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.