নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

গুপ্ত জানালা

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯


দরজা জানালা বিহীন এক অদ্ভূত অন্ধকারাচ্ছন্ন ঘর।
যার কোন অস্তিত্ব নেই এই বাহ্যিক পৃথিবীতে।
তবুও আমরা অবরুদ্ধ এই রহস্যময় ঘরের চার দেওয়ালের মাঝে।
চোখ আছে, তবুও দেখার বাইরে অনেক কিছুই অদেখা রয়ে যায়,
রহস্যময় গোলক ধাঁধাঁয় ধূসর আলোয় হাতরে বেরাই ঘরের চার পাশ।
না পাই খুঁজে আলোর শিখা, না পাই খুঁজে কোন সহজ পথ বের হবার,
তবুও আমরা চাই অস্পর্শা সূর্যের সোনালী আলোর স্পর্শ।
হঠাৎ একজন শিকল ভেঙ্গে জ্বালায় শীতল আলোর মশাল,
আর সেই শীতল আলোতেই খুঁজে পায় একটি স্বচ্ছ গুপ্ত জানালা।
সেই গুপ্ত জানালা গলে হাত বারিয়ে এক মুঠো জোনাকির আলোর মত
স্বপ্ন ছড়িয়ে দিল অন্ধকারে অদৃশ্য রহস্যময় ঘরের সবার মাঝে ।
এই স্বপ্ন মুক্তির স্বপ্ন, এই স্বপ্ন শান্তির মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টির স্বপ্ন,
এই স্বপ্ন নীল অম্বরে ডানা মেলে মুক্ত বিহঙ্গের মত উড়ার স্বপ্ন।
গোপন এই জানালা আমদের মধ্যে হাজার বছরের এক অসমাপ্ত রহস্য।

টোলামোর,আয়ারল্যান্ড
০৭/০৩/২০১৬ইং

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৩

বিজন রয় বলেছেন: চমৎকার।
খুব ভাল লাগল।
++++

০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:১৫

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্চাহ রইলো।

২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৮ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০১

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: নেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.