নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

মাধবি লতারা

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৬

রাস্তার ধারে ল্যামপোস্টের নিচে
দাঁড়িয়ে আছে আধো আলো
আধো অন্ধকারে চাকচিক্য পোশাক পরিহিত
মাধবি লতারা ।
মুখে সস্তা মেকাপ আর
ঠোঁটে গাড় রং এর লিপস্টিক ।
আগন্তুক দেখলেই হেসে গলে যায়
আর ইশারায় কথা কয় ।
নিজেকে বিকিয়ে দেওয়ার
সে কি করুণ প্রচেষ্টা ।
রাত বারার সাথে সাথে
বারে দেহের বাজারের বিক্রি ।
দামি দামি গাড়ির জট লেগে যায়
মাধবি লতাদের সামনে ।
হাতের ইশারায় ডাকে
গাড়ির জানালা গলিয়ে ।
মাধুবিদের মুখে হাসির
বাঁধ ভেঙ্গে যায় ।
একে একে সব চলে যায়
দামি দামি গাড়িতে চড়ে
এক রাতের শয্যার সঙ্গী হতে ।
ফাঁকা রাস্তা পরে থাকে
ল্যামপোস্টের নিচে ।
মাধবি লতাদের দেহগুলো
নিয়ে রাতের মহাউৎসবে মেতে উঠে
হিংস্র কিছু মানব পশুরা ।
তারা টাকা দিয়ে
ভোগ কিনে নেয় আর
বিক্রি করে দেয় নিজের আত্মা ।

১০/০৬/২০১১ইং




মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২

বিজন রয় বলেছেন: মাধবি লতারা

মাধবী হবে কি!

সুন্দর কবিতা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। নাম মাধবী নয় মাধবি ঠিক।। বাংলা একাডেমীর বাংলা অভিধান দেখে চেক করে নিলাম তার পরও। ধন্যবাদ এই ভাবেই পাশে থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.