নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

মগের মুল্লুক

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৭

আমি সহজ কিছু বুঝিনা
আমি সহজ কিছু জানিনা
আমি সহজ কিছু দেখিনা
এই মগের মুল্লুকে ।
আমি লাশ দাখি বস্তা বন্ধী
খণ্ডিত গলা পঁচা ।
আমি ধর্ষিতা নারীর চিৎকার শুনি
পাড়া মহল্লা ভরা ।
আমি কিশোরী মেয়ের
ঝলসানো রূপ দেখে
হই আতঙ্কিত ,
আমি রাস্তায় পরে থাকতে দেখি
গুলিতে ঝাঁঝরা দেহ ।
আমি সহজ রাস্তা চিনিনা
আমি সহজ ভাষা বুঝিনা
আমি সহজ কোন কথা শুনিনা
এই মগের মুল্লুকে ।
আমি আস্তিক দেখি
নাস্তিক দেখি
দেখি লগি বৈঠার যুদ্ধ ।
আমি টাকার পাহার
গড়তে দেখি,
দেখি গরিবের পেটে লাথ ।
আমি ভাষন শুনি
গুলির শব্দ শুনি
বুঝিনা কোন কিছুই ।
আমি শ্রমিকের তাজা দেহ দেখি
ইট বালু আর সিমেন্টের
নিচে মিশে যেতে ।
আমি রাজা দেখি, রাজ্য দেখি
দেখিনা জনগন
ক্ষুধা দেখি , কান্না শুনি
শুনি হাহাকার ।
আমি সবই দেখি আবার
কিছুই দেখিনা
এই মগের মুল্লুকে।
আমি সহজ কিছু ভাবিনা
আমি সহজ কিছু চাইনা
আমি সহজ কিছু পাইনা
এই মগের মুল্লকে ।

টোলামোর, আয়ারল্যান্ড
০৬/১০/২০১৩ইং

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:




আপনাকে চোখ বন্ধ করে হাঁটতে হবে, আপনি মরীচিকা দেখছেন।

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: তাই মনে হচ্ছে। তাই করতে হবে।

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৬

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: অনেক শুভকামনা।

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪০

অবনি মণি বলেছেন: আমি সহজ কিছু ভাবিনা
আমি সহজ কিছু চাইনা
আমি সহজ কিছু পাইনা
এই মগের মুল্লকে ।

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৫

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪২

দৃষ্টিসীমানা বলেছেন: এই সব নিয়েই আমরা খুড়িয়ে খুড়িয়ে চলছি । শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.