নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

বন্দনা (সনেট)

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:১৬

(পেত্রার্কীয় ছন্দে লেখা)

অন্ধ মনের জানালা বন্ধ আছে যত
খুলে যাক সব এক ঝড়ো হাওয়ায়।
জ্বলে উঠুক প্রদীপ স্বৌজঃ ধাওয়ায়
মুছে যাক হৃদয়ের, যত আছে ক্ষত।
আচাভুয়ো অসম্বর জীবনের মত
হৃদয়ে জ্বলে আতস, গুপ্ত ছাওয়ায়,
ঝরুক বারি হিয়ার খোলা দাওয়ায়,
ধুয়ে মুছে যাক কষ্ট আছে যত শত ।

মোর এই বন্দনায় আসুক শ্রাবণ
যাহার হিয়ায় জ্বলে চিতার আগুন,
যে আগুনে পুড়ে হচ্ছে অমিথ্যার ছাই।
উড়ে যাক ঝরে যাক, ক্লিষ্টের প্লাবন
পোড়া মনে বসন্তের আসুক ফাগুন
এই কামনাই শুধু আমি করে যাই।

টোলামোর, আয়ারল্যান্ড
১৩/০৮/২০১৫ইং

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার সাথেই বলে যাই -
জ্বলে উঠুক প্রদীপ স্বৌজঃ , মানবতা মুক্তি পাক!

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ২:০৪

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।। শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন সব সময়।

২| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:০৩

রক্তিম দিগন্ত বলেছেন:
কয়েকটা শব্দের অর্থ মিলাতে পারিনি - তাই কবিতা নিয়ে অনূভূতি বেশ দ্বিধান্বিত।

তবে, কবিতা সম্পর্কে জ্ঞান আমার কমই - আমার কাছে কঠিন লাগছে - তার মানে কবিতাটা আসলেই ভাল হয়েছে। ভাল বলেই আমার কবিতাজ্ঞানহীন মগজ তা ধরতে পারছে না। :(

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ২:০৮

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: কিছু কিছু শব্দ কবিতার ছন্দের খারিরে কঠিন ব্যবহার করতে হয়েছে।। এমিতে সনেট অনেক কঠিন একটা বিষয়, ৮+ ৬ মাত্রায় লিখতে হয়।। তাই মাত্রা নিখুত করার জন্যই এই কঠিন শব্দগুলো ব্যবহার করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা রইলো ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.