নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

অন্বেষণ (প্রথম সনেট)

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩


নিশীথ নির্জনে কাঁদে একাকি এ মন,
কার নিমিত্তে পাগল বাঁকা দু নয়ন
না পায় দেখা তাহার পথ, ঘাট, বন,
প্রতীক্ষার প্রহরেতে কালের চলন ।

ভরা পূর্ণিমা রাতের জ্যোৎস্নার জোয়ারে ।
দেয় এসে হানা কাল মেঘের কেশর ।
উজানে উত্তাল বয়ে যায় হাওয়ারে ,
কাশ ফুল দিয়ে সাজে আজানা বাসর ।

সংশয়ের ঝঞ্ঝা বহে অশান্ত হিয়াতে
কাশ ফুলের বাসরে পাব কি তাহারে?
ঝড়ো হাওয়ারা খেলে অশান্ত খেয়াতে।
ভাসাবো কেমনে তরী এ ঝড়ে আহারে ।

নাই পাল নাই হাল তবু বাই তরী
তোমারে খুঁজিয়া আমি হন্ন হয়ে মরি ।

টোলামোর, আয়ারল্যান্ড
১৪/১০/২০১৩ইং


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ভ্রমরের ডানা বলেছেন:
প্রথম প্রচেষ্টায় সনেট ভাল হয়েছে। সনেটের ভাব ও শব্দিত ঝংকার বেশ ভাল লাগল! প্লাস ++

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: কৃতজ্ঞতা রইলো।। অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা.।।।

২| ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ইকরাম উল হক বলেছেন:



অসাধরন লেখারে ভাই
অসাধারন লেখা
এই সমস্ত লেখাতো আর
যায়না এখন দেখা

এমন লেখা সবাইতো আর
লিখতে জানেননা
বেশির ভাগ ই ফালতু লেখা
ভালো মানের না

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৭

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো ।।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় চমৎকার --- অসাধারণ

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১২

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।। শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.