নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

প্রতিষিদ্ধ (সনেট)

১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

নিথুয়া নীল আকাশ তমঃ মেঘে ঢাকা
শ্রাবনে খেলে অশ্রুর অনাবিল ধারা।
মঞ্জীরের ক্লিষ্ট ধ্বনি,জীবনের চাকা,
ধ্বজীর কুটিলে বাঁধা শুভ্র প্রীত চারা।
অতৃপ্ত হৃদয় কাঁদে নিঃসঙ্গ এ রাতে
ব্যাথা গুলো পুষে রাখি রহস্যের জালে।
তমিস্র এই ভুবনে বাঁধি ঘর প্রাতেঃ
অঙ্গারে ভস্ম যে হিয়া কুহকের চালে।

কুহু সুরে ডাকে সখি অচেনা ঐ পাখি
ধ্বজীর শিকল ছিঁড়ে কি করে যে আসি।
হিয়া পাখি হয়ে বন্দী ,খাঁচার ঐ শিখী।
শুরা পান করে ধ্বজী যাত্রা দিল কাশী ।
নিশাচর স্বপনের গুন গুন গানে
নিশি রাতে চেয়ে থাকি আকাশের পানে।

১৩/১১/২০১৬ইং
টোলামোর,আয়ারল্যান্ড।
(শেকসপিয়রীয় রীতিতে লেখা),

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৪

ভ্রমরের ডানা বলেছেন: বাংলা বানানের রীতি অনুযায়ী কোন বাংলা বানানের শেষে বিসর্গ থাকবে না!

যেমন প্রায়শঃ < প্রায়শ

সনেটের ভাব ভংগী খুব ভাল লেগেছে!

১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৯

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।। শুভেচ্ছা রইলো।।
বাংলা একাডেমীর, ব্যবহারিক বাংলা অভিধান ২০০৫/২০১০ অনুযারি প্রাতঃ বানান রিতীটা ঃ দিয়েই লেখা।।

২| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৮

প্রফেসর সাহেব বলেছেন: ভালো লাগেছে।

১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৯

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।। শুভেচ্ছা রইলো।।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২২

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল । ভাল থাকুন ।

১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫০

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ।। শুভেচ্ছা রইলো।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো.,,, সনেটের ভাব ভঙ্গীটাও ভালো... অভিনন্দন

১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫১

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অজস্র ধন্যবাদ।। শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.