নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মনিরুজ্জামান শুভ্র

মনিরুজ্জামান শুভ্র › বিস্তারিত পোস্টঃ

অরণ্যের রোদন (সনেট)

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯

নীড় হারা এক পাখি উড়ে যায় দূরে
সবুজে ঘেরা অজানা নির্জন অরণ্যে।
অরণ্য বিধ্বস্ত দীর্ণ কালোর বরেণ্যে
জ্যোৎস্না নির্বাসিত হেথা ভ্রমাত্মক শরে।
অরণ্যের রাত দিন মেঘের ধূসরে,
ছেয়ে আছে যে বিষাদ, অস্তিত্যের শূন্যে ।
আঁকা বাঁকা ঘোলা লোনা নদীর তারুণ্যে
লেগেছে যৌবনে ভাটা কালো বালুচরে ।

বিষাদের আঙ্গারের তাপে সূর্য পুড়ে,
ছাই হয়ে উড়ে যায় সবুজের কোলে।
তড়িৎ ছেয়ে যায় বনে তারাদের ভিড়ে
নিভু নিভু আলো জ্বেলে জোনাকিরা খেলে।
পিপীলিকার কথন বিমথিত হাড়ে
ধ্বংস হবে পাখি তুমি তড়িৎ ধুম্র জালে।

টোলামোর,আয়ারল্যান্ড
১২/০১/২০১৭ইং

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



পাখীদের নীড় ভাংগলে ইগল তাকে শাস্তি দেবে, বাঘদের ঘর ভাংলে ঘাঁড় মটকায়ে দেবে।

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন চিরন্তর।

২| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০

জাহিদ অনিক বলেছেন: সূর্যও যে বিষাদের আগুনে পুড়ে যেতে পারে সেটার ভাব চমৎকার করেই উপস্থাপিত হয়েছে ।
সনেট জিন্দাবাদ ।

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন চিরন্তর।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: ভালোলাগা থাকলো

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন ।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ধ্রুবক আলো বলেছেন: সনেট ভালো লাগলো, তবে সনেট সহজ নয় খুব জটিল।
শুভ কামনা জানবেন, ভালো থাকবেন,.,,

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। জটিল বিষয়গুলোই আমার খুব ভাল লাগে।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৭

সাগার খান বলেছেন: অনেক ভাল হয়েছে শুভ্র ভাই।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাগার খান ভাই... শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.