নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/shusmitashyamaofficial

স্বাগতম

সুস্মিতা শ্যামা

লেখাটা আমার প‌্যাশন। তবুও লিখি খুব কম। তখনই লিখি যখন আর না লিখে কোন উপায় থাকে না। মাথাটা যখন ভার হয়ে যায়, চিন্তাগুলো প্রসববেদনার মত কষ্ট দেয়, তখন লিখতে বসি। লিখে কিছু পরিবর্তন করার আশা করি না। নিজের ভাবনাগুলো নিজের কাছে আর একটু ভাল করে প্রকাশ করার জন্য লিখি। আমারর চরিত্রগুলোর আনন্দ-বেদনা আর বদলের সঙ্গী হবার জন্য লিখি।\nআমার সবচাইতে বড় পরিচয়- আমি সিরিয়াস পাঠক। আপাতদৃষ্টিতে অসামাজিক। নিজেকে মাঝে মাঝে ভীষণ বিরক্তিকর বলে মনে হয়; ঠিক তখনই মনে পড়ে, ঈশ্বর/আল্লাহ/সৃষ্টিকর্তা বড় ভালবেসে আমায় তৈরি করেছেন। তিনি আমার হাজার খামতি সত্ত্বেও আমাকে সঙ্গ দিয়ে চলেছেন। একথাটা ভাবলে নিজেকে বা অন্যকে ভালবাসতে বা ক্ষমা করতে আর অসুবিধা হয় না। \nআমার ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/shusmitashyamaofficial

সুস্মিতা শ্যামা › বিস্তারিত পোস্টঃ

বেয়াদবি মাফ করবেন

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

বেয়াদবি মাফ করবেন। আমার মনে একটা অশালীন প্রশ্ন জেগেছে। এবং উত্তরটা জানতে খুব ইচ্ছে করছে।

ধরা যাক, ক একটি ছেলে এবং খ একটি মেয়ে। তাদের মধ্যে সম্পর্ক ছিল বা ছিল না। ক দাবী করে বসল, খ এর সাথে তার সম্পর্ক নাকি ভীষণ অন্তরঙ্গ পর্যায়ে পৌঁছে গেছে। খ মানল না। ক মরিয়া হয়ে মেয়েটির শরীর সম্বন্ধীয় কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে বসল। সেটা সত্য নাকি মিথ্যা তা জানাটা বেশ কঠিন। অতএব, খ আদালতের দারস্থ হল।

আর ঠিক তখনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন বাংলাদেশী গণমাধ্যম। তারা ভাবলেন, মেয়েটির পাশে দাঁড়ানো তাদের আশু কর্তব্য। তাই, তারা মেয়েটির অজান্তেই তার নগ্ন ছবি প্রকাশ করে দিলেন তাদের চ্যানেলে। তাদের উদ্দেশ্য অতি মহৎ এবং নিষ্কলুষ। তাদের উদ্দেশ্য হল সত্য উদঘাটন, অসহায়ের পাশে দাঁড়ানো এবং জনগণের Access to Information নিশ্চিত করা ।

অতএব,মেয়েটির সেই নগ্ন শরীরটি মিডিয়ার কল্যাণে সারা বাংলাদেশ খুঁটিয়ে খুঁটিয়ে, জুম ইন করে, রোটেট করে নানাভাবে দেখল। ষোল কোটি মানুষের চোখ মেয়েটির প্রাইভেসিতে অ্যাকসেস পাওয়ার পরে, ছেলেটির দেয়া বর্ণনার সাথে মেয়েটির শরীরের কোন মিল না পেয়ে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে, মেয়েটি সত্যিই বলছে। ছেলেটি তার শরীরে কোন অ্যাকসেস পায় নি। গণমাধ্যমও মেয়েটির সম্মান রক্ষা করতে পেরে যারপরনাই আহ্লাদিত হলেন।

যে কোন তথ্যের সত্যতা অসত্যতা যাচাইয়ের তাহলে এটিই একমাত্র উপায়, তাই তো?



শুনতে হাস্যকর লাগছে? কিন্তু এই কাহিনী যে ঘটেছে, পাঠক। রুবেল আর হ্যাপির ব্যক্তিগত তথ্য যদি গণমাধ্যম পেয়েও থাকে, তবু সেটা জনগণের জানার কোন দরকার নাই। যদি সত্য প্রকাশই তাদের মূল লক্ষ্য হয়ে থাকত, তাহলে ওটা তারা আদালতে পাঠাতেন। মানুষের একান্ত ব্যক্তিগত তথ্যগুলো এত অরুচিকরভাবে পাবলিক করে দিতেন না।

গণমাধ্যম, প্লীজ, সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য এতটা নীচে নামবেন না।

মন্তব্য ৭৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: সুন্দর লিখেছেন আপুনি। পড়ে ভাল লাগলো। ভাল থাকবেন। শুভ কামনা রইল আপনার জন্য

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

সুস্মিতা শ্যামা বলেছেন: অাপনার মন্তব্যের জন্য ধন্যবাদ৷ অাপনিও ভাল থাকবেন৷

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

আহলান বলেছেন: ওনারা যা পরিবেশন করছেন, তা খবর নয়, খাবার ...মুখোরোচক ....ইয়াম্মি ... একজন মানুষ ভালোবেসে আরেকজনকে কিছু কথা গোপন কথা বলেছে ...সেটা প্রকাশ করতে কারোরই লজ্জা লাগছে না.... ভেবে খুব অবাক হতে হয় ....নীতি নৈতিকতা বিবেক বোধ কোথায় গিয়ে ঠেকেছে। একজন ম্যাজিষ্ট্রেট মাদক সহ ধরা পড়ায় তার ছবি মিডিয়াতে প্রকাশ হয়েছিলো, তারপর আদালত থেকে নিষেধাজ্ঞা জারী করা হয়েছিলো এভাবে ছবি প্রকাশ করা যাবে না ....আমরা আইন করি ও প্রয়োগ করি তখন যখন কোন রুই কাতলা সমস্যায় পড়ে .... আম জনতার জন্য কিছু নেই .... আমরাই আমাদেরকে খাদ্য বানাই ....পরিবেশন করি ... সুন্দর পোষ্ট ...

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

সুস্মিতা শ্যামা বলেছেন: দোষটা কার অামি জানি না৷ কিন্তু মানুষের প্রাইভেসি বলে একটা ব্যাপার থাকে৷ এমনকি দোষীরও প্রাইভেসি বলে কিছু থাকে৷

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

নিয়ামুল ইসলাম বলেছেন: ৭১ চ্যানেলটার ফাজলামো মাত্রাতিরিক্ত ছিলো???

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

সুস্মিতা শ্যামা বলেছেন: অামার মনে হয়, প্রাইভেসি লঙ্ঘন সবসময়ই মাত্রাতিরিক্ত৷

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

জ্যানাস বলেছেন: সঠিক কথা বলেছেন।
এই ভাবে প্রচারনা শুধু তাদের ব্যাক্তিগত অপমান ই নয় বরং সমাজে অশ্লিলতা ছড়ানর কাজে ই করে।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

সুস্মিতা শ্যামা বলেছেন: একদম ঠিক বলেছেন৷ মন্তব্যের জন্য ধন্যবাদ৷

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো বলেছেন।

আমাদের দেশের সাংবাদিকরা সাংঘাতিক!

ভালো থাকবেন।।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

সুস্মিতা শ্যামা বলেছেন: এসব অাসলেই সাংঘাতিক সাংবাদিক৷ অাপনাকে ধন্যবাদ৷

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

বাউল আলমগী সরকার বলেছেন: কি বলব সবই দেখছি

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

সুস্মিতা শ্যামা বলেছেন: সেটাই৷ অাপনাকে ধন্যবাদ৷

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

চারশবিশ বলেছেন: হলুদ কথাটা চিন্তা করলেই
মনের মধ্যে কিসের ছবি ভেষে উঠে
বলেনতো?

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

সুস্মিতা শ্যামা বলেছেন: সাংবাদিকতা৷ যদিও সব সাংবাদিক একরকম নন৷ অাপনাকে ধন্যবাদ৷

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২০

হরিপদ কেরাণী বলেছেন: বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়ার বয়স এখন কম নয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে "গণযোগাযোগ এবং সাংবাদিকা" বিষয়টিও কয়েক যুগ ধরেই পড়ানো হচ্ছে। বর্তমানে তাই মিডিয়ার কাছ থেকে আমরা আরেকটু ম্যাচিওরিটি আশা করতেই পারি।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

সুস্মিতা শ্যামা বলেছেন: ঠিক তাই৷ তাদের এখনো অনেকটা দায়িত্বশীল হতে হবে৷ অাপনাকে ধন্যবাদ৷

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চ্যানেল ৭১ এর প্রফেশনাল ইথিক্স অত্যন্ত নিম্নমানের।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

সুস্মিতা শ্যামা বলেছেন: শুধু এই চ্যানেলটি নয়, কয়েকটি সংবাদপত্রও অাছে৷

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

নিলু বলেছেন: মুল কথা জবাবদিহি নেই

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সুস্মিতা শ্যামা বলেছেন: ঠিক তাই৷ অাপনাকে ধন্যবাদ৷

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

পার্থ তালুকদার বলেছেন: কোন একটা পেপার ওদের ফোনালাপ প্রচার করে এমন ভাব দেখিয়েছে যে , যেন ওরা শস্য ভান্ডার থেকে একটা সাদা শস্য কুঁড়ে পেয়েছে !! ধিক্.....

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

সুস্মিতা শ্যামা বলেছেন: ধিক্কার জানাবেন যে কোন বিবেকবান মানুষ৷ অাপনাকে ধন্যবাদ৷

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সাংবাদিক ভাইয়ের প্রতি সম্মান দিয়ে বলছি, এখনও বাংলাদেশ অধিকাংশ সাংবাদিকের সাংবাদিকতা বিষয়ে নেই কোনো ভালাে পড়াশুনা । বেশিরভাগ সাংবাদিকই হয় ইন্টার পাশ নয়তো ডিগ্রী পাশ আর না হয় অন্য বিষয়ের উপরে ডিগ্রীধারী যার কারণে আমাদের দেশে প্রিন্ট আর ইলেক্ট্রনিক মিডিয়াতে কোন কোন খবরকে গুরুত্ব দেয়া উচিৎ আর কোনগুলাকে না, এবং সামাজিক দায়বদ্ধতা জিনিসটা ওনার বুঝতে পারেন না।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

সুস্মিতা শ্যামা বলেছেন: কিছু নির্মম সত্যি কথা৷ অাপনাকে ধন্যবাদ৷

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

আলী আহামমদ (সুমন) বলেছেন: আমাদের দেশে কিছু কিছু গনমাধ্যম আছে যারা সম্পূর্ণ ভাবে রাবিশ ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সুস্মিতা শ্যামা বলেছেন: সেটাই৷ অাপনাকে ধন্যবাদ৷

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

মায়াবতী বািলকা বলেছেন: একমত। দু'জন মানুষ একে অন্যকে ভালোবাসলো। সেসময় বলা কথাগুলো রেকর্ড করার বিষয়টা আজব লাগে। যে মানুষটা প্রতারণা করলো, সেটা অবশ্যই অন্যায় কিন্তু প্রেমের, ভালোবাসার তো কিছু সৌন্দর্য আছে। আর রেকর্ডিং প্রচার বা কথোপকথন ছাপিয়ে দেয়ার ব্যাপারটায় লজ্জাই লাগলো। কী যে অবস্থা আমাদের গণমাধ্যমের।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

সুস্মিতা শ্যামা বলেছেন: অবস্থা ভয়াবহ৷ মানুষ ইদানীং নিজের প্রাইভেসির সেন্সটাই হারিয়ে ফেলছে৷ পরেরটার মূল্য অার কীভাবে কুঝবে!

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মামুন রশিদ বলেছেন: হিটখোর চ্যানেলটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে । এর আগে হিটের আশায় তারা গোআযমের জানাযা লাইভ দেখিয়েছিল ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

সুস্মিতা শ্যামা বলেছেন: শুধু এই চ্যানেলটি নয়৷ কিছু সংবাদপত্রও অাছে৷ অাপনাকে ধন্যবাদ৷

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

পামাআেল বলেছেন: অনেকদিন থেকেই আমার উপলদ্ধি থেকে এ কথাটি বলে আসছি আমি। প্রসঙ্গ পেয়ে সে বিষয়টিই উল্লেখ করলাম। সাংবাদিকতা পেশার জন্য একটি কার্য কর জবাবদিহিতার ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরী। জবাবদিহিতার কোন ব্যবস্থা না থাকাতেই কিছু কিছু সাংবাদিক দিনে দিনে বেপরোয়া হচ্ছেন আর এ মহান পেশাটির প্রতি মানুষের আস্থা নষ্ট করছেন। শুধু আমাদের দেশে নয়, এমনকি ওয়েস্টার্ণ ওয়াল্ডেও জবাবদিহিতা না থাকলে কিছু মানুষ যা ইচ্ছে তাই করে। উদাহরণ স্বরূপ, যে স্থানগুলোতে সিসি টিভির কাভারেজ নেই সেখানে অপরাধ অনেক বেশী হয়। এমনকি, যুক্তরাজ্যের মতো দেশে আমিই দু’বার এরকম ঘটনার স্বীকার হয়েছি। তাই আমাদের মতলবাজ সাংবাদিকদের নিয়ন্ত্রেণের অংশ হিসেবে তাদেরকে সিসি টিভির কাভারেজের সমতুল্য কোন জবাবদিহিতার কাভারেজের মধ্যে আনা দরকার।

- পামাআলে

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

সুস্মিতা শ্যামা বলেছেন: সমস্ত পেশাতেই জবাবদিহিতা থাকা উচিত। আপনি ঠিকই বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

আল-আমীন সামি বলেছেন: অসাধারন লিখেছেন। ভাল লাগলো

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

সুস্মিতা শ্যামা বলেছেন: মন্তব্য পেয়ে আমারও ভাল লাগল। অনেক ধন্যবাদ। :)

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৮

রেজাউর রাতুল বলেছেন: আপনার লেখাটা অনেক ভালো হইছে । আসলে বর্তমানে আমাদের দেশের অধিকাংশ সাংবাদিকদের মাঝে নৈতিকতার বড়ই অভাব ! ঘুণে ধরেছে সবকিছুকে ।

সংবাদ মাধ্যম এবং রুবেল-হ্যাপির কাহিনি নিয়ে আমিও একটা পোস্ট লিখেছি । সময় পেলে একবার পড়ে দেখবেন ।
হ্যাপিনেজ‬ উইথ ‪‎হ্যাপি‬ :)

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

সুস্মিতা শ্যামা বলেছেন: অবশ্যই পড়ে আসব, ভাইয়া। ভাল থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: খুব অবাক লাগলো যে তাঁদের কথোপকথন এভাবে কেন জনগনের সামনে তুলে ধরলো (যদিও সেটা রুবেলের কণ্ঠ কিনা আমি নিজেই দ্বিধায় আছি) তাঁরা নিজেরা ব্যাপারটা গোপনে একটা ফয়সালা করতে পারতো

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

সুস্মিতা শ্যামা বলেছেন: মানুষ ইদানীং অন্যের প্রাইভেসির প্রতি রেসপেক্ট দেখানো তো দূরের কথা, নিজের প্রাইভেসি বজায় রাখতেই তো ভুলে যাচ্ছে। ওরাও তার ব্যতিক্রম নয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লাগল আপনার কথাগুলো। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

সুস্মিতা শ্যামা বলেছেন: আমারও ভাল লাগল আপনার মন্তব্যটি। ঠিকই বলেছেন, গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হতে হবে। এর সাথে সাথে পাঠককেও। মিডিয়া গেলালেই সব খবর গেলাটা আমাদের উচিত নয়।

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হলুদ সাংবাদিকতায় ভরে গিয়েছে ----তারা যাচ্ছেতাইভাবে মানুষের ব্যক্তিগত বিষগুলো নিয়ে ফলাও করে সংবাদের শিরোনাম বানায় -------বাজে এবং ভীষণ বাজে ------

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

সুস্মিতা শ্যামা বলেছেন: আসলেই বাজে। আপনার মন্তব্যের জন্য্ ধন্যবাদ।

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

দ্যা লায়ন বলেছেন: যেই দেশে মাথাপিছু একটা করে চ্যানেল সেই দেশে ঘরের কথা পরকে না জানিয়ে থাকা অসম্ভব

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

সুস্মিতা শ্যামা বলেছেন: চ্যানেল একটু বেশিই একথা ঠিক। কিন্তু অন্য অনেক দেশে চ্য্যনেল আরো বেশি হওয়ার পরেও তারা মান নিয়ন্ত্রণ ঠিকই করে যাচ্ছে। আমাদের দেশে কোথাও কোন জবাবদিহিতার পরিবেশ না থাকায় সবাই খ্যাতির লোভ চরিতার্থ করতে যা খুশি তাই করে যাচ্ছে।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লিখনী।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

সুস্মিতা শ্যামা বলেছেন: অণুপ্রেরণার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। :)

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

হামিদ আহসান বলেছেন: রুবেল আর হ্যাপির ব্যক্তিগত তথ্য যদি গণমাধ্যম পেয়েও থাকে, তবু সেটা জনগণের জানার কোন দরকার নাই। যদি সত্য প্রকাশই তাদের মূল লক্ষ্য হয়ে থাকত, তাহলে ওটা তারা আদালতে পাঠাতেন। মানুষের একান্ত ব্যক্তিগত তথ্যগুলো এত অরুচিকরভাবে পাবলিক করে দিতেন না।
গণমাধ্যম, প্লীজ, সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য এতটা নীচে নামবেন না।


.........একমত।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

সুস্মিতা শ্যামা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ৷

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২১

জেসন বর্ন বলেছেন: ভাল্লাগসে ভায়া। সমমনা কিছুু মানুষ কেউ কমেন্টে খুজে পেলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

সুস্মিতা শ্যামা বলেছেন: অাপনাকে ধন্যবাদ, ভাইয়া৷ ভাল থাকবেন৷

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

তুষার কাব্য বলেছেন: ভালো বলেছেন।
কী যে অবস্থা আমাদের গণমাধ্যমের :( #:-S

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

সুস্মিতা শ্যামা বলেছেন: ভয়াবহ অবস্থা। ভাল থাকবেন।

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১০

ইমতিয়াজ ১৩ বলেছেন: গণমাধ্যম, প্লীজ, সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য এতটা নীচে নামবেন না।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

সুস্মিতা শ্যামা বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

নুরএমডিচৌধূরী বলেছেন: ভালো বলেছেন।

আমাদের দেশের সাংবাদিকরা সাংঘাতিক!

ভালো থাকবেন।।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

সুস্মিতা শ্যামা বলেছেন: সবাই নন। তবে অনেকেই সাংঘাতিক সাংবাদিক।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

রাফা বলেছেন: চমৎকার বর্ণনায় বুঝিয়ে দিয়েছে।আমরা ধর্ষিতাকেই বারবার ধর্ষণ করি আমাদের কথা ওকাজের মাধ্যমে।কারন তাকে কখনই আমরা মানুষের মর্যাদা না দিয়ে শুধু ১জন মেয়েই মনে করি।

পক্ষান্তরে আমরা ধর্ষণটাকেই জায়েজ করে ফেলি ।আর মিডিয়া জগতের মানুষের ক্ষুদ্র অপরাধগুলোকে আমরা মহা অন্যায় বানাতে বড় রকমের পারদর্শি। ঢাকার রাস্তায় আপনি খুন করে অনায়াসে পালিয়ে যেতে পারবেন।কিন্তু আপনার প্রিয়জনকে চুমু খেয়ে পার পাবেননা।তখন ধর্মের জিকির তুলে আমাদের সব গেলো বলে আকাশ পাতাল এক করে ফেলা হবে।

ধন্যবাদ,সুস্মিতা শ্যামা।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২

সুস্মিতা শ্যামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যে কিছু বাস্তব পয়েন্ট তুলে ধরার জন্য।

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

কাবিল বলেছেন: কিছু গনমাধ্যম মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গেছে।



পোস্ট, মন্তব্য
এগুলোও হয়তো তাদের পাবলিসিটি হচ্ছে কিনা কে জানে!

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮

সুস্মিতা শ্যামা বলেছেন: মিডিয়া অত্যন্ত কাণ্ডজ্ঞানহীন আচরণ করছে ইদানীং। ঠিক এই মুহুর্তে যেমন ছোট্ট শিশু জিয়ার উদ্ধার কাজে আহাম্মকের মত ভিড় বাড়িয়ে দাঁড়িয়ে আছে।
ক্যামেরা, বুম সবকিছু নিয়ে গর্তটার মুখের কাছে ধরেছে, আবার জোরে জোরে বলছে- উৎসুক জনতার কারণে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে।
আর হ্যাঁ, আমি নেগেটিভ পাবলিসিটিও হয়ত এক রকম পাবলিসিটি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০

সুস্মিতা শ্যামা বলেছেন: আপানাকেও ধন্যবাদ।

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

অদ্ভুত_আমি বলেছেন: সহমত ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

সুস্মিতা শ্যামা বলেছেন: ধন্যবাদ।

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

shishirullah বলেছেন: প্রথমত আপনাকে ধ্যবাদ লিখা জন্য , ভাল লিখেছে , শুভ কামনা রহিল আপনার জন্য
আর ছবি এভাবে গন মাধ্যমে পরকাশ করা আপ্ততি জনক ১০০ ভাগ সত্য বলে আমার ম্নে হচ্ছে ,

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

সুস্মিতা শ্যামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
প্রথমটা কাল্পনিক একটা উদাহরণ। মিডিয়ার আগ্রাসী সাহায্যেটা কতখানি বিধ্বংসী হতে পারে সেটা বোঝানোর জন্যই ছবির উদাহরণটা দিয়েছি।
ভাল থাকবেন।

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ চমৎকার লিখার জন্য....

তবে আমার মতামত হল --

হ্যাপি কে বাংলাদেশের অনেকেই চিনতো না....শুধু তাই নয় আমিও চিনতাম না....কিন্তু আমি রুবেল কে চিনি তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা সবাই মোটামুটি চেনে....একজন আর্ন্তজাতিক ভাবে পরিচিত ব্যাক্ত্বিত্বের সাথে যদি কেউ নিজেকে জড়ায় তাও আবার এমন স্পর্শকাতর বিষয় নিয়ে তাহলে তো যে জড়িয়েছে তার কমপক্ষে ১০ বছরের কষ্ট কমে যায়...। একটু ভেঙ্গে বলি - হ্যাপি জড়িয়েছে শুধু মাত্র তার ক্যারিয়ারের জন্য। তার পরিচিতি জানান দেয়ার জন্য যে হ্যাপি নামের একজন অভিনেত্রী আছে মিডিয়া জগতে...আর মিডিয়া জগতের মেয়েরা কেমন হয় তা আমরা সকলেই জানি এবং আমার ব্যাক্তিগত এক্সপেরিয়েন্স আছে...সে যে তুলসী পাতা নয় এটাও আমরা সকলেই জানি...কিভাবে একটা মেয়ে মিডিয়াতে কাজ করে এটাও জানি...সে জানে সে যে পদক্ষেপ নিয়েছে সেখানে ভরা আদালতে তার কাপড় খুলে ফেলা হবে এবং সে এটাও জানে আমরা বাঙ্গালীরা তার নগ্ন শরীরটার দিকে লুলায়িত দৃষ্টিতে তাকিয়ে তাকে নিয়ে অনেক জল্পনা-কল্পনা করব এবং দেশের কিছু সুনাম না কুনাম ধন্য পরিচালক , প্রযোযক তার শরীরটাকে বিক্রীর পায়তারা করবে ঠিক যেমনটা ঘটেছে নায়লা নাইম এর ক্ষেত্রে...

ধন্যবাদ লেখিকা আপনাকে...আমি মনে হয় আমার দৃষ্টিটা আপনাকে বোঝাতে পেরেছি..
ভুল হলে ক্ষমাপ্রার্থী....

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সুস্মিতা শ্যামা বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ আপনার নিজের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরার জন্য।
আমার লেখাটির কোন অংশে কি আমি রুবেল বা হ্যাপি কারোর পক্ষ নিয়েছি? ওদের কোন একজনকেও কি আমি জাস্টিফাই করার চেষ্টা করেছি?
আমার লেখার মূল বিষয়বস্তু ছিল মিডিয়ার ছ্যাবলামো। একটা মানুষ যদি নিজের প্রাইভেসি না রাখতে চায়, তাহলে সেটা তার নিজের প্রবলেম। তাই বলে, মিডিয়া (বিশেষ করে চ্যানেল এবং সংবাদপত্র) কেন সেই জিনিসটা প্রচার করবে? ধরা যাক, কারোর মস্তিষ্কবিকৃতি ঘটেছে, সে তার নিজের নগ্ন ছবি সংবাদপত্রে ছাপার জন্য পাগল হয়ে উঠল। তখন একটা নিউজপেপার অমনি সেটা ছেপে দেবে? একটাই কারণ যে ওই ছবির ব্যক্তি নিজে অনুমতি দিয়েছেন?
হ্যাপির বা যে কোন একজন ব্যক্তির মতিভ্রংশ হলেও মিডিয়ার মতিভ্রংশ হওয়া উচিত নয়। মানুষের রুচি গড়ে দেওয়ার দায়িত্ব মিডিয়ার। কারণ মানুষ টিভিতে এবং পত্রিকায় যা দেখে তার দ্বারা খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়। আপনি ক্লাসরুমে ঘন্টার পর ঘন্টা একটা জিনিস মুখস্থ করাতে পারবেন না, কিন্তু টিভিতে প্রচার হওয়া গাদাখানেক জিঙ্গেল মানুষ বিনা আয়াসেই মুখস্থ করে ফেলেছে। আপনি আপনার অফিস যাওয়ার পথে প্রতিদিন 'বুকটা ফাইট্যা যায়' গানটি শুনতে পান। গানটি আপনাার টেস্টের সাথে যায় না। তবু টানা ছয় দিন ওই গানটা অনিচ্ছাভরে শুনতে শুনতে সাতদিনের দিন কোন কারণে গানটি না বাজলে আপনি নিজেই সেটি গেয়ে উঠবেন। কারণ মানুষ প্রতিমুহুর্তে প্রভাবিত হচ্ছে, তার অজান্তেই তার অবচেতন মন সব কিছু অ্যাবজর্ব করে নিচ্ছে।
আর্ট, মিডিয়া- মানুষের রুচি গড়ে দেয়। আর্ট রাজনীতি বা মিলিটারি শক্তির চাইতে অনেক বেশি প্রভাবশালী।
এই দেশে এমনিতেই পরের বিষয়ে নাক গলানো মানুষের অভাব নেই। তার উপরে নিউজ ওয়েসাইটগুলো আবার নোংরা চটকদার শিরোনামে অন্যের খবর ছেপে সেগুলো পড়ার জন্য উসকাচ্ছে। চ্যানেল এবং পত্রিকাগুলোর বুঝতে হবে, কে কার সাথে শুয়েছে বা শোয়নি, কোন নায়িকা মোটা হয়ে গেছে বা হয় নি জাতীয় জিনিসগুলো নিউজ হতে পারে না। হ্যাপির অভিযোগটা ছোট্ট একটা নিউজ হতে পারে কিন্তু তাদের ব্যক্তিগত ফোনালাপের অডিও জাতির শোনার দরকার নেই।
বাই দা ওয়ে, আমি পেশায় স্ক্রীপ্টরাইটার। অবশ্য মেইনস্ট্রীম মিডিয়ার নয়। তাই কোন কোন শিল্পীর সাথে কাজ করার সুযোগ হয়েছে।সব্বাই-ই খারাপ, এমন প্রমাণ িন্তু পাই নি। হ্যাপির এই কাজের পেছনে লাইমলাইটে আসার বাসনা থাকলেও থাকতে পারে। তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। তবে, রুবেল এখন কোন কোন ছেলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আগে ছেলেরাই শুধু ব্ল্যাকমেইল করতে চাইত, এমএমএস ফাস করে দেওয়ার ভয় দেখাত। এখন মেয়েরাও করছে। অতএব, দুই গোত্রেরই সামলে চলা প্রয়োজন।
ভাল থাকবেন। এত্তবড় লেকচার দিয়ে ফেললাম! ধৈর্যচ্যুতি ঘটে থাকলে ক্ষমা চাই।

৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমাদের গন মাধ্যমগুলো সত্যিই সাংঘাতিক।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সুস্মিতা শ্যামা বলেছেন: বড়ই সাংঘাতিক। ভাল থাকবেন। ধন্যবাদ আপনাকে।

৩৬| ১০ ই মে, ২০১৫ রাত ৯:০৫

ওয়ারেছুল ইসলাম বলেছেন: মানুষের মধে শালিনতাবোধ কমে গেছে। দ্বিতীয়তঃ অপরের বেলায় মানবিক গুণাবলী সম্পন্ন দৃষ্টিভঙ্গি থাকেনা। প্রমাণ নিজের বোনকে ঐভাবে বিচার করেনা্। মানবিক গুণের চর্চা দরকার। সাংবাদিক অথবা দর্শক/পাঠক যেই হোন না কেন? ধন্যবাদ

১১ ই মে, ২০১৫ দুপুর ১:১০

সুস্মিতা শ্যামা বলেছেন: গঠণমূলক মন্তব্যের জন্যে ধন্যবাদ। মানুষ নিজেই ইদানীং আর নিজের প্রাইভেসি রাখতে পারছে না বা চাইছে না। আর সেটা ভারি দু:খজনক।

৩৭| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সহমত, গণমাধ্যমগুলো এই ব্যাপারে একটু বেশী বাড়াবাড়ি করেছে। কিন্তু, হ্যাপিই কিন্তু সেটা চেয়েছে, নইলে সত্যিকারের প্রেমিকা তার প্রেমিকের সাথে করা গোপন আলাপ কি কখনো মিডিয়ায় দেয়?

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫১

সুস্মিতা শ্যামা বলেছেন: হ্যাপি এবং রুবলে দুজনেই চূড়ান্ত ইমম্যাচি্ওরটির পরিচয় দিয়েছে। রুবেল প্রথমে হ্যাপির সাথে কোনরকম যোগাযোগের কথাই স্বীকার করতে চায় নি। ক্রিকেটাররা জাতীয় বীর বলে খ্যাত, মানুষে আগ্রহের কেন্দ্রবিন্দু, এবং তরুণ প্রজন্মের অাইডল । এধরণের স্বেচ্ছাচারিতা, আর মিথ্যাবাদিতার আগে রুবেলের দ্বিতীয়াবার ভাবা উচিত ছিল। আর হ্যাপি্ও কখনো বিচার চায়, কখনো চায় না মর্মে টালবাহানা করছেে। আমার কাছে মেয়েটাকে অসুস্থ মস্তিষ্করে মনে হয়েছে। কিন্তু এই দুটো অপরিণত মানুষের জীবনের প্রতিটা খুঁটিনাটি নিয়ে মিডিয়া যেভাবে আচার বানিয়ে খেয়েছে তাতেই আমার অাপত্তি। একজন বিকৃতমস্তিষ্ক মানুষ নিজের ব্যক্তিগত গোপনীয়তা মিডিয়াকে প্রকাশ করতে বললেই সেটা প্রকাশ করতে হবে? গোটা একটা টিভি চ্যানেল তো আর হ্যাপির ফেইসবুক পাতা নয় যে যা খুশি প্রচার করে দিতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.