নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/shusmitashyamaofficial

স্বাগতম

সুস্মিতা শ্যামা

লেখাটা আমার প‌্যাশন। তবুও লিখি খুব কম। তখনই লিখি যখন আর না লিখে কোন উপায় থাকে না। মাথাটা যখন ভার হয়ে যায়, চিন্তাগুলো প্রসববেদনার মত কষ্ট দেয়, তখন লিখতে বসি। লিখে কিছু পরিবর্তন করার আশা করি না। নিজের ভাবনাগুলো নিজের কাছে আর একটু ভাল করে প্রকাশ করার জন্য লিখি। আমারর চরিত্রগুলোর আনন্দ-বেদনা আর বদলের সঙ্গী হবার জন্য লিখি।\nআমার সবচাইতে বড় পরিচয়- আমি সিরিয়াস পাঠক। আপাতদৃষ্টিতে অসামাজিক। নিজেকে মাঝে মাঝে ভীষণ বিরক্তিকর বলে মনে হয়; ঠিক তখনই মনে পড়ে, ঈশ্বর/আল্লাহ/সৃষ্টিকর্তা বড় ভালবেসে আমায় তৈরি করেছেন। তিনি আমার হাজার খামতি সত্ত্বেও আমাকে সঙ্গ দিয়ে চলেছেন। একথাটা ভাবলে নিজেকে বা অন্যকে ভালবাসতে বা ক্ষমা করতে আর অসুবিধা হয় না। \nআমার ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/shusmitashyamaofficial

সুস্মিতা শ্যামা › বিস্তারিত পোস্টঃ

চুলকানিনামা

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৬

আমার চুলকানি হয়েছে। গায়ে এবং মনে- দুইখানেই। বাসায় চুলকাই নিশ্চিন্তে, নির্ভাবনায়- কোন এটিকেট না মেনেই। অফিসেও প্রায় তাই। আমার রুমের দুই সহকর্মী ঢাকার বাইরে। তাই নিশ্চিন্তে চুলকে যাচ্ছি। এক সহকর্মী সাহস দিয়ে বলে গেলেন- চুলকানিকে গায়ে মাখতে নেই। ক’দিন পর নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু নাহ্! চুলকে চুলকে চামড়া উঠে যাবার জোগাড়! আমার মা-বাবা আমার আচরণে কোন মনুষ্যত্বের লক্ষণ দেখেন না, তাদের মতে আমি একটি বিশুদ্ধ বাঁদর। কিন্তু হায়! আজ চুলকাতে গিয়ে বুঝলাম- আমার গায়ের চামড়াটা মানুষের।

কাঁহাতক আর চুলকানো যায়! অফিসের মেইন উইন্ডোতে কোন পর্দা নেই। এক হাফপ্যান্ট পরা ভদ্রলোক তার বারান্দায় সিগারেট ফুঁকতে আসেন। তিনি নিশ্চয়ই ভাবছেন- দিনে সাড়ে আট ঘন্টা আমি নিজের হাত-পা চুলকে বেতন নিই। কাঁচের সামনে চেয়ার দিয়ে ভদ্রলোকের দৃষ্টি ঢেকে দিলাম। তখনি দেখলাম- অন্য বারান্দার একটা ছোট্ট মেয়ে আর তাদের কাজের মেয়েটা ড্যাবড্যাব করে চেয়ে আছে। কাজের মেয়েটা হয়তো ছোট্ট মেয়েটাকে বলবে- “আফামনি, দেখছনি তামশা! ল্যাহাপড়া করতে চাও না! দেহ! ল্যাহাপড়া শেখনের কত ফায়দা! খাওজাইয়াই বেতন পাওয়া যায়!” নাহ। শিশুরাই জাতির ভবিষ্যৎ! আমার কারণে একটি ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যায় না।

গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের হাসপাতালটি আমার ধারণক্ষমতার অনেক উপরে ছিল।কিন্তু সময় মিলিয়ে আর কোন অপশন ছিল না। বেছে বেছে মহিলা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। উনি স্কিন স্পেশালিস্ট হলেও উনার ঈশ্বরপ্রদত্ত স্কিনটি দেখার সৌভাগ্য আমার হল না। পুরোটাই মেকাপচর্চিত। উনি আমাকে ময়েশ্চারাইজারই প্রেসক্রাইব করলেন চার রকম। প্রত্যেকটার গায়ে লেবেল এঁটে দিলেন-“ দিনে দুবার করে লাগাবে। আমি চাকরি করি শুনে বলে দিলেন- “অফিসে বসে বসে সারা গায়ে মেখে নেবে। ” ইয়ে মানে, অফিসে বসে বসে সারা গায়ে! যাহোক, উনি অনেক পাস দেওয়া ডাক্তার! উনাকে প্রশ্ন করা আমার মানায় না।

বিশ্বস্তভাবে উনার প্রেসক্রিপশনের প্রতিটি কথা মানতে গিয়ে আমি আবিষ্কার করলাম, আমার শরীরে জায়গা বড় অপ্রতুল। ১২০০ টাকা মূল্যের বডি ওয়াশ দিয়ে বডিকে ধুয়ে মুছে সেই বডিতে ১৪০০ টাকা মূল্যের একটা লোশন লাগানোর পরে বাকিরা ঠিক এঁটে উঠতে পারছে না। বাকিদের লাগানোর আগেই শরীরটা কেমন ফ্যাঁচফেচে হয়ে উঠছে। তবু, এটাকে আমার শরীরের কাণ্ডজ্ঞানহীনতা বলেই ধরে নিলাম। উনার সাথে আমার সাক্ষাতের দ্বিতীয় দিনে বেরোবার মুখে কলিগের সাথে দেখা! কলিগ আমাকে দেখে আঁতকে উঠে বললেন, “আপা, মুখটা এত তেলতেলে কেন? মুখটা ধুয়ে যান।” আমি তেলেবেগুনে জ্বলে উঠে বললাম, “চোখটাকে একটু জাতে ওঠান, মিয়া। জানেন, এই মুখে অন্তত ৬হাজার টাকার প্রোডাক্ট লাগানো আছে! তাও তো দুইটা লাগাই নি!” আমার সহকর্মী চুপসে গেলেন।

প্রথম দর্শনেই সেই চিকিৎসক ১৬,৬৩৬ টাকা বিল করেছেন (তার দেখা পাওয়ার আগেই অবশ্য দর্শনী এবং রেজিস্ট্রেশন বাবদ আমার আরও ১৪৫০ টাকা খসেছে)। আজ রিপোর্ট হাতে পেয়ে যে কী করবেন, বিধাতাই জানেন!

উনার প্রতীক্ষায় বসে থাকতে থাকতে চারদিকে চোখ বুলালাম- চারপাশে চকচকে সব রোগি। সবার চোখেই কেমন সরু আর তেরছা দৃষ্টি। টাকা বা স্ট্যাটাস থাকলে সোজাসুজি তাকাতে নেই। সবাই যেন একটা থিম সং গাইছে- “শেইক মি বেবে! আই অ্যাম এ মানি ট্রি।”

আমার ডাক পড়ল। টেস্টের রিপোর্ট খুবই ভাল। উনি মিষ্টি করে হেসে ওষুধ রিভিউ করাতে লাগলেন। আরো স্পষ্ট করে বলতে গেলে, যোগ করতে লাগলেন। হঠাৎই তার খেয়াল হল- উনি আগের দিন আমাকে কোন ফেইস ওয়াশ দেন নি। তড়িঘড়ি অ্যসিসটান্ট ডক্টরকে ধমকে উঠলেন, “ আই কান্ট বিলিভ যে তুমি ফেইসের জন্য কিছু লেখ নি!” এতটা সেই অ্যাসিসট্যান্টও নিতে পারলেন না। বললেন, “ম্যাম, উনার ফেইসে তো কিছু হয় নি। ” উনি বললেন, “তো কী হয়েছে? না হলেও দিতে হবে। যে প্রোডাক্ট আমি বডির জন্য দেব, সেটা ফেইসের জন্যও দিতে হবে। পেশেন্টের সমস্যা না থাকলেও দিতে হবে।” অ্যাসিস্ট্যান্ট ছেলেটি এখনো গলা কাটতে ততটা সিদ্ধহস্ত হয়নি বোঝা গেল।

যাহোক, এই শেষ লাইনটি দিয়ে উনি আমার চক্ষুদান করলেন। আমি হাসিমুখে চেম্বার থেকে বেরিয়ে প্রেসক্রিপশনে চোখ বুলিয়ে দেখলাম- অ্যালার্জির ওষুধ মাত্র দুটি। একটির মূল্য ৪০ টাকা। আরেকটির মূল্য ৭০ টাকা। বাকি সব প্রসাধনী। উনার দৌলতে আগামী তিনমাস আমাকে কোনরকম প্রসাধনী কিনতে হবে না।

আমার হঠাৎই মনে পড়ল- একটা লোশনের ক্যান এখনো আনওপেনড (যেটা কীনা অফিসে বসে আমার সারা গায়ে মাখার কথা)। ওটা আমার ব্যাগেই ছিল। ফার্মেসীতে গিয়ে ফিরিয়ে দিয়ে এলাম। ওই একটা লোশন ফেরত দিয়ে কত টাকা পেলাম, জানেন? ৪৬০০ টাকা।

মোরাল অব দ্য স্টোরি: ডান হাত চুলকালে টাকা আসে। বাম হাত চুলকালে যায়। আর সর্বাঙ্গ চুলকালে মতিভ্রম হয়। তারপর… তারপর…পকেটটা পাতলা হয়ে যায় আর মনটা ভারি হয়ে যায়। আর তারপর মনে হয়, বাংলা প্রবাদবাক্যগুলো রিভিউ করা দরকার। বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা, আর ডাক্তার ছুঁলে ???

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৬

নুর ইসলাম রফিক বলেছেন: বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা, আর ডাক্তার ছুঁলে ৯৯৯ ঘা।

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৭

সুস্মিতা শ্যামা বলেছেন: ঠিক বলেছেন, তবে অামার মনে অাপাতত দগদগে ঘা! মন্তব্যের জন্য ধন্যবাদ৷

২| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩০

প্রামানিক বলেছেন: চুলকানি কাহিনী ভাল লাগল। ধন্যবাদ

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪২

সুস্মিতা শ্যামা বলেছেন: অাপনাকেও অসংখ্য ধন্যবাদ৷ ভাল থাকবেন৷

৩| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৬

আলী আকবার লিটন বলেছেন: আপনার চুলকানির গপ্প শুইনা এখন আমার চুলকাচ্ছে । দাঁড়ান একটু চুলকায় । পরে আবার আইতাছি :`>

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

সুস্মিতা শ্যামা বলেছেন: নিশ্চিন্তে চুলকাতে থাকুন৷ :)

৪| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৭

♥কবি♥ বলেছেন: এপিক কাহিনি!! +++

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৪

সুস্মিতা শ্যামা বলেছেন: এপিক মনে হল, ভাই? অামার কাছে এটা নিদারুণ দুঃস্বপ্ন! :'(

৫| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

নিশাত সুলতানা বলেছেন: আপু , আপনি নিজেও দেখছি মানি ট্রি । :P

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:১১

সুস্মিতা শ্যামা বলেছেন: নাহ্! ওই লাইনটা দেখছি অাপনার চোখ এড়িয়ে গেল- হাসপাতালটা অামার ধারণক্ষমতার অনেক উপরে ছিল৷ :( রমজান মাসে সব হাসপাতাল একটু তাড়াতাড়ি বন্ধ হচ্ছে৷ শিডিউল মিলিয়ে অফিসের কাছাকাছি ওই একটাই মহিলা ডাক্তার খোঁজে ছিল৷ উপায়ন্তর না দেখে ওখানে গলা বাড়িয়ে দিয়ে বলি হয়ে গেলাম৷ :(

৬| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুব মজা করে লিখেছেন শ্যামাজী ।

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৬

সুস্মিতা শ্যামা বলেছেন: মজা পেয়েছেন জেনে অামিও মজা পেলাম৷

৭| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বড়লোকদের বড় বড় ব্যাপার স্যাপার!

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৭

সুস্মিতা শ্যামা বলেছেন: অার বলবেন না ভাই!

৮| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: আপনার অভিজ্ঞতা অন্যদেরও কাজে লাগবে। লেখা সরস হয়েছে। শুভেচ্ছা।

২২ শে জুলাই, ২০১৫ রাত ২:১৯

সুস্মিতা শ্যামা বলেছেন: আমি আসলে অভিজ্ঞতাটা দু'একজনের সাথে শেয়ার করতেই তারা বলল-এটা লিখে ফেলতে। কারণ এ ধরণের ডাক্তারির বিষয়ে সবার একটু সতর্ক হওয়া উচিত। তাই লিখে ফেলা।
সদয় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।

৯| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৬

কাবিল বলেছেন: চমৎকার বলেছেন।
ডান হাত চুলকালে টাকা আসে। বাম হাত চুলকালে যায়। আর সর্বাঙ্গ চুলকালে মতিভ্রম হয়।

২২ শে জুলাই, ২০১৫ রাত ২:২০

সুস্মিতা শ্যামা বলেছেন: হুম। আমার হয়েছিল। আর যেন কারো এ মতিভ্রম না হয়। :(

১০| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চুলকানি কাহিনী দারুন লাগল ! :)

২২ শে জুলাই, ২০১৫ রাত ২:২০

সুস্মিতা শ্যামা বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.