নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/shusmitashyamaofficial

স্বাগতম

সুস্মিতা শ্যামা

লেখাটা আমার প‌্যাশন। তবুও লিখি খুব কম। তখনই লিখি যখন আর না লিখে কোন উপায় থাকে না। মাথাটা যখন ভার হয়ে যায়, চিন্তাগুলো প্রসববেদনার মত কষ্ট দেয়, তখন লিখতে বসি। লিখে কিছু পরিবর্তন করার আশা করি না। নিজের ভাবনাগুলো নিজের কাছে আর একটু ভাল করে প্রকাশ করার জন্য লিখি। আমারর চরিত্রগুলোর আনন্দ-বেদনা আর বদলের সঙ্গী হবার জন্য লিখি।\nআমার সবচাইতে বড় পরিচয়- আমি সিরিয়াস পাঠক। আপাতদৃষ্টিতে অসামাজিক। নিজেকে মাঝে মাঝে ভীষণ বিরক্তিকর বলে মনে হয়; ঠিক তখনই মনে পড়ে, ঈশ্বর/আল্লাহ/সৃষ্টিকর্তা বড় ভালবেসে আমায় তৈরি করেছেন। তিনি আমার হাজার খামতি সত্ত্বেও আমাকে সঙ্গ দিয়ে চলেছেন। একথাটা ভাবলে নিজেকে বা অন্যকে ভালবাসতে বা ক্ষমা করতে আর অসুবিধা হয় না। \nআমার ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/shusmitashyamaofficial

সুস্মিতা শ্যামা › বিস্তারিত পোস্টঃ

দেশী শব্দের বিদেশী স্রষ্টা

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

আমার বিদেশী সহকর্মীটা ইদানীং বেশ আগ্রহ নিয়ে বাংলা শিখছে। শব্দ নিয়ে মজা করতেও শিখে গেছে।

ওর আমেরিকান মুখে দ/ধ মিলে মিশে একাকার হয়ে যায়। বন্ধু হয়ে যায় বন্দু; বন্দুক হয়ে যায় বন্ধুক। সেদিন শব্দদুটো ঠিক করে নিতে আসল আমার কাছে। বুঝিয়ে দে্য়ার পরে অদ্ভূতুড়ে উচ্চারণে বলল, 'আচ্ছা! বন্দু আর বন্দুকের মধ্যে তো দেখছি শুধু একটা 'ক' পরিমাণ দুরত্ব! বাঙালি বন্ধু যে কখন বন্দুকের মত ভয়ংকর হয়ে যাবে. কে জানে!' তারপর আমার দিকে তাকিয়ে বলল, "আর তুমি যেহেতু মেয়ে, অতএব, তুমি রেগেে গলেে আর বান্ধবী থাকবা না, হয়ে যাবা 'বান্ধবিক' !"

আমার এই মহাপাজি ছাত্রটা যতটা না শেখে, তার চাইতে বেশি ভাষাকে ভাঙচুর করে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩

আহলান বলেছেন: আামদের স্যামি (হঙকঙ এর মেয়ে) যখন জাহাঙ্গির কে জাঙা বলে ডাকতো , তখন খুব সুড়সুড়ি পেতাম ....

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

এহসান সাবির বলেছেন: =p~

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫

মোঃ হৃদয় শেখ বলেছেন: B-)

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট লেখা, কিন্তু উপভোগ্য।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

সুস্মিতা শ্যামা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

নুর ইসলাম রফিক বলেছেন: কিচ্ছু মাথায় ঢুকলো না---------------
মাথাটা খুব পাজি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.