নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ বিশ্বাসী................... স্রোতের বিপরীতে একজন।

সাইদুর রহমান সিদ্দিক

স্রোতের বিপরীতে একজন

সাইদুর রহমান সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

সমাজ এবং পুরুষত্বের দায়বদ্ধতা কোথায়..।???

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯

দুনিয়াতে যদি একমাত্র অবহেলার পাত্র থাকে, তাহলে সবার উপরে মেয়েদের নাম চলে আসবে। আর এর একমাত্র কারন হয়েছে পুরুষ শাসনবিধির সমাজের কারনে।
.
আজকের সময়ে একটি মেয়েকে বিয়ে দিতে গেলে দেখাতে হয় সমাজ অর্থ আর রুপ লাবন্যতা....... মোট কথা মেয়েদের সব দিক দিয়ে পুরুষ পক্ষের চেয়ে একটু বেশিই থাকতে হবে।
.
আর আমরা একটা মেয়েকে বিয়ে করার জন্য সবার আগে যে বিষয়টা দেখে থাকি....... তাহা হলো রুপ তারপর যৌবন আর তারপর অর্থ।
.
রুপকে এই কারনে সবার আগে নিয়ে আসি কারন, আমার বউকে অন্যলোকে কখনও যদি দেখে, তাহলে যেন বলতে পারে ওমুকের বউটা অনেক সুন্দরী।
.
যৌবনকে ২য় স্থানে নিয়ে আসি এই কারনে, যেন সেই মেয়েটি আমার কাছে বাসর রাত থেকে যৌবনের শেষ সময় পর্যন্ত সাবলম্বী হয়ে দেহদান ক করে যায়, আর তার ফুলের মধু যেন একই রকমের থাকে।
.
৩য় অবস্থানে নিয়ে আসি তাদের আর্থিক এবং সমাজ, কারন যদি তাদের টাকা না থাকে, তাহলে কি আর লাভ হবে ওকে বিয়ে করার,বিয়ে করে যদি একটু শশুর বাড়ীর থেকে কিছু নাই পেলাম, তাহলে এ জীবন মূল্যহীন।
..
সমাজে বেশিরভাগ পুরুষোরা উপরক্ত দিক গুলিই বেশি দেখে যায়..................কিন্তুু কখনই তারা একটি মেয়ের চোখের দিকে তাকিয়ে তার মনের ভাষা বুঝতে চেষ্টা করে না।
.
তাদের অন্তর কি বলে সেটাএ একটা বার বোঝার চেষ্টা করে না। চামড়া অর্থ আর যৌবনের যেখানে বসবাস, সেখানে মনুষ্যেতের করিডোর পৌছানোর কথাও না।
.
রুপ যৌবন আর টাকা পয়সা সারাজীবনের জন্য নয়,সারাজীবনের জন্য সেই প্রথম থেকে শেষ পর্যন্ত অটল থাকে ভালবাসাগুলি।
.
আর সেটি একজন কোটিপতির মেয়েও দিতে পারে, আবার ফকিরের মেয়েও দিতে পারে।
.
এবটা সাদা চামড়ার মেয়েও দিতে পারে আবার কালো চামড়ার মেয়েও দিতে পারে।
.
কিন্তুু সমাজ আজ অন্ধ, অন্ধত্বে আজ আমরাই সচল করে রাখতেছি.........!!!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩

লেখোয়াড়. বলেছেন:
ভাল লিখেছেন, ভাল লাগল।
বিয়ের পর মেয়েদের যে বাপেরবাড়ি ছেড়ে বরের বাড়ীতে যেতে হয় সেটাই বা কম যন্ত্রনার কি?
ছেলেদের একটু ওরকম করতে বলবেন দেখবেন ঘাম ছুটে যাবে।

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০২

সাইদুর রহমান সিদ্দিক বলেছেন: হা ভাই, সেটার কথা না তুলেই যতকিছু,!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.