নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ বিশ্বাসী................... স্রোতের বিপরীতে একজন।

সাইদুর রহমান সিদ্দিক

স্রোতের বিপরীতে একজন

সাইদুর রহমান সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

মহাকবি ইকবালের কথাগুলি আজ মুসানের জন্য সত্য

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

মধ্যযুগীয় মহাকবি আল্লামা ইকবাল তার বাণীগুলি যদি আপনি এখন গবেষণা করেন তাহলে আপনি হতবাক হয়ে দাড়িয়ে থাকবেন................
.
" ‘আরব হামারা চীন হামারা হিন্দুস্তাঁ হামারা
মুসলিম হ্যায় হাম,–ওতন হ্যায়

সারা জাঁহা হামারা।’"
.
উনি কথাগুলি শুধু মুসলমানদের উদ্দ্যেশ্য করে বলেছিলেন কারন মুসলমান ধর্মের মানুষের মাঝে এমন একটি ভূল দেখতে পেয়েছিলেন যাহা সারাজীবন মুসলমানদের একটা বিষয়ে দ্বী-মত পোষন করতেই হবে।
.
আমাদের মুসলিম ধর্মে শ্লোগান দিয়ে মাযহাব ও বিভিন্ন গোষ্টি দ্বারা পরিচালিত হয়ে যাচ্ছি, কেউ খাজা বাবা, কেউ লেংটা বাবা, আতস বাবা, ভন্ড বাবা ছাড়া অনেক বাবার হাট বাজার।
.
আবার হানেফী মাজহাব, শাফেয়ী মাজহাব, ছাড়া বংশ বিস্তার করে ডান বাম দিয়ে ডালে ডালে আজ মুসলিম বিভক্ত হয়ে গিয়েছে।
.
আজ বেশিরভাগ মুসলমান হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত বলে গণ্যই করে না। ইবাদত করে নাম যপে তাদের পীরের আর মুরীদের।
.
আজ বিশ্বে সব চেয়ে বড় নির্যাতিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, সেগুলি আমাদের মত পাতি পাক্কানী মৌলভীর জন্য, আজ আমরা মুসলমান মুসলমান বিভক্ত। হিংসুটে ত্যাগী সহ সব দিক দিয়েই আমরা।

মহাকবি ইকবাল একটা কথা বলেছিলেন........."বাঘের কপালে বিড়াল নাচবে"
.
আমরা মুসলমান সমাজ এক সময় ছিলাম বিধর্মীদের হাড় কাপাঁনোর বস্তুু, এক সময় মুলমান নাম শুনলেই কাফেরেরা ভয়ে হাগু করে দিতো। কেউ সম্মানের চোখে দেখতো।
.
কারন........তখনকার শাসক ছিল মুহাম্মদ (সাঃ) ও উমর (রঃ) এর মত শাসক। আর তাদের সাহাবীরা ছিল শুধু তাদের হুকুমের পাত্র মাত্র, তাবেয়ীরা ছিল তাদের উত্তরসূরী আর তাবে-তাবেয়ীন রা ছিল তাদেরই উত্তরসূরী।
.
কিন্তুু তাদের শাসনের সুত্রগুলি উমর (রঃ) ও মুহাম্মদ (সাঃ) এর কথা কাজ ও মৌনতার বিশ্বাসকে রেখেই.....যাহাকে হাদীস বলা হয়।
.
আজ কাল নিউজ পেপারের খরবগুলি দেখে মুসলমান সমাজের কি ঘৃর্ণা করে না.....??? লজ্জা করে না....???
.
খুবেই কষ্ট লাগে যখন দেখি বিশ্বে মুসলমানদের দুর্গ্রহ আর আহাজারী, যখন দেখি কাফের মুশরেকের হাতে মুসলমান নির্যাতিত.......................................
.
আর যখন শুনি কোন মুসলমানের কন্ঠে............রাজীবের (থাবা-বাব) রক্ত বৃথা দিতে দিবো না,দিবো না......!
.
মহাকবি ইকবালের কথাগুলি আজ সত্য এবং প্রমানিত হয়ে যাচ্ছে........."বাঘের কপালে আসলেই আজ বিড়াল নাচতেছে, আজ আমরা বড় অসহায় জাতী।
.

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

সাইদুর রহমান সিদ্দিক বলেছেন: :#) একদম সত্য

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: 'খুবই কষ্ট লাগে যখন দেখি বিশ্বে মুসলমানদের দুর্গ্রহ আর আহাজারী, যখন দেখি কাফের মুশরেকের হাতে মুসলমান নির্যাতিত' । মুসলমানের হাতে যখন মুসলমান নির্যাতিত হয়, তখন কষ্ট হয়না? সৌদি যে ইয়েমেনে হামলা চালালো, সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে; শরনার্থীদের অাশ্রয় দিচ্ছেনা!
বিঃদ্রঃ মহাকবি ইকবাল অাধুনিক যুগের কবি ছিলেন ।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ."বাঘের কপালে আসলেই আজ বিড়াল নাচতেছে, আজ আমরা বড় অসহায় জাতী।

মুক্তির পথ খোঁজার কান্ডারীওতো দেখি না!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

সাইদুর রহমান সিদ্দিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

সাইদুর রহমান সিদ্দিক বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন, আসলেই অনেক কষ্ট লাগে, যখন মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত হয়। মহাকবি আল্লামা ইকবাল মধ্যআধুনিক যুগের কবি ছিলেন

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

সাইদুর রহমান সিদ্দিক বলেছেন: হয়তো আর দেখবও না। অনেক শুভকামনা রইল, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.