নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sikto.srabon1

সিক্ত শ্রাবণ

ভবঘুরে টাইপের ছেলে আমি

সিক্ত শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

অভিমান পালা

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯



-চলো কোথাও বেড়াতে যাই।
রাগ করেছো, ঠিক ধরেছি।
-না। তোমার সাথে যাবো না,
মনে মনে ঠিক করেছি।
-ওরে আমার অভিমানী পাখিটা,
মন কি তোমার একার?
কবেই তো সেই দিয়ে দিলে
তোমার মনের অধিকার।
-ওসব কথা বলো না আর।
বদলে গেছো অনেক তুমি।
মনটা আমার ফিরিয়ে দাও,
তোমার মতই হবো আমি।
-ঠিক আছে! রাখো তোমার মন।
এবার তবে আমি আসি।
-এতো পাষাণ তুমি? বোঝো না,
তোমায় কতো ভালোবাসি?
-ওরে পাগলী, আমি ঠিকই বুঝি,
তুমিই শুধু বোঝো না।
আমার গোপন ভালোবাসা
মোটেও তুমি খোঁজো না।
-কেমন ভালো বাসো তুমি,
বুঝে নিতে হয়?
কোথায় রাখো ভালোবাসা,
খুঁজে নিতে হয়?
-সত্যিকারের ভালোবাসা
বুঝেই নিতে হয়।
মনের চোখের দৃষ্টি দিয়ে
খুঁজেই নিতে হয়।
-হুহ! এতকিছু পারবো না!
এই আমি চললাম..
-থামো না! চলো বেড়াতে যাই,
ভালোবাসি বললাম।
-ঠিক আছে। তবে আবার বলো।
-আমি তোমাকে ভালোবাসি।
-হা হা হা! লক্ষী ছেলে!
আমি রেডি হয়ে আসি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৪৪

তারেক ভূঁঞা বলেছেন: চমৎকার

২৯ শে মে, ২০১৬ রাত ৯:৪১

সিক্ত শ্রাবণ বলেছেন: অশেষ ধন্যবাদ।
পাশে থাকবেন।

২| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৪৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুবই ভালো লেগেছে। এগিয়ে যান কবি। শুভাশিস রইল

২৯ শে মে, ২০১৬ রাত ৯:৪২

সিক্ত শ্রাবণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি।
পাশে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.