নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sikto.srabon1

সিক্ত শ্রাবণ

ভবঘুরে টাইপের ছেলে আমি

সিক্ত শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

চঞ্চলা পাখি

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৪৪



আমার মনের ঘরে বসত করে,
চঞ্চলা এক পাখি।
উড়ে যেতে চায় সে সদাই,
ক্যামনে বেধে রাখি?

সোনার মত গায়ের বরণ,
কাজল কালো আঁখি।
ছোট্ট বুকে ক্যামনে রাখি
এমন সাধের পাখি?

পাখি আমার পোষ মানে না,
করে ডাকাডাকি।
পাষাণ পাখি চাইছে আমি
একলা একা থাকি।

মাঝে মাঝে ইচ্ছে করে,
মুক্ত করি তাকে।
উড়ে উড়ে যাক সে চলে,
যেথায় খুশি থাকে।

একলা আমার বুকের খাঁচা
থাক না শূন্য পড়ে।
মনের সুখে থাকুক সে তার
মনের পাখির ঘরে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৪৮

েমাঃ নূরুজ্জামান বলেছেন: চমৎকার কাব্য।

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৫১

সিক্ত শ্রাবণ বলেছেন: মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।

২| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মিষ্টি একটি কবিতা --- দারুন দারুন

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৮

সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
আপনার ভালো লাগায় ভালো লাগছে আমারও।

৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:১৯

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৩০

সিক্ত শ্রাবণ বলেছেন: মন্তব্য করে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।

৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: সিক্ত শ্রাবণ ,




বেশ ছন্দ আছে । ছড়ার ঢংয়ে লেখা । ভালো হয়েছে বলতে হবে ।

কিন্তু কথা হলো ----খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ?

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৩১

সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক ধন্যবাদ।

কিন্তু প্রশ্নোত্তরটা আমার অজানা। :-P

৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৫৭

সোজোন বাদিয়া বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা। তবে, পাখীটা বড় রহস্যময় থেকে গেল। বুঝতে পারলে ভাল লাগতো। ভাল থাকুন।

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৩২

সিক্ত শ্রাবণ বলেছেন: পাখিটাকে আমিই বুঝতে পারিনি আজও। :-P
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভাল থাকবেন আপনিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.