নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sikto.srabon1

সিক্ত শ্রাবণ

ভবঘুরে টাইপের ছেলে আমি

সিক্ত শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:০৪




চোখ যদি হয় নদী,
অশ্রু যদি জল,
ঢেউ টা তবে কি?
মন যদি হয় আকাশ,
স্মৃতিগুলো মেঘ,
বৃষ্টি তবে কি?
ভাবনা যদি রাত্রি হয়,
অনুভূতি চাঁদ,
জোছনা তবে কি?

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:১০

শায়মা বলেছেন: আবারও অনেক সুন্দর ভাইয়া!:)

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:১৫

সিক্ত শ্রাবণ বলেছেন: ধন্যবাদ আপু।
উত্তর দিলেন না? :-P

২| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:২৪

কল্লোল পথিক বলেছেন:


চমৎকার হয়েছে।

১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:১৯

সিক্ত শ্রাবণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। ভালোবাসা নিবেন।

৩| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৮

এম এ কাশেম বলেছেন: সুন্দর।

১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:২০

সিক্ত শ্রাবণ বলেছেন: অশেষ ধন্যবাদ দাদা।
ভালো থাকবেন।

৪| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৫১

শায়মা বলেছেন: চোখ যদি হয় নদী,
অশ্রু যদি জল,
ঢেউ টা তবে আনন্দ উচ্ছল!!!

মন যদি হয় আকাশ,
স্মৃতিগুলো মেঘ,
বৃষ্টি তবে কি?
বৃষ্টি তবে দুঃখেরই আবেগ!

ভাবনা যদি রাত্রি হয়,
অনুভূতি চাঁদ,
জোছনা তবে কি?

জ্যোৎস্না সেথা সত্যি করে
ভালোবাসার ফাঁদ!!!!!!!!!!!! :P

১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:২২

সিক্ত শ্রাবণ বলেছেন: আনন্দ উচ্ছলেই বুঝি অশ্রু বের হয়? বেদনায় বের হয় না আপু? :-P

উত্তর জেনে অভিভূত হলাম।
ভালোবাসা নিবেন।

৫| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৪০

তার আর পর নেই… বলেছেন: ঢেউটা হচ্ছে অনুভূতি, বৃষ্টি হচ্ছে প্রকাশ। তবে জোছনা সব ভাবনায় হবে না। শুধুই সুন্দর ভাবনায়, সেখানে জোছনা মানে ভেতরের আলো, সুন্দরের আলো।

১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:২৪

সিক্ত শ্রাবণ বলেছেন: অসাধারণ মন্তেব্যের জন্য অশেষ ধন্যবাদ দাদা।
ভালোবাসা নিবেন।

৬| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৭

আমার কোন নাম নাই বলেছেন: আমি শায়মা আপুর সাথে একমত । আমি যা ভাবছিলাম তিনি তা ই লিখে রেখেছেন ।
তবে মানুষ যেহেতো ভিন্ন ,লেখাটা ও একটু ভিন্ন ই হবে ।

চোখ যদি হয় নদী,
অশ্রু যদি জল,
ঢেউ টা তবে কি?

ঢেঊ তবে উচ্ছাস !

মন যদি হয় আকাশ,
স্মৃতিগুলো মেঘ,
বৃষ্টি তবে কি?

বৃষ্টি তবে সুখের নৃত্য
আকাশ আর মাটির মিলনের গান !


ভাবনা যদি রাত্রি হয়,
অনুভূতি চাঁদ,
জোছনা তবে কি?

মায়াবী ফাঁদ !

যে ফাঁদে পড়ে আমি হারিয়ে যেতে পারি অজানা কিংবা অচিন কোন রাজ্যে ।

জ্যোৎস্নার মায়াবী ফাঁদ নামে আমি একটা কবিতা লিখেছিলাম -শরতের ছবি নামে । সেই ব্লগে আমি আর ঢুকতেই পারছি না । তাই নতুন নামে আবার এসেছি ।


১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:২৬

সিক্ত শ্রাবণ বলেছেন: সত্যিই অনেক ভালো লাগলো আপনার চিন্তাশীল মন্তব্যে।
অনেক ভালোবাসা নিবেন।
ভালো থাকবেন।

৭| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রশ্নগুলো চমৎকার; কিন্তু উত্তর দেওয়ার মত জ্ঞান নেই!

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪১

সিক্ত শ্রাবণ বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
ভাল থাকবেন।

৮| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

বিজন রয় বলেছেন: ঢেউ-আড়োলন।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪২

সিক্ত শ্রাবণ বলেছেন: হুম। আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ বিজন রয় দাদা।
ভাল থাকবেন।

৯| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:০৫

নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর ।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৩

সিক্ত শ্রাবণ বলেছেন: অশেষ ধন্যবাদ নীলপরি আপু।
ভালবাসা নিবেন।

১০| ১৯ শে জুন, ২০১৬ রাত ১:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: প্রশ্নগুলো খুব সুন্দর ছঁন্দ মাখা । ভালো লাগল ভাই ।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৪

সিক্ত শ্রাবণ বলেছেন: ভালোলাগা প্রকাশের জন্য অনেক ধন্যবাদ দাদা।
ভাল থাকবেন।

১১| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৫

মহসিন ৩১ বলেছেন: তুমি ঢেউ হলেই আমি হব কাল আকাশ ...।

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৬

সিক্ত শ্রাবণ বলেছেন: সর্বনাশ! সর্বনাশ! :-P

১২| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৭

সিক্ত শ্রাবণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.