নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sikto.srabon1

সিক্ত শ্রাবণ

ভবঘুরে টাইপের ছেলে আমি

সিক্ত শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

অবশেষে তুমি এলে

২১ শে জুন, ২০১৬ রাত ৯:১৫



অবশেষে তুমি এলে।
অনেক প্রতীক্ষার প্রহর পেরিয়ে,
হৃদয়ে জমা কষ্টের বরফ
ভালোবাসার উষ্ণতায় গলিয়ে,
অবশেষে তুমি এলে।

সুদূর দিগন্তের কোন এক
অচেনা সীমান্তের পথ ধরে,
মনের সীমান্তে চুপিচুপি,
অবশেষে তুমি এলে।

প্রখর খরতাপে ফেটে চৌচির
শুষ্ক হৃদয়ের মেঠোপথে,
বৃষ্টির প্রশান্ত ধারা হয়ে,
অবশেষে তুমি এলে।

অন্তবিহীন অদৃশ্য আঁধারে ঢাকা
আমার নিরাশার আকাশে
লক্ষ আশার তারা হয়ে,
অবশেষে তুমি এলে।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৬ রাত ৯:২৯

শরতের ছবি বলেছেন: সুন্দর সুন্দর উপমা হয়ে তিনি এলেন ।আমার বেশ ভাল লাগলো ।

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:২২

সিক্ত শ্রাবণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ শরতের ছবি।
ভাল থাকবেন সবসময়।

২| ২১ শে জুন, ২০১৬ রাত ৯:৩৬

বিজন রয় বলেছেন: কবিতার শিরোণামটি যেমন তেমন কিন্তু কবিতার ভিতরে অনেক ভাল হয়েছে। এমন কবিতার শিরোণাম অবশ্যই অন্যরকম কিছু হওয়া উচিৎ ছিল।

+++

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:২৪

সিক্ত শ্রাবণ বলেছেন: ঠিকই বলেছেন বিজন রয় দাদা। শিরোনামে আমার সমস্যা আছে। যথার্থ শিরোনাম দিতে পারি না। :-(

৩| ২১ শে জুন, ২০১৬ রাত ৯:৫৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর প্রকাশ।

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:২৫

সিক্ত শ্রাবণ বলেছেন: অশেষ ধনবাদ কবি হাফেজ আহমেদ দাদা।
ভালবাসা নিবেন।

৪| ২১ শে জুন, ২০১৬ রাত ১০:০৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: তবুও তো এসেছে।

ভালো লাগলো লেখাটি।

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:২৭

সিক্ত শ্রাবণ বলেছেন: এসেছ মনে মনে। :-P

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

৫| ২১ শে জুন, ২০১৬ রাত ১০:৫০

কল্লোল পথিক বলেছেন:






বেশ হয়েছে।

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৩২

সিক্ত শ্রাবণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ কল্লোল পথিক দাদা।
ভাল থাকবেন সবসময়।

৬| ২২ শে জুন, ২০১৬ ভোর ৪:০০

আসাদ আরিফ বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৩

সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক ধন্যবাদ আসাদ আরিফ দাদা।
ভাল থাকবেন।

৭| ২২ শে জুন, ২০১৬ ভোর ৪:১০

মানুষ বলেছেন: গুড। এইবার ফেসবুকে "ইন এ রিলেশনশিপ" লিখতে পারবেন।

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৫

সিক্ত শ্রাবণ বলেছেন: হা হা হা। ভালোই বলেছেন মানুষ ভাই।
অনেক ধন্যবাদ।

৮| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: এটির শিরোণাম হতে পারে..................... অন্তবিহীন সদৃশ্যতা..... এরকমের।

আমি মনে করি একটু সময় নিয়ে ভাবলে সুন্দর শিরোণাম মাথায় আসবে। আর কবিতার বিষয়ের সাথে নামকরনের যথার্ততা থাকাও জরুরী।

যাহোক, ধন্যবাদ আর শুভকামনা।

২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:১২

সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। আমি চেষ্টা করবো ভেবেচিন্তে নাম দেওয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.