নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sikto.srabon1

সিক্ত শ্রাবণ

ভবঘুরে টাইপের ছেলে আমি

সিক্ত শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

জলকথা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০



আমি ছিলাম অচেনা এক ছোট্ট গাঁয়ের
পাড় বাঁধানো পুকুর ঘাটের শান্ত জল।
নীরব চোখে সাদা মেঘের ভেলা দেখে
স্বপ্ন ছিল মেঘ হয়ে আকাশ দেবো পাড়ি।
সূর্যি মামার সাথে আমি ভাব জমালাম,
বাতাস আমায় কথা দিলো সাথে আছে।
কোন এক বোশেখ মাসের মাঝদুপুরে
হঠাৎ আমি জানি না সে কেমন করে
ভেসে ভেসে মেঘের দেশে মেঘের সাথে মিশে
আকাশ মাঝে সত্যি করে মেঘ হলাম।
চোখে মুখে খুশির ঝিলিক, স্বপ্ন দিলো ধরা।
ভাসছি আমি আকাশ জুড়ে, দেখছি শত
পাহাড় নদী, নানান দেশের নানান ছবি।
একদা এক অসীম জলের রাজ্যে এসে
জানতে পারি একে নাকি সাগর বলে।
নীল জলের ইশারাতে ইচ্ছে হল সাগর হবো।
সূর্যি মামা ভালোবেসে আমার কথায়
বৃষ্টি করে ঝরিয়ে দিলো সাগর মাঝে।
অথৈ সাগর, অনেক জল, লুটোপুটি খেলা।
নতুন জলে মিলেমিশে কাটছিল বেশ বেলা।
সহসা এক দমকা হাওয়া ঈশান কোণের থেকে
উড়ে এসে উড়াল দিলো আমায় সাথে নিয়ে।
কেন্দ্রে থেকে আমায় সে ঘুরায় সমানে,
আমি এখন ধ্বংস করি আমার চারিপাশ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মুচি বলেছেন: খুব সুন্দর লাগলো। আরও সুন্দর সুন্দর কবিতা আশা করছি।
++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

সিক্ত শ্রাবণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ উৎসাহিত করার জন্য।
ভাল থাকবেন।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অসংখ্য ভাললাগা, আর ভালোবাসা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

সিক্ত শ্রাবণ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.