নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sikto.srabon1

সিক্ত শ্রাবণ

ভবঘুরে টাইপের ছেলে আমি

সিক্ত শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তি

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯



নকল প্রেমিক আমি! হয়তো প্রেমিকই না।
আজ আর স্বীকার করতে কোন আপত্তি নেই।
ধার করা কবিতার ছন্দে আলোড়িত করতে চেয়েছি বার বার তোমার মনের অন্দরমহল।
আমি সফল ছিলাম প্রতারণায়।
আবেগ নিয়ে খেলায় ছিলাম অপরাজেয়!

তোমার পরিচয় ছিল না জীবনানন্দ দাস, সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা মহাদেব সাহার কবিতার সাথে।
তোমার চোখে আমিই ছিলাম একমাত্র, যে কবিতার মত করে ভালোবাসার কথা বলতে পারে।

আমি "ফিরে এসো হৃদয়ে আমার" বলতেই
তুমি জাপটে ধরতে আমাকে।
আমার হৃদস্পন্দনের ছন্দে কোন পরিবর্তন পেতে কিনা, জানি না আমি। পাওয়ার কথা না!

"বিশ্ব সংসার তন্য তন্য করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম.... " বলতেই
তোমার চোখ অশ্রুসিক্ত হতো কেন জানি না।
আমি মুচকি হাসতাম মনে মনে!

"তোমাকে ভিজিয়ে দেওয়ার জন্য হাজার বছর ধরে আমি মেঘ হয়েছি সমুদ্রে..."
ততক্ষণে তোমার দুচোখ ঝর্ণা হয়েছে আবেগে!
সে ঝর্ণায় স্নান করেও আমার কঠিন হৃদয় ভেজেনি তখন!

তুমি একটু বেশিই আবেগপ্রবণ ছিলে।
তাই সব আবেগকেই আমার আবেগ ভাবতে!
আর আমি কবিদের থেকে আবেগ ধার করে তোমাকে আবেগাপ্লুত করতাম!

তুমি থাকতে আমার কখনো আবেগ ছিল না।
এখন আছে! আজকাল আমি মাঝে মাঝেই আবেগপ্রবণ হয়ে যাই!
আর কবিতার বইগুলো আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা পড়ে ভাল লাগল

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

সিক্ত শ্রাবণ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

অতৃপ্তচোখ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম কবিতায়

সুপ্রভাত

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

সিক্ত শ্রাবণ বলেছেন: আপনার ভালোলাগা আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকবেন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

কানিজ রিনা বলেছেন: আবেগ মেঘের মত এক আসে এক যায়।
কাল মেঘ বিদ্যুৎ চমকায় বৃষ্টি ঝড়ে।
আকাশের ক্ষনেক বিচ্ছেদ ক্ষনেক মিলন।
ধন্যবাদ,

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭

সিক্ত শ্রাবণ বলেছেন: হুম, একদমই ঠিক বলেছেন।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ছবি দেখে বুঝে নিন কি বলতে চাই।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

সিক্ত শ্রাবণ বলেছেন: আপনি বলতে চান, "ভালোবাসা রইলো।"
আমি বুঝে নিয়েছি।
ভাল থাকবেন খুব।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

ক্লে ডল বলেছেন: কিছুটা অন্যরকম স্বীকারোক্তি। আত্মপক্ষ সমর্থন নেই। ভাল লাগল। :)

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭

সিক্ত শ্রাবণ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লাগল

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

সিক্ত শ্রাবণ বলেছেন: আপনার ভালোলাগা আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.