নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.facebook.com/sikto.srabon1

সিক্ত শ্রাবণ

ভবঘুরে টাইপের ছেলে আমি

সিক্ত শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১



তোমার অপেক্ষাতে
কাটিয়েছি কত একলা প্রহর;
সে কথা শীতের সকাল জানে,
বাসন্তী বিকেল জানে,
বর্ষার সন্ধ্যা জানে।

তোমাকে খুঁজতে গিয়ে
হেঁটেছি কত প্রান্তর;
সে কথা পথের ধুলো জানে,
ক্ষয়ে যাওয়া জুতো জানে,
ঝরে পড়া ঘাম জানে।

তোমাকে পাওয়ার জন্য
কতটা কেঁদেছে অন্তর;
সে কথা নীল রঙা আকাশ জানে,
ছাই রঙা মেঘ জানে,
বৃষ্টির ফোঁটা জানে।

তোমাকে ভেবে ভেবে
কত নিশি হয়ে গেছে ভোর;
সে কথা কলমের কালি জানে,
কাগজের বুক জানে,
নির্ঘুম রাত জানে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই লেখাটি কি আপনার?

এই লেখাটি কিন্তু অনেকের নামেই আছে। ভেবে দেখুন
আপনার নাম দিবেন না যে লিখেছে তার নাম দিবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

সিক্ত শ্রাবণ বলেছেন: এটা আমারই লেখা আপু।
অন্য কোথাও দেখেননি।
দেখলেও সেটা হয়তো আমার থেকেই কপি করা।
লেখা চুরি হওয়া নতুন কিছু না তো।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ও হ্যা সিক্ত শ্রাবণ নামে দুইটি তে

আর একটিতে অন্য কারো নাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

সিক্ত শ্রাবণ বলেছেন: আমি শুধু আমার ফেবু তে আর এখানে পোস্ট করেছি।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪

অতৃপ্তচোখ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
খুবই ভালো একটা কবিতা।

লেখকের নাম নিশ্চিত করলে কৃতজ্ঞ থাকবো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

সিক্ত শ্রাবণ বলেছেন: আমি নিশ্চিত করে বলছি, লেখকের নাম "সিক্ত শ্রাবণ"
হা হা হা....
ভালো থাকবেন।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

ধ্রুবক আলো বলেছেন: লেখা সুন্দর হয়েছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.