নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকার রাত

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই

রাতুল রেজা

আলো কে ঢাকতে পারে শুধুমাত্র অন্ধকার

রাতুল রেজা › বিস্তারিত পোস্টঃ

তামিম ইকবাল কে বাংলাদেশ ক্রিকেট থেকে বহিষ্কার করা হোক X(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

বিপিএল এ একজন দর্শক কে তামিম ব্যাট দিয়ে মারার উদ্যত হয়েছে। তার কথা টা ছিল " ব্যাট দিয়ে একটা বারি মারবো মাদার .... সর " । এদের আমরা সাপোর্ট দিয়ে মাথায় তুলে রাখি, আর কতবর সাহস দর্শকদের এরকম কথা বার্তা বলে। এই যদি একজন জাতীয় ক্রিকেটারের আচরন হয় তাহলে দরকার নাই এইসব ফালতু মানসিকাতর খেলোয়ার কে যে দেশের দর্শকদের ব্যাট দিয়ে মারতে চায়। তার এতো কিসের অহংকার? আমরা খেলা দেখি বলেই তার এতো নামডাক, আর সেই দর্শকদের ব্যাট দিয়ে মারতে যায় নিমোখারাম। এইসব ব্যাবহার পরিবার থেকে শিখে আসে মানুষ। তামিম ও তার ব্যাতিক্রম না।



নিচে ভিডিও টা দেখুন। এটা ফেসবুক গ্রুপ থেকে প্রাপ্ত।



Click This Link

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-১

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

ইফতেখার কাদির বলেছেন: দর্শকের অন্যায়টা কি ছিল?

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

রাতুল রেজা বলেছেন: তামিম ভাই, তামিম ভাই বলে চিৎকার করাটা তার অন্যায় ছিল।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

-এভারগ্রীন নাহিদ- বলেছেন: যে টুকু মনে হইছে দর্শক কিছু বলে উস্কানি দিছিলো

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

রাতুল রেজা বলেছেন: তেমন কিছু তো শুনলাম না, শুধু তামিম ভাই তামিম ভাই আওয়াজ হচ্ছিল।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

নিষ্পাপ কয়েদি বলেছেন: তামিম বাংলাদেশের মানুষের জন্য পাকিস্তান যাইতে পারেনাই। হার্ডকোর পাকি ফ্যান। সে কইসিলো পাকিস্তানিদের আথিথেয়তা সে মিস করবে। হালার পো হালা। হালার বডি মুভমেন্ট মাইয়াগো মতো।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

রাতুল রেজা বলেছেন: যা কইছেন ;)

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

নিশ্চুপ শরিফ বলেছেন: তাকে বহিস্কার করে নিস্পাপ কয়েদি কে তামিমের বদলে নেয়া হোক। তামিম মনে হয় আজকে খারাপ খেলছে, তাই মেজাজ খারাপ আর সেই সাথে মনে হয় কিছু উত্ত্যক্ত কথা বলা হইছিল কিন্তু তারপরও তামিমে এই কাজ মানা যায় না কিন্তু কোন প্রকাশ উস্কানি ছাড়াই আমাদে নিস্পাপ কয়দি যে পাপ করে ফেললেন তা দেখে আমার মনে হচ্ছে "যাক আল্লাহ বাচাইছে! তামিমের জায়গতাতে া থাকলে দর্শকে মনে হয় মেরেই ফেলত। ব্লগে এসেই যে গালি দেয়া শুরু করছে"

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

রাতুল রেজা বলেছেন: মাথা গরম থাকতেই পারে কিন্তু তাই বলে নিজের দেশের দর্শকদের ব্যাট উচিয়ে মারার উদ্যত? উস্কানিমূলক কিছু অবশ্য শোনা গেলনা, খালি শুনলাম তামিম ভাই তামিম ভাই। হতেউ পারে বলা যায়না।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

রামিজের ডিপফ্রিজ বলেছেন: দুজন বাংলাদেশী ব্যাটসম্যানের খেলা আমার খুব ভাল লাগত- একজন আফতাব আহমেদ ও আরেকজন তামিম ইকবাল। ২০০৭ বিশ্বকাপে আমি ভারতীয় হলেও তামিমের জাহির খানের বলে মারা সেই ছয়টি যেকোন বাংলাদেশির মতই উপভোগ করেছিলাম।

এখন আফতাবকেও আন্তর্জাতিক খেলায় দেখি না আর তামিম বেচারাও আই পি এলে খেলতে পায় না। তাই বি পি এলের দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু এই ঘটনা ঐ ফ্যানটির সমান কষ্ট আমিও পেলাম।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

রাতুল রেজা বলেছেন: আমিও অনেক কষ্ট পেয়ে কথাটা বলেছি।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

তামিম ইবনে আমান বলেছেন: আমার মনে হয় কাজটা প্রি প্ল্যানড

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

রাতুল রেজা বলেছেন: হইতারে

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

বিডি আইডল বলেছেন: হালার ক্রিকেটার...অল্প পয়সা পয়সা আর খ্যাতি পাইয়া এইগুলার মাথা গেছে

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

রাতুল রেজা বলেছেন: আসলেই

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

মো: আতিকুর রহমান বলেছেন: tamim emon ta korlo ken? :-*

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

রাতুল রেজা বলেছেন: এটা তো ওর স্বভাব, আগেও করেছে এরকম।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

নিষ্পাপ কয়েদি বলেছেন: তামিম পাকিস্তানে গিয়ে আফ্রিদিকে দন্ডসেবা দিতে পারে নাই বাংলাদেশের মানুষের জন্য। তাই একটু রেগে গেসে। অবিলম্বে বিপিএল এ পাকি প্লেয়ার এনে তামিমকে ঠান্ডা করা হোক।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

রাতুল রেজা বলেছেন: লুল ;)

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

ঢাকাবাসী বলেছেন: দুইটা পয়সা হইসে পাছা ভরি হয়ে গেসে, পাছায় লাথি মারেন দেখবেন সব ঠিক। এই পাকি বংশের তামিমটার তো বেসিকই এই রকম।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

রাতুল রেজা বলেছেন: তামিমটার তো বেসিকই এই রকম। সহমত

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

আন্ডারটেকার বলেছেন: স্টেডিয়ামে বহুবার দেখেছি দর্শকরা প্লেয়ারদের অকারনে যাচ্ছেতাই গালাগালি করে। প্লেয়াররা সামনে আসলে কেউ উৎসাহ দেয় আবার কেউ শুধু শুধুই জঘন্য নোংরা কথা বলে। এই ঘটনায় তামিম যেটা করেছে সেটা বলা হচ্ছে কিন্তু দর্শক কিছু না বললে শুধু "তামিম ভাই তামিম ভাই" বললে, তামিম তাকে মারার জন্য উদ্যত হবে এটা কোনভাবেই মেনে নেয়া যায়না। তামিম কি পাগল, সে তার ক্যারিয়ার বোঝেনা? নিশ্চয় সেই দর্শক এমন কিছু বলেছে যাতে তামিমের ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে। প্লেয়াররাও মানুষ, তাদের ধৈর্য্য বলে একটা কথা আছে।

"তামিম ভাই, তামিম ভাই" এর ব্যাপারটা বিশ্বাস করতে পারলাম না।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

রাতুল রেজা বলেছেন: তামিম কিন্তু এর আগেউ এরকম করেছে। ওর আচরন আগাগোড়াই ভাল না। সমালোচনা হতে পারে কিন্তু দর্শক কি তাকে ব্যাট দিয়ে মারতে গেসিলো?

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

বটতলার টারজান বলেছেন: শুধুই তামিম ভাই তামিম ভাই বলে চিল্লাইলে কেউ এরকম গালি দেয় না ! ব্যাকগ্রাউণ্ডে দর্শক কি বলছিল সেটা বুঝলে আজকে আপনি হয়ত তামিমের পক্ষ নিয়ে পোস্ট দিতেন !

যেটা ক্লিয়ার না সেইটার দোষ তামিমকে না দেওয়াই ভাল !

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

রাতুল রেজা বলেছেন: শুধু এইটার কারনে নারে ভাই, ও আগাগড়াই কিন্তু এরকম। সামান্য সমালোচনাউ সহ্য করতে পারেনা। এখানে ব্যাপারটা বেশি বারাবারি করসে

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

বেকার মানুষ বলেছেন: নিষ্পাপ কয়েদি বলেছেন: তামিম বাংলাদেশের মানুষের জন্য পাকিস্তান যাইতে পারেনাই। হার্ডকোর পাকি ফ্যান। সে কইসিলো পাকিস্তানিদের আথিথেয়তা সে মিস করবে। হালার পো হালা। হালার বডি মুভমেন্ট মাইয়াগো মতো।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

নস্টালজিক বলেছেন: স্টেডিয়ামে কত আজেবাজে কথা যে এদিক-ওদিক দিয়ে উড়ে আসে! তারপরও খেলোয়াররা নার্ভ ঠিক রাখে! কারণ রিএকশন এর আফটারম্যাথ হয় খারাপ, যেহেতু তারা দেশ-কে প্রতিনিধিত্ব করে!
শুধু তামিম ভাই, তামিম ভাই বললে তামিম এ রকম রি-একশন করবে বিশ্বাস হচ্ছে না!


বাই দ্যা ওয়ে এই ঘটনায় তামিমকে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে বহিস্কারের আবদারটা মামাবাড়ি বরাবর হলে ভালো হয়!

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

রাতুল রেজা বলেছেন: দিলাম মামাবারি বরাবর, তাউ বেয়াদপ টা ঠিক হোক খুশি তো?

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

নষ্ট ছেলে বলেছেন: বহিস্কারটা বেশি বাড়াবাড়ি হয়ে যায়। দুই-এক ম্যাচ ব্যান + জরিমানা করা যেতে পারে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

রাতুল রেজা বলেছেন: জরিমানা করে আর কি হবে, এগুলা ওদের গা সঊয়া

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

দি সুফি বলেছেন: মেয়ে কন্ঠটা "তামিম ভাইয়া" বলার সময় আরেকটা ছেলে কন্ঠ কিছু একটা বলেছে। সম্ভবত খারাপ কিছু বলেছিল, অন্যথায় তামিমের উত্তেজিত হওয়ার কথা না।
তারপরও তার মুখের ভাষাটা বেশি কটু হয়ে গেছে। তার কাছ থেকে ভদ্রতা কাম্য ছিল।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

রাতুল রেজা বলেছেন: যদি সমালোচোনা করেউ থাকে তাহলেউ ব্যাট দিয়ে মারতে যাবে ক্যানো? ওটার অধিকার অকে কে দিয়েছে?

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

বিডি আইডল বলেছেন: আমি ভিডিওটা ভালো করে এনালাইসিস করেছে....এক ছেলে বলেছে তামিম তুই ভূয়াঁ ব্যাটসম্যান

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

রাতুল রেজা বলেছেন: কেউ যদি আপনাকে বলে আপনি ভুয়া ব্লগার তাহলে কি আপনি তাকে কিবোর্ড দিয়ে মারতে যাবেন?

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

নষ্ট ছেলে বলেছেন: দর্শকরা আরো অনেক খারাপ ভাষায় গালি দেয় তাই বলে খেলোয়াররা কখনো মাথা গরম করে না। যারা স্টেডিয়ামে খেলা দেখতে যান তারা এটা ভালই জানেন।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

হেডস্যার বলেছেন:
বহিস্কারের আগে থাপড়াইয়া দাঁত ফালাইয়া দেয়া হোক।
পাবলিকের সাথে গরম দেখায় কোন সাহসে।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

ডাব্বা বলেছেন: তামিম এর বোধহয় এটাই প্রথম না। সাকিব ও আছে সেই সাথে। ক্রিকেট বোর্ডের উচিত সবার জন্যে Anger Management জাতীয় কিছু কোর্স করানো। এধরনের ঘটনা বারবার ঘটতে দেয়া উচিত না। এখনি জোরালো পদক্ষেপ না নিলে পরে এটা culture এ দাড়িয়ে যাবে।

দর্শকদের ও মনে রাখা দরকার যে খেলোয়ার ও একজন মানুষ। তার ভাল-মন্দ দিন থাকে। মুহুর্ত থাকে।

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

লিন্‌কিন পার্ক বলেছেন:

তামিম একটু বেশিই রগচটা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.