নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকার রাত

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই

রাতুল রেজা

আলো কে ঢাকতে পারে শুধুমাত্র অন্ধকার

রাতুল রেজা › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ - Table No. 21 (হিন্দি) র‍্যাগিং এর ভয়াবহতা দেখতে হলে অবশ্যই দেখুন

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০





দেশে এখন র‍্যাগিং নিয়ে অনেক কথা বার্তা চলছে। র‍্যাগিং এর কারনে নতুন ছাত্র-ছাত্রীদের মনে যে বিরুপ প্রভাব ফেলে সেটা অনেকবার অনেক ছাত্র আত্নহত্যা করে প্রমান করেছে। এই মুভিতে এমন ই একটি র‍্যাগিং এর কাহিনী তুলে ধরা হয়েছে যার ফলে কলেজে একজন নবাগত ছাত্রের করুন পরিনতি এবং তার পিতা কতৃক র‍্যাগিংকারীদের ওপর প্রতিশোধ নেয়ার ঘটনা।



সংক্ষিপ্ত রিভিউ ঃ মুভির নায়ক মিস্টার দিওয়ান (রাজিভ খান্ডেলওয়াল) তার স্ত্রীকে নিয়ে ফিজি দ্বীপপুঞ্জে হানিমুনে আসে। হটাত করে তাদের কাছে একটি ইনভাইটেশন আসে তাদের জন্যে একটি স্পেশাল লাঞ্চ এর ব্যাবস্তা করা হয়েছে যা কিনা তাদের হানিমুন প্যাকেজের অংশ। লাঞ্চে এসে আরা পরিচিত হয় পারেশ রাওয়ালের সাথে যিনি কিনা ওই রেস্টুরেন্টের মালিক। মিস্টার দিওয়ান একজন চাকরীবিহীন মানুষ, তার টাকার অনেক দরকার। পারেশ রাওয়াল তাদের একটা গেমের অফার করেন যেই গেমে বলতে হবে শুধু সত্য এবং প্রশ্ন থাকবে ২১ টি। প্রতি প্রশ্নের জন্যে ১ কোটি টাকা কিন্তু শর্ত এক্টাই, বলতে হবে শুধু সত্য। তারা রাজি হয়ে যায় এবং কন্ট্র্যাক্ট এ সাইন করে ফেলে। গেম শুরু হওয়ার পর প্রশ্ন শুরু হলে সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে লাই ডিটেক্টর এ সিগ্ন্যাল দেবে। প্রশ্ন শুরু হওয়ার পর মিস্টার দিওয়ান বুঝতে পারে যে প্রশ্ন গুলা করা হচ্ছে তা সেই কাজ গুলো সে জীবনে করেছে। মূলত দিওয়ান ও তার স্ত্রী একই কলেজের এবং খুব র‍্যাগিং প্রিয় ছিল। নতুন ছাত্রদের অমানবিক হারে র‍্যাগিং করত। তাদের কাছে এক্টার পর একটা প্রশ্ন আসে যেটার সঠিক উত্তর দেয়ার পর তাদের সেটা করে দেখাতে হয়। প্রশ্ন গুলার উত্তর দিতে দিতে তাদের ২জনের জীবন হয়ে ওঠে বিভিষিকাময়। অনেক সত্য বের হয়ে আসে এবং তাদের জীবনের কৃ্তকর্মের নমুনা তারা এক এক করে দেখতে পায় প্রশ্নের উত্তর দেয়ার সাথে সাথে। তারা পালাতে চায় কিন্তু পালাতে পারে না। সর্ব শেষে তারা যা দেখতে পায় তা আর বললাম না। নিজেই দেখে নিন। মুভির গান ২ টা আমার ভালো লেগেছে। আমার রেটিং ৯/১০



আমার অসাধারন লেগেছে মুভিটা। একদম সত্য ঘটনা তলে ধরা হয়েছে র‍্যাগিং নিয়ে। না দেখলে এক কথা মিস। বর্তমান প্রেক্ষাপট বিবেচৃনা করে দেখতে ভুলবেন না।



ডাউনলোড লিংক । ৪৫০ এমবি, রিজুমেবল লিংক

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

আমিনুল ইসলাম বলেছেন: এমটিভিতে অ্যাড দেখে দেখার শখ ছিল।

লিংকের ফাইলটার প্রিন্ট কেমন? ডাউনলোড দিবো নাকি ভাবছি।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

রাতুল রেজা বলেছেন: ডিভিডি প্রিন্টের সমান সমান। বিনা দিধায় ডাউনলোড দেন।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

আমিনুল ইসলাম বলেছেন: দিয়ে দিলাম। (লিংকটা অবশ্য রিজিউমেবল না। আইডিএম-এ ইয়েস দেখালেও আমি পজ করে দেখেছি)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

রাতুল রেজা বলেছেন: আমি কিন্তু রিজুম করেই ডাউনলোড করেছি। যাই হোক দেখুন দেখে একটা রিভিউ দিয়ে দিয়েন :)

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

তুন্না বলেছেন: দেখতে হবে তো..........

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

রাতুল রেজা বলেছেন: না দেখলে মিস

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

নতুন বলেছেন: দেখি কেমন... ++

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

রাতুল রেজা বলেছেন: রিভিউ দিয়েন দেখে

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

নতুন বলেছেন: আমার কাছে হান্টার গেমের নকল বলে মনে হয়েছে ট্রেইলার দেখে... :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

রাতুল রেজা বলেছেন: হান্টার গেম দেখা হয়নি, দেখলে বুঝতে পারতাম

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

আমিনুল ইসলাম বলেছেন: অবশ্যই দিবো।

অফ দ্য টপিক, আপনার সোশাল নিউজ বিডি থেকে কি কোনোভাবে ইনকাম করতে পারছেন? কন্টেন্ট ভালোই আছে দেখলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

রাতুল রেজা বলেছেন: সোশ্যাল নিউজ খুলেছিলাম শখের বশে । পরে কয়েকজন বন্ধুকে নিয়ে কাজ শুরু করি। এখনো ইনকাম করি নাই, পরিক্ষামূলক ভাবে বিজ্ঞাপন বসিয়েছি। কিছুদিন হল পোস্ট করা হয়নি ব্যক্তিগত সমস্যার কারনে। সাম্নের মাস থেকে পুরোদমে আবার চালু করবো। ধন্যবাদ সাইট দেখার জন্যে

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: দেখার ইচ্ছা রইল।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

রাতুল রেজা বলেছেন: অবশ্যই দেখবেন। দারুন লেগেছে মুভিটা

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

আলোর যাত্রা বলেছেন: ভাই আমি ডাউনলোড করতে পারছিনা আপনি যে লিং দিয়েছেন সেটা দিয়ে হচেছ না

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

রাতুল রেজা বলেছেন: না হওয়ার কোনো কারন নেই। ফ্রি ডাউনলোড সিলেক্ট করুন, ক্যাপচা পুরন করে ডাউনলোড লিঙ্ক জেনারেট করুন

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আমিনুল ইসলাম বলেছেন: জিঅ্যান্ডআর-এর রেট তো ভয়াবহ খারাপ। :/ আমি বুঝতে চাচ্ছিলাম এ ধরনের সাইটে ডিরেক্ট অ্যাডভার্টাইজার পাওয়া যায় কি না।

যাই হোক ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

রাতুল রেজা বলেছেন: ডিরেক্ট না, থার্ড পার্টি এড অগুলা

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

বিডি আইডল বলেছেন: দরিদ্র.কম এর ফাইল আরবলোডে আপলোড করে নাকি আজকাল!?

রিভিউ দেখে মনে হলো না এটা কপি সিনেমা...ইন্ডিয়ান সাচ কা সামনা টিভি শো আর ওল্ড বয় এর মিক্সচার মনে হলো

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

রাতুল রেজা বলেছেন: হুম, ওরা মিডিয়াফায়ারে আর আপ করেনা। মিডিয়াফায়ার ফাইল ডিলেট করে দেয়।

আমিও এরকম সিনেমা হুবহু দেখিনাই। কোনো কিছুর মিক্সচার তো অবশ্যই, ভারতীয়রা মিক্স ছাড়া মুভি বানাতে পারে নাকি।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

আমিনুল ইসলাম বলেছেন: ফাইলটা কি করাপ্ট?

খান আর কাপলের পরিচয় পর্বের এখানে এসে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু টেনে দিলে ৩০-৪০ মিনিটের দিক থেকে আবার ঠিকমতোই প্লে হচ্ছে। বুঝলাম না কিছু। :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

রাতুল রেজা বলেছেন: হ্যা, ওইখানে একটু টেনে দিলেই আবার দেখা যায়। আশা করি এতক্ষনে দেখেউ ফেলেছেন।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

আরজু পনি বলেছেন:

দায়িত্ববান নাগরিকের পোস্ট থেকে আগেই একটা রিভিউ পড়েছিলাম। আপনাকে ধন্যবাদ।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

রাতুল রেজা বলেছেন: ধন্যবাদ। দেখবেন মুভিটা

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

প্রমিথিয়া নাজ বলেছেন: এবার বাবা কর্তৃক যমজ মেয়ে ধর্ষণ ৭ বছর ধরে
Click This Link

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

টিনটিন` বলেছেন: আগেই নামানো ছিল, এখন দেখলাম।

যারা ডাউনলোড করতে পারছেননা, এখান থেকে চেষ্টা করে দেখতে পারেন।

http://hugefiles.net/cq38y4x44zas#

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

রাতুল রেজা বলেছেন: ভাল লেগেছে অবশ্যই

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

সৌমিক রহমান বলেছেন: মুভিটা দেখার চেষ্টা করব। কয়েকদিন পর আমারও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যেতে হবে। বড় ভাইদের কাছে ইতোমধ্যে তাদের র‍্যাগের কাহিনী শুনেই ভয় লাগে। গেলে না জানি কী অবস্থা হবে!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

রাতুল রেজা বলেছেন: মুভিটা দেখলে ভয়াবহতা দেখতে পারবেন

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

খায়ালামু বলেছেন: কালকে আনতে যাব
যে গান ২ টা ভালো লাগছে সেগুলার নাম বলেন,.।। শুনে দেখি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

রাতুল রেজা বলেছেন: প্রথমে একটা গান আছে আর মাঝে একটা আছে।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

মেহেদী_বিএনসিসি বলেছেন: আগে রিলিজ হওয়া মুভিটারে বোরিং মনে কইরা দেখিনাই......তবে আপ্নার রিভিউ দেখে পুরা মুভিটা দেখলাম........। বেশ আনকমন..........।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

রাতুল রেজা বলেছেন: বেশ আনকমন। মুভিতে একদম সত্য ঘটনা তুলে ধরা হয়েছে।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

আশিকুর রহমান অমিত বলেছেন: দেখতে হবে তাহলে :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

রাতুল রেজা বলেছেন: না দেখলে মিস

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
মুভিটা দেখার ইচ্ছা ছিল।
আজ ডাউনলোড করে নিবো ||

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রাতুল রেজা বলেছেন: দেখে ফেলেছেন আশা করি এরই মধ্যে :)

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

ইফতেখার কাদির বলেছেন: হিন্দি বুঝিনা ভাইজান। :( :( :( :( :( :( :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

রাতুল রেজা বলেছেন: হিন্দি বুঝতে কোনো শিক্ষার দরকার হয়না। এটা বাংলা ভাষার মতই একটু প্যাচ্যানো আর কি।

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: দারুন মুভি একখান।

আমার বন্ধুরা সব খুলনা ইউনিতে যেত র‍্যাগিং দেখতে। আমার দেখার সুযোগ হয় নাই। এতদিনে র‍্যাগিং দেখলাম। মনে হচ্চে লাইভ র‍্যাগিং না দেখে ভালই হয়েছে।

র‍্যাগিং নামে যা করা হয়েছে তা রিতিমত ক্রাইম।
লিংকটার জন্য ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

রাতুল রেজা বলেছেন: র‍্যাগিং নামে যা করা হয়েছে তা রিতিমত ক্রাইম। সম্পূর্ন সহমত

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

htusar বলেছেন: দেখতে হবে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

রাতুল রেজা বলেছেন: না দেখলে মিস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.