নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকার রাত

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই

রাতুল রেজা

আলো কে ঢাকতে পারে শুধুমাত্র অন্ধকার

রাতুল রেজা › বিস্তারিত পোস্টঃ

যমুনা ফিউচার পার্কের ফিউচার উজ্জ্বলই মনে হচ্ছে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

আজকে দেখতে গেসিলাম যমুনা ফিউচার পার্ক। শুধু ফুডকোর্ট আর রাইড গুলা দেখতে যে পরিমান মানুষ দেখলাম আজকে তাতে এর ফিউচার নিয়ে কনো সন্দেহ নাই আমার। এটা ঢাকার আরেকটা টাকা উরানোর কেন্দ্র হতে যাচ্ছে অচিরেই। প্রতিটা রাইড একবার করে চড়তে ৪০০ টাকা করে নেয়া হচ্ছে, ফুডকোর্তে এক কাপ নরমাল কফির দাম ১৫০ টাকা, একটা চিকেনের দাম ১১০ টাকা, বাকি আর না বললাম । এগুলা আজকে আমরা পকেট ফাকা করে রিসার্চ করেছি। কোনো দোক্লাপাট শুরু হয়নি, শুধুমাত্র ফুডকোর্ট, রাইড, আর থিয়েটারে মানুষ দেখে মনে হয়েছে এদের দোকান পাট খোলার কোনো দরকার ই নেই, এই ৩ টাই ১০ বছরে ওদের টাকা উঠিয়ে দেবে। তবে মার্কেট টা বিশাল, ফুডকোর্টটাউ বিশাল। তবে আমার কাছে এটা খুব একটা ভাল লাগেনি, কেমন যেনো ঘুপচি ঘুপচি ভাব রয়েছে। তবে এর ফিউচার নিয়ে আমার কোনো সন্দেহ নাই, বাঙ্গালী এখানে ভালোই টাকা ঊরাবে। তবে রাইড গুলা আবার চরম, না চড়লে নিশ্চিত মিস হবে। কিছু ছবি দিলাম

























রীতিমত লাইন ধরে লিফট এ উঠছে











মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

নষ্ট কাক বলেছেন: চড়তে ইচ্ছে করে :#> :#> :#> :#> :#>

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭

রাতুল রেজা বলেছেন: ৪০০ টাকা প্রতি রাইড একবার।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫

খেয়া ঘাট বলেছেন: লিফট.........ঠিকঠাক থাকলেই হলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

রাতুল রেজা বলেছেন: ওগুলা ঠিক ই আসে, নতুন তো।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

অন্য কথা বলেছেন: ছবি দেইখা মনে মনে চইড়া নিলাম । মাথা ঘুরতাসে । যাক আপাতত ৪০০ টাকা বাঁচলো ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

রাতুল রেজা বলেছেন: উপরে একটা রাইডের ছবি আসে হেলিকপ্টারের মত, ওইটা আমার দেখেই ভয় লাগসে, উঠলে হার্ট এটাক করতে পারি।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫

নাহিদ তামিম বলেছেন: বাকি কিছু নিয়ে বলব না, বিশ্বের কয়েকটা দেশের এ্যামুয়েজমেন্ট পার্কে যাবার ভাগ্য আমার হয়েছে এবং বসুন্ধরা আবাসিকে থাকার কারনে যমুনা ফিউচার পার্কের কাজ দেখার ভাগ্য হয়েছে। আমার যেটা মনে হয়েছে বাইরের দেশে অনেকে এইসব রাইড ব্যাবহার করে ফেলে দেয় সেগুলায় যমুনা কুড়িয়ে এনেছে। যদি এগুলোর মেইনটেন ও করে থাকে কিন্তু এগুলা যেসব দেশের সেই দেশের আবহাওয়া আর আমাদেরটা এক না, সুতরাং দ্রুত এগুলা নষ্ট হবার সম্ভাবনা আছে। আমাদের দেশে এগুার এ্যাকসিডেন্ট হলেও আমারা কোন ক্ষতি পুরন পাব না, তাই এগুলাতে ওঠার আগে একটু ভেবে নিবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

রাতুল রেজা বলেছেন: ঠিক বলেছেন। রাইড গুলা আপনি নিজের চোখে দেখলে বুঝবেন কতটা রিস্কি।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৯

শফিউল আলম চৌধূরী বলেছেন: প্রথমেই যেই রাইডটার ছবি দেওয়া, সেটা খুলনায় একবার সার্কিট হাউজ ময়দানে টেম্পোরারী ভাবে বসেছিল। মাত্র ৩০ টাকা দিয়ে উঠেছিলাম। সেই থেকে এই রাইডটার ভক্ত আমি। বহুত খুজছি, কোথাও পাই নাই। সেইদিন রাত্রে ঐখানে গিয়ে দেখি এইটা। তবে এত টাকার কথা শুনে ভয়তে না চইড়াই বাসায় ফিরছি।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

ঢাকাবাসী বলেছেন: দুনিয়ার সবচাইতে বেশী ঘন মানুষের দেশ বাংলাদেশ আর প্রতি বর্গমাইলে দুনিয়াতে সবচাইতে বেশী মানুষের শহরে মানে ঢাকায় একটা চায়ের কাপ উপর থেকে নীচে জোরে পড়লে পাঁচশ লোক জমা হয়। ফিউচার পার্কের ভবিষ্যৎ উজ্জ্বল তো বটেই! আর দেড়শত টাকার কফিই খাবে!

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

ব্যর্থ পাবলিক বলেছেন: ৪০০ টাকা বন্ধুরে ধার দেন, এর চেয়েও বেশী ঘুরাইবো....এরচেয়েও বেশী এডভেন্চার পাইবেন। শুধুমুধু রিস্কের কি দরকার..? =p~ =p~ =p~ :D

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: একদিন যাওয়া দরকার.......

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

শায়মা বলেছেন: এটা তো একদম আমার বাসার কাছে। শুনেছি অনেক অনেক সুন্দর হয়েছে ভেতরটা। বাইরে থেকেও দেখি বিশাল ব্যাপার র‌্যাপার। আজকেই যাবো ভাবছি।:)

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

শীলা শিপা বলেছেন: এটা নিয়ে কত কিছু শুনছি...যেতে হবে একবার... :)

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

দি সুফি বলেছেন: নতুন নতুন তো, তাই মানুষ ঘুরতে যায় ;) ;)
তবে এদের অহংকার বেশি /:)

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: বাসার পাশেই। যামু যামু করে যাচ্ছি না।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

লিন্‌কিন পার্ক বলেছেন:
উপরের একটা রাইদ দেখে ভয় পাইলাম ! মাগনা দিলেও উঠব নাহ !! দেইখাই বুক ধড়ফড় করা শুরু করছে

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

কেএসরথি বলেছেন: একবার দেখতে যাব, কিন্তু রাইডগুলোর ব্যাপারে কিছুটা সন্দেহ কাজ করছে। (দাম প্লাস রাইডের অবস্থা ভেবে) - আর আমরা তো কিছু পাইলেই হলো একবার - ঐটার ১৩টা না বাজানো পর্যন্ত থামি না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১

রাতুল রেজা বলেছেন: দাম কমাইসে শুনলাম। সবগুলা রাইড ৯০০ টাকা, আগে ছিল ১৪০০ মনে হয়। হ্যা ঠিক বলেছেন, কিছু পাইলেই হইল।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: শুনলাম নামীদামী অনেক ব্রান্ড আসবে। তখনই যামু নে। এখন যাইয়া টাকা নষ্ট করার মানে নাই। অফিসের কাছের বসুন্ধরা সিটিই অনেক। :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

রাতুল রেজা বলেছেন: আর নামি দামি ব্র্যান্ড, অতো দূরে ব্রায়ন্ড দেখতে যাবে কে, বসুন্ধরাই ভাল

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ৪০০ টাকা প্রতি রাইড, একটু বাড়াবাড়ি হয়ে গেল... :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

রাতুল রেজা বলেছেন: কমাইসে, ৯০০ টাকা সব রাইড। আগে ১৪০০ ছিল

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

আন্ধার রাত বলেছেন:
ওখানে শিশি করতে কোন টাকা নেয় নাতো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.