নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকার রাত

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই

রাতুল রেজা

আলো কে ঢাকতে পারে শুধুমাত্র অন্ধকার

রাতুল রেজা › বিস্তারিত পোস্টঃ

অন্তরবর্তি সরকার প্রধান হিসেবে আমি অনন্ত জলিল কে চাই, আপনি? :)

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮





দুই নেত্রির মারামারি চুল ছেরাছেরি পর্যায়ে চলে গেছে। একজন বলেন চুল থাকবেনা, আরেকজন বলেছেন চুল উরে যাবে (বেগম জীয়ার তো চুল এমনিই কম :|| ) । ইতোমধ্যে ২জন ই প্রমান করেছেন তারা আপোষহীন। কেউই ছাড় দিতে রাজি নন। এমত অবস্থায় দেশের একমাত্র ত্রানকর্তা হিসেবে সুপারহিরো অনন্ত জলিল এর বিকল্প ভাবা সম্ভব হচ্ছেনা আমার পক্ষে। তিনিই পারেন অসম্ভব কে সম্ভব করতে। মাননীয় বিরোধী দলিয় নেত্রি বলেছেন একজন সম্মানিত ব্যাক্তিকে সরকার প্রধান করা হোক সেক্ষেত্রে জলিল সাহেব এর থেকে সম্মানীয় এই দেশে কেউ আছে বলে আমার জানা নেই, তিনি তো আবার সি আই পি। তাই আমি একজন ভোটার হিসেবে অনন্ত জলিলের নাম প্রস্তাব করলাম। আপনার মত কি ;)

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: দু ইয়ু আন্ডারস্টিমেইট জলিল। ইট ইচ আনপচিবল টু মেক হিম। ;) :D

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

রাতুল রেজা বলেছেন: আই এম এফ্রেইড :D

২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

Kawsar Siddiqui বলেছেন: এরশাদ বা বটগাছ :)

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

রাতুল রেজা বলেছেন: না না, আমি প্লেবয় প্রধানমন্ত্রি চাই না ;)

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

ভারসাম্য বলেছেন: সহমত জানাইলাম।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

রাতুল রেজা বলেছেন: ধইন্যা ধইন্যা, সাহস পেলুম :)

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ভাই আমার কি দেশে সম্মান নাই? আমি কি অসম্মানিত? আমার নামটাও দেন।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

রাতুল রেজা বলেছেন: ছরি ছরি ইট ইজ আনপচিবল টু পেলেচ ইউর নেম বিছাইড জলিল বিকজ হি ইজ এন ছি আই পি ;)

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

দেশপ্রেমিক পোলা বলেছেন: ভাইরে, সত্যি কথা বলতে কি, আমাদের দেশের প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীর চেয়ে অনন্ত জলিল অনেক ভাল। আপনারা তাকে নিয়ে যতই হাসাহাসি করুন না কেন আমরা তার চেয়ে অনেক অথর্ব গাধাকে ক্ষমতায় বসিয়ে রেখেছি। সুতরাং তাকে নিয়ে হাসাহাসি করা আর নিজেকে নির্বোধ বানানো একই কথা।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

রাতুল রেজা বলেছেন: আরে ভাই তাইতো প্রস্তাব করেছি। আমিও স্বীকার করি অনন্ত জলিল দুই চুলওয়ালির থেকে হাজার গুনে ভাল। তাকে অন্তর্বর্তি সরকার প্রধান করতে কারোর ই দ্বীমত থাকার কথা নয়

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

উড়োজাহাজ বলেছেন: হায়! ঝাতি নেতা নিয়ে ব্যাফুক চিন্তিত। শেষ পর্যন্ত জলিল ভাই?
আসলেই আমরা গাধা জাতি। গাধা জাতির কপালে গাধার মতই নেতাই প্রযোজ্য। মানুষের জন্য দরকার গণমানুষের নেতা। আর আল্লাহর বান্দাদের জন্য দরকার আল্লাহর মনোনীত নেতা।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

রাতুল রেজা বলেছেন: যিনি নেতা হন, আল্লাহ তায়ালাই তা নির্ধারন করেন। কেউ ই তার ইশারা ছাড়া নেতা হতে পারেন না।

না না ছি ছি কি বলেন, বলুন আমরা ইন্ড্রাস্ট্রিয়াল জাতি, কতবড় একজন ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট কে মনোনিত করছি, তিনি আবার দেশের সুপারহিরো, এর চ্যে গর্বের কিছু আছে বলেন? ;)

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

উড়োজাহাজ বলেছেন: একজন ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট কে মনোনিত করছি,
দু:খ থেকে বলছেন না কি সত্যিই এটা মনে করেন?

আমার তো মনে হয় হতাশা থেকে কথাগুলো বলা।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

রাতুল রেজা বলেছেন: হতাশা থেকে বলতে পারেন।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯

Kawsar Siddiqui বলেছেন: এরশাদ চাচা নামে কিছু বললে আপনার খবর আছে :-0 ;)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২

রাতুল রেজা বলেছেন: চাচা ইজ অলওয়েজ রক। ২ দিকে ২ নারি মাজখানে এক নর ;)

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ডোন্ট আন্ডারএস্টিমেন্ট দা পাওয়ার অব "ইনফিনিটি জলিল" :D

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮

রাতুল রেজা বলেছেন: মি ডোন্ট হাভ দি পাওয়ার টু আন্ডারইশটিমেট দি কলিজা বের করা পাওয়ার অফ জলিল ;)

১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেসম্ভব সম্ভবকারী খারাপ করবে না।
সুন্দর সব বাংলিশ শোনাবে।।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯

রাতুল রেজা বলেছেন: আমরা অয়েল এডুকেটেট হতে পারবো ;)

১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

সান কিং-১ বলেছেন: সহমত। শেখ হাসিনার তুলনায় মন্দের ভালো।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৯

রাতুল রেজা বলেছেন: মন্দের ভাল মানে? চরম ভাল বলেন আমরা রাজনীতি তে থ্রিডি ইফেক্ট দেখতে পাবো :D

১২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

রাজীব বলেছেন: জাতির এই ক্রান্তিলগ্নে এমন সময়োপযোগী প্রস্তাব উপস্থাপনের জন্য ও এমন যোগ্য একজন লোক খুজে বের করার জন্য (চোখের সামনে থেকেও যে হিডেন ছিল) আপনাকে শান্তিতে নোবেল দেয়া উচিৎ।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

রাতুল রেজা বলেছেন: থ্যাংকু থাঙ্কু :)

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪২

নিকষ বলেছেন: খ্রাপ কন নাই, জলিল বচ আস্লেই সমস্ত আনপসিবল পসিবল হবে।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

রাতুল রেজা বলেছেন: ইয়েছ, ইট ইজ দি জলিল ভচ B-)

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩০

ভিটামিন সি বলেছেন: শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ডোন্ট আন্ডারএস্টিমেন্ট দা পাওয়ার অব "ইনফিনিটি জলিল"

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

রাতুল রেজা বলেছেন: মি ডোন্ট হাভ দি পাওয়ার টু আন্ডারইশটিমেট দি কলিজা বের করা পাওয়ার অফ জলিল ;)

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

হেডস্যার বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

রাতুল রেজা বলেছেন: ;) ;) ;)

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

শাহরিয়ার খান রোজেন বলেছেন: হুম জলিল ভাইরেই দরকার।

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২

রাতুল রেজা বলেছেন: জলিল ভচ ছাড়া কুনো উপায় নাই :P

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আসলেই ;) ;) =p~ =p~ =p~

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৬

বোধহীন স্বপ্ন বলেছেন: কাওরানবাজারের সর্দাররে চাই

১৯| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

Saeen বলেছেন: Jalil bhai is the best selection but I think BAL wont agree caz Begum Zia used Jalil's dialogue.....!!! (Sorry 4 eng.)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.