নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকার রাত

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই

রাতুল রেজা

আলো কে ঢাকতে পারে শুধুমাত্র অন্ধকার

রাতুল রেজা › বিস্তারিত পোস্টঃ

স্টেডিয়ামে পোলাপানের কাম দেকছেন B-)

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২





মানুষ ক্যামেরায় আসার জন্যে কি না করে। শেষমেষ আমাদের সাকিব ভাই আর ভাবিরেও রক্ষা দিল না। আজকে খেলা দেখতে যেয়ে এক পাব্লিক এইটা আনসে দেখলাম। অবশ্য আর্ট টা আমার ভালই লাগসে। বেচারা অনেক্ষন ধরেছিল যাতে তাকে একবার ক্যামেরায় দেখায়, কিন্তু বেরসিক ক্যামেরা ম্যান তার দিকে তাক ই করল না ( ক্যামেরা ম্যান গুলাও লুইচ্চা, খালি মেয়েদের দিকে ফোকাস করে ;) ) যাই হোক, বেচারার শখ আমি পুরন কইরা দিলাম :P

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভালা হইছে.......... :D :D :D

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

রাতুল রেজা বলেছেন: হ আমারো ভাল লাগছে ;)

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

হাসান রেজভী বলেছেন: :-B :-B :-B

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

রাতুল রেজা বলেছেন: :-B :-B :-B

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

মদন বলেছেন: বেচারা আপনে নিজে নাতো ;)

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩

রাতুল রেজা বলেছেন: না বাই, এখনো এতো ভাল আর্টিস্ট হই নাই

৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এইটা তো গত ম্যাচের।
কিন্তু এই ছেলেরে দেখাচ্ছিলো না, আমরা পাশে বসা অনেকেই হাসছিলাম তার মুখ দেখানোর ব্যর্থ প্রচেষ্টায়।

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬

রাতুল রেজা বলেছেন: আজকেপ তো দেখলাম। তার মানে বেচারা আজকেও দেখাতে পারলোনা =p~

৫| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

ferrari_ বলেছেন: ভালোইতো আকসে পোলাডা B-)

০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

রাতুল রেজা বলেছেন: হ আমারো ভাল লাগছে ;)

৬| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

ইলুসন বলেছেন: ক্যামেরাম্যানগুলা আসলেই লুইচ্চা, খালি মেয়েদের ছবি দেখায়।

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

রাতুল রেজা বলেছেন: আসলেই ;)

৭| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

ইমরান হক সজীব বলেছেন: মদন বলেছেন: বেচারা আপনে নিজে নাতো =p~

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

রাতুল রেজা বলেছেন: না বাই, এখনো এতো ভাল আর্টিস্ট হই নাই

৮| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ২:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল আঁকছে, টিভিতে খালা দেখছি, দেখি নাই। ধন্যবাদ আপনাকে।

৯| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: হা হা ভালোই তো ভাইয়া।

যাক তোমার কল্যানে এই ছবি আমাদের দেখা হলো।


আমার একটু সন্দেহ হচ্ছে তুমি আঁকোনিতো আবার ছবিটা!!!:P :P :P

০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

রাতুল রেজা বলেছেন: না না আপু, কিজে বলেন, আমি এতো ভাল আর্টিস্ট হলেতো বাংলাদেশ এর চেহারা বদলায়ে দিতাম :P । আমাদের পাশের কয়েকটা সিট পরেই এই ছেলেটা এই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিল ক্যামেরার জন্যে। অনেক্ষন ধরে দাঁড়িয়ে থাকায় আমার মনে দয়া হল তাই তুল্লাম এক্তা ছবি

১০| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০

শায়মা বলেছেন: আহারে বেচারাটা!!:(

যাইহোক সুন্দর হইসে ছবিটা।:)


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.