নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

খেলার মাঠের বিখ্যাত কামড়গুলো

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৮

খেলার মাঠের বিখ্যাত কামড়গুলো



১) লুইচ সোয়ারেজ

** 2014 বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ে বনাব ইতালীর ম্যাচে উরুগুয়ের খেলোয়াড় লুইচ সোয়ারেজ ইতালীর জর্জিও চিলিনিকে কামড় দেন





খেলার মাঠে চিলিনিকে কামড় দিয়েছেন সুয়ারেজ। শাস্তি দেয়ার ফলে সুয়ারেজের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়।



২) মাইক টাইসন

** ১৯৯৭ সালে ডব্লিউ টাইটেল ক্রাউন বক্সিং ম্যাচে মাইক টাইসন প্রতিপক্ষ ইভেনডার হলিফিল্ড এর কানে কামড় দেন।

পর পর দুবার কানে কামড় দেয়ার পর রেফারী টাইসন কে অযোগ্য ঘোষনা করেন। টাইসন এই ঘটনার শাস্তিস্বরুপ ১ বছরের জন্য বক্সিং এর লাইসেন্স হারিয়েছিলেন।



টাইসন হলিফিল্ডকে কামড় দিচ্ছেন।

নেভাদা বক্সিং কর্তৃপক্স টাইসন কে তিন মিলিয়ন ডলার জরিমানা করে।



৩) লুইস সুয়ারেজ

** 20/04/2013 তারিখে লিভারপুলের ষ্ট্রাইকার হিসেব লুইস সুয়ারেজ প্রতিপক্ষ চেলসীর ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ (Branislav Ivanovic) কে কামড় দেন। এই ঘটনার শাস্তিস্বরুপ সুয়ারেজকে পরবর্তী ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষনা করা হয়ছিল



লুইস সুয়ারেজ এবং ব্রানিস্লাভ ইভানোভিচ

৪) লুইস সুয়ারেজ

** 2010 সনে লিভারপুলের ষ্ট্রাইকার লুইস সুয়ারেজ PSV Eindhoven এর মিডফিল্ডার Otman Bakkal কে কামড় দেন। েএই ঘটনার কারণে সুয়ারেজ কে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষনা করা হেয়ছিল।





লুইস সুয়ারেজ এবং ওটম্যান বাক্কল

৫) ওয়ানি ট্রি রলিনস

** ১৯৮৩ সনে NBA প্লে অফ ভলিবল ম্যাচে আটলান্টার ওয়ানি ট্রি রলিনস ( Wayne "Tree" Rollins) প্রতিপক্ষ বোষ্টন সেলটিকস এর ডেনী এইংগী ( Danny Ainge) এর ডান হাতের একটা আঙ্গুলে এতো জোড়ে কামড় দেন যে এইংগীকে টিটেনাস নিতে হয়। পরের দিন বিখ্যাত Boston Herald হেডলাইন করে “Tree Bites Man.”





ছবিতে লাল গেঞ্জী পরিহিত ওয়ানি ট্রি রলিনস এবং সাদা গেঞ্জী পরিহিত ডেনী এইংগীকে দেখা যাচ্ছে।



৬) Johan Le Roux



** 25 শে জুলাই ১৯৯৪ সালে রাগবি খেলায় দক্ষিণ আফ্রিকার Johan Le Roux প্রতিপক্ষ নিউজিল্যান্ড এর Fitzpatrick এর কান কামড়ে দেন। এর ফলে তাকে ১৭ মাস নিষিদ্ধ হয়ে থাকতে হয় যা তার ক্যারিয়ার ধংস্ব করে দেয়।



পত্রিকায় জোহান লি রক্সের কামড়ের দৃশ্য এবং রঙ্গিন ছবিতে ফিৎজপ্রেট্রিক এর রক্তাক্ত চেহারা এবং জোহান লি রউক্স এর ছবি ।



৭) জারকো রুটু( Jarkko Ruutu)



** 2009 সনে আইস হকিতে অটোয়া সিনেটরস ( Ottawa Senators') এর জারকো রুটু( Jarkko Ruutu) প্রতিপক্ষ বাফেলো সেবরেস ( Buffalo Sabres ) দলের এন্ডু পিটারস( Andrew Peters) এ হাতে কামড়ে দেয় যার ফলে জারকো রুটু কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।





চিত্রে আক্রমন কামড় এবং কামড়ের পরের রিএ্যাকশন গুলো দেখা যাচ্ছে।



৮) ফ্রান্সিসকো গাল্লারডো (Francisco Gallardo)

** 2001 সনে সেভিলিয়ার মিডফিল্ডার ফ্রান্সিসকো গাল্লারডো (Francisco Gallardo) নিজের দলের গোল উৎসব পালন করতে যেয়ে নিজ দলের জোসে এনটনিও রেইস(Jose Antonio Reyes) এর জননাঙ্গে কামড় দেয় ফলে রয়েল স্প্যানিস ফুটবল





ফেডারেশন তাকে sporting dignity and decorum." পরিপালন না করার দায়ে বহিষ্কার ও জরিমানা করে।



৯) জার্মেইন ডিফয় (Jermain Defoe)

** টটেনহামের ফরওয়ার্ড জার্মেইন ডিফয় (Jermain Defoe) লিভারপুলের সাবেক খেলোয়াড় যাভেইর মাশ্চেরানো (Javier Mascherano) এর হাতে কামড় দেয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে ডিফয় কে শাস্তির সম্মুক্ষীন হতে হয়নি। অবশ্য ডিফয় বলেছিলেন সে না-কি তখন





শিশুর মতো আচরণ করছিলেন।

১০) এ্যালেক্স বারোস



** ২০১১ তে এনএইচএল ষ্ট্যানলী কাপ ফাইনালে (NHL Stanley Cup final) এ প্রথমার্ধের শেষে মনে হচ্ছিল যেন ভ্যান্কুভারের এ্যালেক্স বারোস





(Alex Burrows) ব্রুইনস এর প্রেট্রিস বরগিরন( Patrice Bergeron) এর আঙ্গুল কামড়ে দিচ্ছিল।



১১) ডাইলান হার্টলী



** ইংল্যান্ড এর রাগবী দলের ডাইলান হার্টলী (Dylan Hartley) আয়ারল্যান্ডের ষ্টিফেন ফেরিসকে কামড় দেয় ফলে ডাইলান হার্টলীকে আট সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে অবশ্য পেড্রী ওয়ানেনবার্গ (Pedrie Wannenburg) ডাইলান হার্টলীকে কামড় দিয়েছিল







কিন্তু পেড্রীকে নিষিদ্ধ হতে হয়নি।



১২) ডেনী গ্রিউকক ( Danny Grewcock)



** ইংল্যান্ডের রাগবি খেলোয়াড় ডেনী গ্রিউকক ( Danny Grewcock) যিনি ইংল্যান্ড আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়ালস এর রাগবি ইউনিয়নের গ্রুপ লায়ন্স এর হয়ে খেলতেন তিনি ২০০৫ সনে নিউজিল্যান্ড এ লায়ন্স টুরস টু নিউজিল্যান্ড েএ ২৫/০৬/২০০৫ তারিখে অনুষ্ঠিত ১ম টেষ্টে অল ব্ল্যাকস এর হুকার কেভিন মিয়ালামু কে খেলার মধ্যে কামড় দেয়ার জন্য দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।







খেলার মাঝে মিয়ালামুর আঙ্গুল গ্রিউকক এর মুখের মধ্যে গেলে গ্রিউকক তাতে কামড় বসিয়ে দেন।



১৩) কোনার্ড ডবলার (Conrad Dobler)



** আমেরিকান ন্যাশনাল ফুটবল লীগ (NFL) এর ইতিহাসের অন্যতম ডার্টিয়েষ্ট খেলোয়াড় কোনার্ড ডবলার (Conrad Dobler) সত্তরের দশকে কামড়ে দেন মিনেসোটা দলের ডাউগ সাউদারল্যান্ড( Doug Sutherland) কে।





কোনার্ড ডবলার খেলতেন সেন্ট লুইস কার্ডিনালের হয়ে।



১৪) লেজিও(Lazio)



** ১৯৭০ সালে অনুষ্ঠিত ফেয়ার্স কাপে ইতালীর লেজিও(Lazio) এর বিরুদ্ধে লন্ডনের ফুটবল ক্লাব আর্সেনালের খেলায় আর্সেনালের খেলোয়াড়রা অভিযোগ করেন যে, লেজিও এর ডিফেন্ডাররা অদ্ভুৎ নিয়মে ডিফেন্ড করতো। তারা এমনকি কামড় পর্যন্ত দিতো।



৭০-৭১ সনে লেজিও টিম।

খেলার পর তারা মারামারিতেও জড়িয়ে েযায়। এই ঘটনার জন্য লেজিওকে খুব সামান্যই জরিমানা গুনতে হয়েছিল।



১৫) পিটার ফিলান্ডিয়া(Peter Filandia)



** ২০০২ সনে পোর্ট মেলবোর্ণ অষ্ট্রেলিয়ার পিটার ফিলান্ডিয়া(Peter Filandia) স্প্রিংভেলস এর চাদ ডেভিস (Springvale's Chad Davis) এর অন্ডকোষ কামড়ে দিলে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হন।





অবশ্য ফিলান্ডিয়া বলেন যে, ডেভিসের সাথে জড়িয়ে তার নিশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলে সে মুখের কাছে যা পেয়েছে তাতেই কামড় দিয়েছে।



১৬) জেমস গ্রাহাম



** বুলডগের ফরওয়ার্ড জেমস গ্রাহাম রাগবি খেলার এনআরএল গ্রুপ ফাইনালে মেলবোর্ণের তারকা খেলোয়াড় বিল্লি স্লেটার এর কানে কামড় দিলে গ্রাহামকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।





চিত্রে গ্রাহামকে স্লেটারের কানে কামড় দিতে দেখা যাচ্ছে।



১৭) এন্থনী ওয়াটস(Anthony Watts)



** ২০১৩ এর সেপ্টেম্বরে গোল্ড কোষ্ট রাগবী লীগের এক সেমিফাইনালে তুগুন দলের সাথে বিলাম্বীল দলের খেলার সময় তুগুন দলের এন্থনী ওয়াটস(Anthony Watts) বিলাম্বীল দলের একজনের গোপনাঙ্গে কামড় দেন



ফলে তাকে গোল্ড কোষ্ট রাগবী লীগ জুডিশিয়ারী আট সপ্তাহের জন্য নিষিদ্ধ করে।



১৮) কেভিন ইয়েটস(Kevin Yates )



** ৭ই আগষ্ট ১৯৯৮ সনে ইংল্যান্ডের বাথে ক্লাব টুর্নামেন্টে স্কটিশ ফ্লেন্কার বা ডিফেন্ডার সাইমন ফ্যান (Simon Fenn) এর কান কামড়ে দেয় কেভিন ইয়েটস(Kevin Yates ) ।





সাইমনের কানে ২৪ টা সেলাই দেয়া লাগে এবং কেভিন ইয়েটস কে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়।



১৯) ব্র্যাড মরিন (Brad Morrin)



** বুলগডের ব্র্যাড মরিন (Brad Morrin) ২০০৭ সালে রাগবী লীগে রাউন্ড ২১ এ প্যারামাটার(Parramatta)





এর তিমানা তাহু (Timana Tahu) এর বাহুতে কামড় দিলে ৮ সপ্তাহের জন্য নিষিদ্ধ হন।



২০)উইলিয়াম জিলম্যান(William Zillman)



** গোল্ড কোষ্ট এর ফুলব্যাক উইলিয়াম জিলম্যান(William Zillman) দক্ষিণ সিডনীর জেমী





সিম্পসন (South Sydney’s Jamie Simpson ) কে কামড় দেয়ার জন্য চার সপ্তাহ নিষিদ্ধ হন।



২১) টমি রওডোনিকিস (Tommy Raudonikis)

** ২৬/০৬/১৯৭৬ সালে অষ্ট্রেলিয়ান রাগবী খেলায় মেগপি এবং সি ঈগলের মধ্যকার খেলায় টমি রওডোনিকিস (Tommy Raudonikis) বিপক্ষ দলের জনি গিবস(কJohnny Gibbs) এর নাক কামড়ে প্রায় ছিড়ে ফেলেন ।





পরে তাকে পত্রিকায় সে নিজেকে ফ্যান্টম বাইটার উপাধি দেয় ।



২২) মার্ক সেভারড (Marc Savard)



** ২০১০ সনে আইস হকি তে বোষ্টনের মার্ক সেভারড (Marc Savard) ফ্লাইয়ার এর উইঙ্গার ডেন কারসিল্লো (Dan Carcillo) কে কামড় দেন।









মার্ক সেভারড এর আগেও 2003 সালে যখন আটলান্টার হয়ে খেলছিল তখন টরেন্টো দলের ডার্সি টাকার ( Darcy Tucker') কে কামড় দেয়ার জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।



২৩) এল্যাক্স বারওউস (Alex Burrows)



** ষ্ট্যানলী কাপ ফাইনালে (Stanley Cup final) ভ্যান্কুবার ক্যানাক্স ( Vancouver Canucks) এর ফরওয়ার্ড এল্যাক্স বারওউস (Alex Burrows) বোষ্টন ব্রুইনস( Boston Bruins) এর ফরওয়ার্ড প্যাট্রিস বারগেরন (Patrice Bergeron) কে কামড় দেন।





কিন্তু তার কোন শাস্তি হয়নি।



২৪) ফ্রান্ক ফেরেল(Frank Farrel)



** ১৯৪৫ সালে অষ্ট্রেলিয়ায় রাগবী খেলায় সেন্ট জর্জ এর খেলোয়াড় বিল মেকরিচি( Bill McRitchie) এর কানে কামড়ে দেন নিউ টাউন রাগবী লীগ ক্যাপ্টেন ফ্রান্ক ফেরেল(Frank Farrel) ।





বিলকে ২২ সপ্তাহ হাসপাতালে থাকতে হয়। কিন্তু ফেরেল কে শাস্তির সম্মুক্ষীন হতে হয়নি।



২৫) গ্রায়াম ওয়ান( Graeme Wynn)



** ১৯৮২ সালের ২০ শে জুন এনএসডব্লিউ রাগবী লীগে সেন্ট জর্জের গ্রায়াম ওয়ান( Graeme Wynn) প্যারামেটার রে প্রাইস (Ray Price) কে কামড়ে দিয়ে পুরো মৌসুমের জন্য বহিষ্কার হন।







২৬) জেরড ম্যাক ক্রেকেন( Jarrod McCracken)



** 1991 সনে অষ্ট্রেলিয়ায় বেলমোরে ইয়ং কিইউই (Young Kiwi) এর সেন্টার জেরড ম্যাক ক্রেকেন( Jarrod McCracken) সাউথ সিডনীর উইঙ্গার রস হেরিংটনের (Ross Harrington) এর বুকে কামড়ে দিলে ম্যাককে ৮ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।









২৭) ইরিলিডিস কোবাস (Yurileidys Cobas)



** 2012 সনে অলিম্পিকে জুডো খেলায় গ্রীসের ললিতা বৌকোভালা (Ioulietta Boukouvala) অভিযোগ করেন যে প্রতিপক্ষ কিউবার ইরিলিডিস কোবাস (Yurileidys Cobas) তার হাতে কামড় দেন খেলার সময় । কিন্তু তিনি অভিযোগ করেন খেলার পরে। তখন তিনি সাংবাদিকদের তার হাত দেখালেও কোন প্রমাণ না থাকায় কিউবার কোবাস রক্ষা পেয়ে যান।





সাদা পোষাক পরিহিতা গ্রীসের ললিতা এবং নীল পোষাক পরিহিতা কিউবার কোবাস জুডোরত

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০২

ক্যাপস্টেন বলেছেন: B:-) B:-) B:-)

এত কামড়া কামড়ির ইতিহাস আছে তো জানাই ছিল না।

পোষ্টে প্লাস

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩২

সিদ্দিকী শিপলু বলেছেন: কামড়া কামড়ির ইতিহাস আরো আছে সময় পেলে পরে সংগ্রহ করে জানাবো।
ধন্যবাদ ক্যাপস্টেন।

২| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০২

মনিরুল হাসান বলেছেন: পোস্টের শিরোনাম সামান্য পরিবর্তন করা উচিৎ। শিরোনাম হওয়া উচিৎ ছিলো - "খেলার মাঠের কুখ্যাত কামড়গুলো।"
(নইলে ভবিষ্যতে ছেলেমেয়েরা কামড় দিয়েই বিখ্যাত হওয়ার চেষ্টা করবে। :) )

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

সিদ্দিকী শিপলু বলেছেন: :) :D আসলেই খেলার মাঠের কুখ্যাত কামড় । ধন্যবাদ মনিরুল হাসান।

৩| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

হেডস্যার বলেছেন:
ব্যাপক কামড়াকামড়ি পোষ্ট।
++++++++

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬

সিদ্দিকী শিপলু বলেছেন: ব্যাপক কামড়ানো কামড় খাওয়া পোষ্ট। ;)

৪| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩১

পুরান লোক নতুন ভাবে বলেছেন: আরে এ দেখি কামরা কামড়ি পোষ্ট! ক্রিকেট যে ভদ্র লোকের খেলা তা এই পোষ্ট দেখলেই বোঝা যায়!!

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮

সিদ্দিকী শিপলু বলেছেন: ক্রিকেটেও কামড়া কামড়ি আছে। একবার শহীদ আফ্রিদী বলে জোরে একখান কামড় দিছিল। ;)
সময় পাইলে ক্রিকেট নিয়াও একখান পোষ্ট দিমু পরে।
ধন্যবাদ পুরান লোক নতুন ভাবে।

৫| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৫

বাংলার দামাল সন্তান বলেছেন: Amr Priyo Player der maje Suyarej 1Jon, Kinto Akhon Mone Hocce Suarej K Ajibon Nisiddho Kora Uchit

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪০

সিদ্দিকী শিপলু বলেছেন: শুধু কামড় দেয়ার জন্য নিষিদ্ধ করাটা মনে হয় ঠিক হবে না। এছাড়া ফুটবলে আরো কত ধরনের অন্যায় হয়। অভিনয় হয় তাতে আরো বেশী রাগ লাগে। তবে এসব ঘটনার পিছনের ঘটনাও জানার দরকার আছে। তবে সুয়ারেজের অবশ্যই শাস্তি পাওয়া উচিত।
ধন্যবাদ বাংলার দামাল সন্তান।

৬| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

পুতুল আলতাব বলেছেন: কামড়া কামড়ির সম্পর্কে অনেক কিছু জানলাম। ভালো লাগলো।

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪১

সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ পুতুল আলতাব।

৭| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৬

ডি মুন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪১

সিদ্দিকী শিপলু বলেছেন: আপনাকেও ধন্যবাদ ডি মুন।

৮| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৯

সোহানী বলেছেন: আরে এতো দেখি কামড় মহা কাব্য। এতো যে কামড় আছে তাতো জানাই ছিল না ..... যাহোক তাইলে সুয়ারেজরে মাপই করা উচিত.. কিব লেন !!!!

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৬

সিদ্দিকী শিপলু বলেছেন: ইচ্ছাকৃত কামড় হয়তো ক্ষমার অযোগ্য । কিন্তু এতো এতো কামড়ের ইতিহাস জানলে সুয়ারেজের প্রতি ঘৃণাটা কমে।
ধন্যবাদ সোহানী।

৯| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১০

শরৎ চৌধুরী বলেছেন: নাও দিস ইজ কলড ব্লগিং।

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৮

সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ অন্যমনস্ক শরৎ।

১০| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩০

রাজিব বলেছেন: লুইস সুয়ারেজ এর কামড়ে নিশ্চয় স্পেশাল কিছু আছে। গত সিজনে আর্সেনাল ৪০ মিলিয়ন পাউন্ড দিয়ে কেনার চেষ্টা করেছিল। এবার কামড়ের পর বার্সেলোনা ৬৩ মিলিয়িন দিয়ে লুইস সুয়ারেজ কে কিনতে চাচ্ছে। হয়তো আজ বা কাল অফিশিয়াল ঘোষণা আসতে পারে।

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭

সিদ্দিকী শিপলু বলেছেন: একে তো ভালো খেলোয়াড় তার উপর প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভয় পাইয়ে দেয়া । ;) দাম তো বাড়বেই।
ধন্যবাদ রাজিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.