নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

আমগো উপসাগরে (বঙ্গপোসাগর) পানির জমির মালিকানার রায় , কেমনে আমি জিতলাম?

০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সাহস কইরা একখান প্রশ্ন করি।



আমগো উপসাগরে পানি জমির মালিকানা লইয়া ফেলানীর খুনীগো লগে বিরোধ আছিল ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার পানি এলাকার ।



খাড়ান.. .. .. X(



এইটাতো কইবেন না যে বাংলাদেশ ইন্ডিয়ার পানির জায়গা নিজের বইলা দাবী করছিলো। আবার ইন্টারন্যাশনাল পর্যায়ে ইন্ডিয়ার পানির জায়গা আমগো দাবী কইরা কেইস করছে। এই কথা কইয়া হাসাইয়েন না।



বরং এটাই ঠিক যে, ইন্ডিয়া আমগো পানির জায়গা নিজেগো বইলা দাবী করণে ভ্যাজাল শুরু হইছিলো।



তার মাইনে দাড়াইলো যে নিজের ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার পানির সীমানা উদ্ধারের লাইগাই এই মামলা মোকাদ্দমা হইছে।



অহন আমারে কন- আমার সাড়ে পচিঁশ হাজার পানির জমি থেইক্কা আমারে দিল ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার পানির জমি মানে আমগো জমির চার ভাগরে একভাগ ফেলানীর খুনীরা পাইয়া গেল।



তাইলে কেমনে আমি জিতলাম?



আইচ্ছা আরেকখান কথা তালপট্টির কথা মনে আছেনি ? যেই ছয় হাজার বর্গকিলোমিটার পানি জমি ফেলানীর খুনীরা পাইলো তালপট্টি কি হেই জায়গার?



তাইলে তো চোখে হাত দিয়া কান্দোনের মত রায় হইলো। :((



আমি কেমনে জিতলাম? :((

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

কানা দাজ্জাল বলেছেন: হাছাই তো? ভাই, আসলেই তালপট্টি কেডা পাইলো?

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৩

সিদ্দিকী শিপলু বলেছেন: কানা দাজ্জাল ভাই , তালপট্টি ভারত পাইছে।

২| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২

কলাবাগান১ বলেছেন: হায়রে বাংগালী!!!! ১৮০ ডিগ্রি র দাবী করে ১৭৭.৩ ডিগ্রি পেল (আগে তো কোন ডিগ্রিই ছিল না- পুরাটাই বিরোধপূর্ন ছিল)
তাল পট্রি বলে তো কোন দ্বীপ নাই তলিয়ে গিয়েছে বহু আগে

আসলে হারলে বোধ হয় আপনারা খুশী হতেন । তাহলে সরকারকে ভারতকে উপহার দি্যেছে বলে বলতে পারতেন

দীপু মনি ভারতের অগোচরে এই মামলা করেন আন্তর্জাতিক আদালতে ২০০৯ সনে

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৫

সিদ্দিকী শিপলু বলেছেন: কলাবাগান১ , পুরোটাই বিরোধপূর্ণ ছিল বটে তবে সেখানে ভারত কখনোও কোন দাবী করতে আসে নাই। শুধু খাতা কলমে দাবী করতো।

ভাই ১৮০ ডিগ্রী ই আমার তার মধ্যে ২.৭ ডিগ্রী কেন দিব? আর হিসাব টা ডিগ্রীতে কেন দিচ্ছেন? শুধু ২.৭ ডিগ্রী দেখেতো মানুষ বিভ্রান্ত হবে। কেন বলছেন না যে চার ভাগের একভাগ হারাইছি।

ফর ইউর কাইন্ড ইনফরমেশন কারো অগোচরে মামলা করলে তাতে কিছু যায় আসে না। অন্য পক্ষ মামলা চালাতে না চাইলে সেই মামলা চলে না। ইন্ডিয়া না চাইলে এই মামলা চলতো না। তাহলে কেমনে এটা গোপনে হইলো?

তার উপর ওই কোর্টে একজন ইন্ডিয়ান জাজ আছেন- ইন্ডিয়ার অন্ধ্র প্রদেশে জন্ম গ্রহণকারী Pemmaraju Sreenivasa Rao

৩| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

কলাবাগান১ বলেছেন: বিনপির আমলে এই ১৯০০০ বর্গ কিমি কি আমাদের দখলে ছিল???? বিনপি যে একটা আন্তর্জাতিক আদালত আছে, তাও জানত কিনা সন্দেহ...।

এখন তো আমাদের সীমা ১৯০০০ বর্গ কিমি বাড়ল.......

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৭

সিদ্দিকী শিপলু বলেছেন: ভাই সব বিষয়ে কেন রাজনীতি টানেন? যে দলই করুক দেশেরে জন্য ভালো না হলে কি সেটাকে ভালো বলতে হবে? সব কিছুতে রাজনীতি টানিয়েন না।

৪| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

মো সিরাজিম মুনীর দীপ বলেছেন: @কলা-বাগান, বি এন পি কি করল তা লইয়া এত চিল্লান কেন? এই লেখার কোনও জায়গায় ত বি এন পির নাম ও দেখলাম না। তাহলে বেহুদা ও রে কেন টানেন। সত্য বলতে কি বি এন পি বা আওয়ামী লীগ হওয়া লাগব!!!!!!!
কথায় কথায় বি এন পি, জামাত করবেন না। সত্য এর উপর নির্ভর করে না। রাজাকার-রাজাকার, দালাল-দালাল করেন, আগে নিজের দেশকে দলের চেয়ে বেশি ভালোবাসতে শিখুন।

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

সিদ্দিকী শিপলু বলেছেন: পূর্ন সহমত মো সিরাজিম মুনীর দীপ। আগে দেশ তারপরে দল। দেশ হচ্ছে আমার সব। দলতো আজ আছে কাল নাও থাকতে পারে।

৫| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০০

এমএস ইসলাম বলেছেন: বিমানে বার বার পাছা লাগানো দিপু মনিদের তলপট্টি চোখে পড়বেনা এটা অনেকটা যুক্তিক কিন্তু কলাবাগান ১ এর কি হইছে যে তার তলপট্টি ছুইটা গেলো?

ভাই অযেীক্তিক কথা বলে কেন নিজের দলকানা স্বভাবকে বার বার উলঙ্গ করতেছেন ? তালপট্টি কোন কালে ভারতের ছিলো না রায়ের আগেও তারা চিন্তা করেনি এরকম ১০০০০ বর্গমাইলের একটি দ্বীপ তাদের হয়ে যাবে। সবই দীপু মনিদের খেলা, ক্ষমতায় থাকার জন্য ১০০০০ কেন দেশটা মাগনা দিয়ে দিতেও এদের বিন্দুমাত্র অনুশোচনা হবে না। অবশ্য করিডোর, ট্রানজিট, যা দিয়েছে তাতো সামান্যই বটে।

৬| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

ফেরদাউস আল আমিন বলেছেন: জিতার তো আমি কিস্যু দেখলাম না।

তেলের কোম্পানী জরীপ করব, ঐ কোম্পানী গুলাই কইসে আন্তর্জাতিক আদালত থিকা সীমান নির্ধারন কইরা আসেন (সীমানা নির্ধারন হইলে কাম করতে সুবিধা)।

৭| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ কেনু প্রশ্ন করে অসভ্য হচ্চেন!

আগে মিথ্যুক প্রতারক হাম্বারা স্বপ্ন দেখাইল- ট্রানজিট দিলে ইনকামের চোটে দেশ সিঙ্গাপুর হইয়া যাইব!!

কেউ দেখতে চাইলনা তবও দেশকে ধর্ষন করে জনমতের বিরুদ্ধে গিয়ে ট্রাজিনট দিল!
তারপরে ফ্রি ফ্রি সব ফ্রি.. ভাড়া চাইলে নাকি অসভ্যতা! হাম্বা রা বলল!!

যেই তালপট্টির দাবী আপনি তুলেন তারাতো তারে সাগরে ডুবাইয়া ভাসায়া নাই কইরা চিক্কুর পারতেছে!

নটিরও বিশেষ লজ্জ্বা থাকে.. এরা তারচে জঘণ্য!

এইরকম দলকানারা (উপ্রে দ্র:) নাকি আবার শিক্ষা কাজে নিয়োজিত..

তাইতো বলি দেশের শিক্ষার এত নি্মনমান কেন??????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.