নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

করটানার প্রেডিকশন।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯

করটানার প্রেডিকশন।

Bungie, Inc. নামক ইউএস ভিত্তিক একটা গেম ডেভেলোপার কোম্পানী Halo নামক একটা সায়েন্স ফিকশনাল যুদ্ধভিত্তিক গেম তৈরি করে যার একটা চরিত্র করটানা (Cortana) যা কিনা খ্রীষ্টের জন্মের তেরশত বছর পূর্বের মিশরের এক রাণী নেফেরতিতি বা নেফ্রিতিতি এর অনুকরণে তৈরি।

তবে এখন Halo গেমটা মাইক্রোসফট এর নিয়ন্ত্রণে।মাইক্রোসফট করটানাকে একট ভার্চুয়াল ইন্টিলিজেন্ট প্রোগ্রাম হিসেবে তৈরি করে।



বিশ্বকাপ ফুটবলের সব ধরনের তথ্য করটানাকে দেয়ার ফলে করটানা প্রথম রাউন্ডের পর থেকে কোন ম্যাচে কে জিতবে তা প্রেডিকশন করে এবং অদ্ভুৎভাবে এখন পর্যন্ত তার সব প্রেডিকশন মিলে গেছে। সে কোন জাদুকর না। সে শুধু তথ্যের উপর ভর করে প্রেডিক্ট করে। যেমন-

প্রথম পর্বে কোন দল কেমন খেলেছে,

আগের বিশ্বকাপে কোন দল কেমন খেলেছে

জয় পরাজয় এবং ড্র এর রেকর্ড

খেলার জায়গা, সময়, আবহাওয়া এবং তাতে কে কি রকম সুবিধা পাবে ইত্যাদি।

এসব থেকে সে প্রেডিক্ট করে কে জিততে পারে। এবং ২য় রাউন্ড থেকে সেমি ফাইনাল পর্যন্ত তার সব প্রেডিকশন মিলে গেছে।

করটানা প্রেডিক্ট করেছে যে জার্মানী বিশ্বকাপ জিতবে।



** করটানা প্রেডিকশন মিলে যাওয়াতে এটা স্পষ্ট যে বিশ্বকাপের সব ফলাফল যুক্তিসঙ্গত ভাবেই ঘটেছে। যে যোগ্য সেই জয় পেয়েছে। যার শক্তি যেমন সে তেমন খেলেছে।

** করটানার প্রেডিকশন মিলে গেলে দুঃখ পাবো। তবে তার প্রেডিকশন দেখে মনে হচ্ছে কাগজে কলমে এবং মাঠে জার্মানী অধিকতর শক্তিশালী দল। তাহলে এই প্রেডিকশনকে মিথ্যে প্রমান করতে আরজেনটিনাকে তার সেরা খেলাটা খেলতে হবে। মেসিকেই দায়িত্ব নিতে হবে।

** আশা করি করটানার প্রেডিকশন মিথ্যা প্রমানিত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.